Shakib Al Hasan: জমে উঠেছে ক্রিকেটের মহারণ, প্রায় মাঝ পথে চলে এসেছে বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে সুপার এইটের ম্যাচ, আর সুপার এইটের মঞ্চে প্রবেশ করার জন্য বাংলাদেশকে বাঁকি দুই ম্যাচেই কেল্লাফতে করার প্রয়োজন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ রানে পরাজিত হওয়ার পর আমেরিকা যুক্তরাষ্ট্র ছাড়ল বাংলাদেশ। বিশ্বকাপের বাঁকি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গেল টাইগাররা।
তবে উইন্ডিজ যাওয়ার আগে হেনস্থার শিকার হলেন প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক শাকিব এল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশি এই খেলোয়াড় সাংবাদিকের বিরুদ্ধে স্ত্রী-সন্তানের ভিডিও করার ‘অভিযোগ’ আনেন এবং তার মোবাইল কেড়ে নিয়ে পুলিশে দিয়েছেন সাকিব।
Read More: বাদের খাতায় শিবম-বিরাট, আমেরিকার বিরুদ্ধে বিকল্প হিসেবে দুই তরুণকে তৈরি রাখছে টিম ইন্ডিয়া !!
শাকিবের বারণ শোনেননি সাংবাদিকরা
জানা গিয়েছে, ম্যাচ শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে টিম বাসের কাছেই দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেইসময় সাকিবকে লক্ষ করেই ভিড় জমান সাংবাদিকরা। এসময় শাকিব সাংবাদিক দের তাদের অন্তরঙ্গের ভিডিও তুলতে বারণ করলেও শোনেননি সাংবাদিকরা।
এরপর সাকিব এগিয়ে এসে বাংলাদেশি সেই সাংবাদিকের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে পাশেই উপস্থিত যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তাকর্মীর হাতে তুলে দেন। যদিও পরে সেই সাংবাদিক তার মোবাইল ফেরত পেয়েছেন। আগেও বেশ কয়েকবার ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার থেকে শুরু করে আম্পায়ারের উপর মেজাজ হারানো কিংবা স্ট্যাম্পে লাথি মারার মতন কুকীর্তি করেছেন শাকিব।
সুপার এইটের জন্য এখনও সবুজ বাতি জ্বলছে বাংলাদেশের
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ হয় থেকে বিরত থাকলো বাংলাদেশ। চলতি বিশ্বকাপে এখনও উইকেট পাননি সাকিব এমনকি এদিন তার ব্যাটিং মেঝে মেজাজ ও হারিয়েছেন সেহবাগ। মন্তব্য করে বিরু বলেন, সাকিবের অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। তিনি আরও জানান, “শাকিব অনেক দিন থেকেই খেলছেন, এই ধরনের ব্যাটিং তার শোভা পায়না। তিনি গিলক্রিস্ট বা হেইডেন নন যে তিনি কাট পুল মারবেন। তিনি বাংলাদেশি তাই তার সেই মান অনুযায়ী খেলা উচিত।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটিতে মাত্র ১ ওভার বোলিং পেয়েছিলেন এবং ব্যাট হাতে মাত্র ৪ রান বানান। প্রথম ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার পর ভক্তরা মনে করে ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে তারা গ্রুপ পর্যায়ে উপরের দিকে পৌঁছাবে। যদিও বাংলাদেশ তাদের বাঁকি দুটি ম্যাচ
নেপাল এবং নেদারল্যান্ডস’দের বিরুদ্ধে খেলবে। সুপার এইটের যোগ্যতা অর্জন করতে গেলে টাইগারদের জিততেই হবে।