IPL 2025: ২১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। এখন থেকেই শুরু হয়েছে প্রতীক্ষার প্রহর গোণা। গতবার শুরুটা ভালো করেও পরে পিছিয়ে গিয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। পয়েন্ট টেবিলে তারা শেষ করে সপ্তম স্থানে। তিন বছরের যাত্রাপথে প্রথমবার শেষ চারের টিকিট আদায়ে ব্যর্থ হয় সঞ্জীব গোয়েঙ্কার দল। এই ব্যর্থতার পর নড়েচড়ে বসেছিলো টিম ম্যানেজমেন্ট। নতুন মেন্টর হিসেবে দলের সাথে যুক্ত করা হয় জাহির খান’কে। গোটা স্কোয়াডের খোলনলচে বদলে ফেলার পথে হেঁটেছে ফ্র্যাঞ্চাইজি। গত তিন বছর লক্ষ্ণৌ দলের অধিনায়ক ছিলেন কে এল রাহুল (KL Rahul)। এবার তাঁকে আর রিটেন করা হয় নি। বাতিল করা হয়েছে নবীন উল হক (Naveen-ul-Haq), মার্কাস স্টয়নিস, কাইল মায়ার্স, ক্যুইন্টন ডি ককদের মত টি-২০ দুনিয়ার তারকাদেরও।
Read More: কনুইয়ের চোটে কাহিল অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চিন্তা বাড়লো দলের !!
নেতৃত্ব পাচ্ছেন না ঋষভ পন্থ-

দলে স্টার কোশেন্ট যুক্ত করতে মরিয়া ছিলো লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি (LSG)। তার প্রমাণ তারা দিয়েছে গত ২৪ ও ২৫ নভেম্বরের মেগা নিলামে। ঋষভ পন্থের (Rishabh Pant) জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিলো সুপারজায়ান্টস শিবির। দিল্লীর সাথে দীর্ঘ সময় দড়ি-টানাটানি চলে তাদের। শেষমেশ ঋষভের জন্য বিপুল অর্থ খরচ করে আরটিএম ব্যবহারেও রাজী হয়েছিলো তাঁর পুরনো দল। কিন্তু এক ধাক্কায় ২১ থেকে তাঁর দর বাড়িয়ে ২৭ কোটি করে দিল্লীর (DC) অনেকখানি পিছনে ফেলেন গোয়েঙ্কারা। গতবারের মিনি নিলামে ২৪.৭৫ কোটি টাকা পেয়ে রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। এবার অজি পেসারকে পিছনে ফেলেন ঋষভ পন্থ। আইপিএলের (IPL) আঠারো বছরের ইতিহাসে আপাতত সবচেয়ে দামী ক্রিকেটার তিনিই।
বিপুল দামে লক্ষ্ণৌ (LSG) ঋষভকে স্কোয়াডে সামিল করার পরেই ক্রিকেটজনতা মোটামুটি ধরে নিয়েছিলো যে নেতৃত্ব পাচ্ছেন তিনি। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা করার পথে হাঁটে নি সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজি। বরং ধীরে চলো নীতি নিয়েছে তাঁরা। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকেও এই নিয়ে একাধিক অনুষ্ঠান বা পডকাস্টে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তিনিও জিইয়ে রেখেছেন হেঁয়ালি। অবশেষে জট খুলতে চলেছে এই রহস্যের। সূত্রের খবর যে ঋষভকে (Rishabh Pant) খোলা মনে খেলতে দিতে চান কর্মকর্তারা। তাঁকে এই মুহূর্তে অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব সঁপে দেওয়ার কোনো চিন্তাভাবনা নেই তাঁদের। বরং ক্রিকেটজনতাকে বড়সড় চমক উপহার দিতে চলেছে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে তারা রাখতে চলেছে বড়সড় ট্যুইস্ট।
ডেভিড মিলার হতে পারেন অধিনায়ক-

ঋষভ পন্থ ছাড়াও লক্ষ্ণৌর নেতৃত্ব পাওয়ার দৌড়ে ছিলেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। ওয়েস্ট ইন্ডিজের তারকাকে ২১ কোটিতে রিটেনও করা হয়েছে। কিন্তু শিকে ছিঁড়ছে না তাঁর ভাগ্যে। খবর মিলেছে যে সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের আইপিএলে (IPL) লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের অধিনায়কত্ব করতে চলেছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে মিলারের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করে নি ফ্র্যাঞ্চাইজি। তবে তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তেমনটাই ধারণা ক্রিকেটজনতার। বিগ হিটার মিলার (David Miller) ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ার পোড়খাওয়া তারকা। এক দশকেরও বেশী সময় ধরে খেলছেন আইপিএল। পাঞ্জাব কিংস, গুজরাত টাইটান্সের মত দলের হয়ে খেলেছেন তিনি। এই মেগা নিলামে ৭.৫ কোটিতে তাঁকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। পুরান বা পন্থের থেকে অভিজ্ঞতাতেই এগিয়ে থাকছেন মিলার।
দেখুন সেই ট্যুইটার পোস্ট-
Naam toh suna hoga? 😂 pic.twitter.com/xFatTSe2an
— Lucknow Super Giants (@LucknowIPL) January 19, 2025