Babar Azam: টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস তৈরি করল আয়ারল্যান্ড। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে পাকিস্তান। আপাতত আইরিশ সিরিজের প্রথম ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান এবং প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে লজ্জা জনক পরিণতি হলো পাকিস্তানের। টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে পাকিস্তান দল ৬ উইকেট এর বিনিময়ে ১৮২ রান বানাতে সক্ষম হয়েছিল। দলের হয়ে ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam) ৫৭ রানের একটি ইনিংস খেলেন। পাশাপাশি তরুণ ওপেনার সাইম আয়ুবের (Saim Ayub) ব্যাট থেকে ২৯ বলে ৪৫ দেখা যায় এবং শেষের দিকে ইফতিকার আহমেদের (Iftikhar Ahmed) ১৫ বলে ৩৭ রানের ইনিংসে পাকিস্তান দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি সম্মানজনক টার্গেট রাখে।
আয়ারল্যান্ডের কাছে প্রথম T20 হারলো পাকিস্তান

এই রান তাড়া করতে এসে আইরিশ দলের ওপেনার অ্যান্ড্রু বলবার্নি ৭৭ রানের একটি ইনিংস খেলেন। ২৪ বলে ৩৬ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর, পাশাপশি, অলরাউন্ডার ডকরেল ১২ বলে ২৪ রান বানান এবং আয়ারল্যান্ড দলের হয়ে দুরন্ত ফিনিশ করেন কার্টিস ক্যাম্ফার। ৭ বলে ১৫ রানের ইনিংস খেলে ১ বল বাঁকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করেন। আয়ারল্যান্ডের কাছে লজ্জাজনক পরিণতির পর বাবর আজমের ক্লাস নিলেন শহীদ আফ্রিদি (Shahid Afridi)। বাবরকে ব্যাটিংয়ের পাশাপশি ক্যাপ্টেনসিতেও মন দিতে বলেছেন আফ্রিদি।
Read More: Babar Azam: টি-২০ বিশ্বকাপের আগেই অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর আজম, ফের রদবদলের সম্ভাবনা পাকিস্তান দলে !!
বাবর আজমের ক্লাস নিলেন আফ্রিদি

বাবরকে নিয়ে মন্তব্য করে আফ্রিদি বলেন, “আপনারা বাবর আজমের কথা বলে থাকেন উনি পৃথিবী বিখ্যাত খেলোয়াড় যেমন তেমন ওনাকে সেরা ক্যাপ্টেন হতে হবে। সামনের বড় ইভেন্টে ভালো পারফরমেন্স করে দেখাক। পাকিস্তানকে ট্রফি জিতিয়ে দেখাক। আমরা যদি বাবর আজমের কথা বলি, আমরা ওনার জন্য দোয়া করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যত বড় প্লেয়ার তবে আগামী ৩-৪ বছরের মধ্যে উনি আরও উন্নতি করতে হবে। উনি যেমন ওয়ার্ল্ডক্লাস ব্যাটসম্যান তেমন উনি ওয়ার্ল্ডক্লাস ক্যাপ্টেন হয়ে দেখাক। সামনের বিশ্বকাপে বড় সুযোগ রয়েছে। অনেক সময় ধরেই ক্যাপ্টেনসি করে আসছেন। লম্বা সময় ধরে সেরা ১,২-এর তালিকায় থাকেন।”
পাকিস্তানের বাঁকি প্লেয়ারদের উদ্যেশ্যে আফ্রিদি জানান, “বাবর ছাড়া রিজওয়ান, ফখর, শাহীন, শাদাব, নাসিম শাহ এনারা অনেক সময় ধরে খেলে আসছেন। লম্বা সময় ধরেই খেলছেন, এদেরকে কেউ বারও করেনি। সামনের বিশ্বকাপে সিনিয়র প্লেয়ারদের কাছে সুযোগ থাকবে পারফরমেন্স করে দেখানোর।” ক্যাপ্টেন বাবরের থেকে ট্রফি দেখতে চান আফ্রিদি, এবিষয়ে মন্তব্য করে তিনি বলেন, “বাবর পাকিস্তানকে ট্রফি জিতিয়ে দেখাক, ট্রফি না জিতুক অন্তত ফাইনাল খেলুক। এটাই আমি বলতে চাই যে, ক্যাপ্টেনই সবকিছু, কোচ সবকিছু বলে দেবে তবে মাঠের ভিতর এসে কিছুই করতে পারবেন না, মাঠের ভিতর প্লেয়ারদেরই খেলতে হবে।”
Shahid Afridi wants Babar Azam to improve his captaincy and win an ICC trophy. He says Babar has been given 3-4 years and should prove himself 🇵🇰✅
Lala said this two days ago, and Babar Azam lost as captain to Ireland last night. This is hurting me so bad 😭😭😭💔💔💔 #IREvPAK pic.twitter.com/I8pFFIzQCI
— Farid Khan (@_FaridKhan) May 11, 2024