Shahid Afridi: এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটে তোলপাড়। টুইট করে পাকিস্তান ক্রিকেটের সমস্যা বাড়িয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। আসলে, পিসিবির পরবর্তী চেয়ারম্যানের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নাজাম শেঠি। এমন পরিস্থিতিতে তিনি এখন ছয় মাসের মধ্যে এই পদ থেকে সরে দাঁড়াবেন। রমিজ রাজার স্থলাভিষিক্ত নাজাম শেঠি পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান।
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী প্রধান নাজাম শেঠি বলেন যে তিনি পরবর্তী পিসিবি চেয়ারম্যানের দৌড় থেকে সরে আসার পরে বোর্ডে স্থায়ী পদ চাইবেন না। শেঠি বলেন যে, তিনি দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে “বিবাদের বিষয়” হতে চান না যা চলছে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান আসিফ জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে।
Read More: IND vs WI: ফ্যান্সদের জন্য খারাপ খবর, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই অবসর নেবেন এই ম্যাচ উইনার ক্রিকেটার !!
গভীর রাতে একটি টুইটে শেঠি বলেছেন, “সবাইকে শুভেচ্ছা! আমি আসিফ জারদারি এবং শেহবাজ শরিফের মধ্যে বিবাদের মধ্যে পড়তে চাই না। এই ধরনের অস্থিরতা এবং অনিশ্চয়তা পিসিবির জন্য ভাল নয়। এই পরিস্থিতিতে আমি সরে যেতে চাই। এখন পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। তবে স্থায়ী প্রার্থী নয়। সকল স্টেকহোল্ডারদের জন্য শুভকামনা।”
উঠে আসছে আফ্রিদির নাম !
এই ঘোষণার পর কে পরবর্তী পিসিবি চেয়ারম্যান হবে তা নিয়ে জলঘোলা শুরু হয়ে গিয়েছে। আনেকেই মনে করছেন শহিদ আফ্রিদির পিসিবি চেয়ারম্যান হওয়ার পথ পরিষ্কার হয়ে গেছে। আসলে ওয়াকিবহাল মহল মনে করছে, নাজাম শেঠির জমানার অবসানের পর আফ্রিদিই এই পদে বসার যোগ্য ব্যক্তি। আসলে আফ্রিদির মধ্যে রাজনীতির তেমন ছোঁয়া নেই এবং তিনি সঠিক পথেই পাক ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তারওপর ক্রিকেটার হিসেবে ‘বুমবুম’-এর অগাধ অভিজ্ঞতা। সেটাও ব্যাবহার করা যাবে বলে মত ওয়াকিবহাল মহলের।
ভারত-পাক ক্রিকেটে নতুন দিশা
এখন প্রশ্ন হচ্ছে, শাহিদ আফ্রিদি পিসিবির নয়া চেয়ারম্যান হলে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক কোন দিকে মোড় নেবে। এই মুহূর্তে এই দুই দেশ শুধুমাত্র আইসিসি ইভেন্টে একে অপরের মুখোমুখি হয়। দ্বিপাক্ষিক সিরিজ অনেকদিন ধরেই বন্ধ। তবে সেই পথ সুগম হবে কিনা তা নিয়ে চিন্তার মেঘ থাকছেই। আফ্রিদির যেমন ধরণের চিন্তাভাবনা তাতে ভারত পাকিস্তানে না গিয়ে খেললে পাকিস্তান দলকেও হয়তো তিনি ভারতে পাঠাতে চাইবেন না। সব মিলিয়ে আফ্রিদি নয়া চেয়ারম্যান হলে চিত্র অবশ্যই অনেকটা পাল্টে যাবে।
Also Read: আইপিএলের পর এবার সিনেমাতেও ঝড় তুলবে রিঙ্কু সিং, তৈরী হচ্ছে বায়োপিক !!