Shahid Afridi: রবিবার এশিয়া কাপের আসরে মুখোমুখি হয়েছিলো ভারত ও পাকিস্তান। বাইশ গজের লড়াইতে সহজেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু মাঠের বাইরের যুদ্ধ চলছে এখনও। সমস্যার সূত্রপাত খেলা শুরুর আগে থেকেই। টসের সময় প্রথা মেনে হাত মেলান নি দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সলমন আলি আঘা। ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করেও সটান সাজঘরের উদ্দেশ্যে হাঁটা দেন সূর্য। ফিরেও তাকান নি মাঠে দাঁড়ানো পাক খেলোয়াড়দের দিকে। হ্যান্ডশেকের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে মাঠ ছাড়েন শাহীন, নওয়াজরাও। ভারতীয় দলের আচরণ’কে ‘অখেলোয়াড়োচিত’ আখ্যা দিয়েছে পাক ক্রিকেটমহল। করমর্দন আদতে সৌজন্যের অংশ, বাধ্যতামূলক নয়, পালটা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরাও। এই চাপান-উতোরের মাঝেই শাহীদ আফ্রিদির (Shahid Afridi) মন্তব্য ঘিরে নতুন করে জ্বলেছে বিতর্কের আগুন।
Read More: বাংলাদেশের বিপক্ষে হেরেও ট্রফির দৌড়ে আফগানরা, এই সমীকরণে খুলতে পারে সুপার ফোরের দরজা !!
রাহুল গান্ধীর প্রশংসা আফ্রিদির গলায়-

পাক খেলোয়াড়দের সাথে হাত না মেলানোর যে সিদ্ধান্ত টিম ইন্ডিয়া নিয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন শাহীদ আফ্রিদি (Shahid Afridi)। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারকে নিশানা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক। একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বারবার বলে আসছি যে এই সরকার ধর্মের তাস খেলতে চায়। হিন্দু-মুসলিম তাস খেলে ক্ষমতায় আসার জন্য। এই মানসিকতাটা খুবই খারাপ।” ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকিয়েছে ভারত, গত রবিবার থেকেই এহেন অভিযোগ উড়ে আসছে ওয়াঘা সীমান্তের ওপার থেকে। সেই সুরেই সুর মিলিয়েছেন আফ্রিদিও (Shahid Afridi)। লোকসভার বিরোধী দলনেতার প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখ থেকে। বলেছেন, “রাহুল গান্ধীর মানসিকতা ইতিবাচক। উনি সকলকে সাথে নিয়ে চলতে চান। গোটা বিশ্বের সাথে আলোচনার মাধ্যমে এগোতে চান।”
পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে পাকিস্তানকে কার্যত বয়কট করেছে ভারত। ক্রিকেট মাঠেও তেমনই পড়শি দেশের সাথে যাবতীয় সম্পর্ক মুছে ফেলা হোক, দাবী উঠেছিলো সম্প্রতি। এশিয়া কাপের ভারত-পাক ম্যাচ ঘিরে দেশে যে ক্ষোভের আগুন জ্বলছিলো তা নেভাতেই সলমন আলি আঘাদের সাথে হাত না মেলানোর নির্দেশ দেওয়া হয়েছিলো সূর্যকুমার বাহিনীকে, অভিযোগ এনেছেন আফ্রিদি (Shahid Afridi)। টিভি অনুষ্ঠানে তিনি জানান, “এশিয়া কাপ শুরুর আগে সোশ্যাল মিডিয়াতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বয়কটের দাবী উঠেছিলো। জনগণের চাপে সামলাতে বিসিসিআই ও ভারতীয় ক্রিকেটারদের যে আমাদের খেলোয়াড়দের সাথে হাত না মেলানোর নির্দেশ দেওয়া হবে তাতে অবাক হওয়ার কিছু নেই। আমি ভারতীয় খেলোয়াড়দের দোষ দেব না। উপরমহল থেকে ওঁদের কাছে নির্দেশ গিয়েছিলো।”
শুনে নিন কী বলেছেন আফ্রিদি-
शाहिद आफरीदी को सुनिए
– राहुल गांधी अच्छा आदमी है. भारत में जब तक Rahul Gandhi की सरकार नहीं बनती, चीजें ठीक नहीं होंगी
शाहिद आफरीदी लगातार भारत के खिलाफ जहर उगलता है
लेकिन शाहिद आफरीदी आख़िर क्यों चाहता है कि मोदी सरकार हटे और राहुल गांधी की सरकार बने ? pic.twitter.com/hzH7cORVV3
— Abhay Pratap Singh (बहुत सरल हूं) (@IAbhay_Pratap) September 16, 2025
আফ্রিদির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ভারতে-

শাহীদ আফ্রিদির (Shahid Afridi) ভারতবিরোধী অবস্থান নতুন কিছু নয়। কাশ্মীর সমস্যার মত সংবেদনশীল বিষয় নিয়েও মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে থাকেন তিনি। মিথ্যার আশ্রয় নিতেও পিছপা হন না প্রাক্তন পাক অধিনায়ক। ‘হ্যান্ডশেক’ বিতর্কের পর যে মন্তব্য তিনি করেছেন তার তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভারতে। পাকিস্তান যেভাবে বছরের পর বছর সন্ত্রাসবাদকে লালনপালন করছে তার প্রতিবাদ করার বদলে কোন মুখে ভারতের দিকে আঙুল তুলেছেন তিনি? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। পাক শিবিরে থাকাকালীন হিন্দু হওয়ার জন্য তাঁকে নানাভাবে উত্যক্ত করতেন আফ্রিদি (Shahid Afridi), আগেই অভিযোগ এনেছিলেন দানিশ কানেরিয়া। সেই প্রসঙ্গ তুলেও প্রাক্তন অলরাউন্ডারের কাছে জবাবদিহি চেয়েছেন অনেকে। আফ্রিদির মন্তব্যের প্রভাব পড়েছে ভারতীয় রাজনীতিতেও। তাঁর রাহুল গান্ধীপ্রেমের ভিত্তি কি? জানতে চেয়ে কংগ্রসকে বিঁধেছে বিজেপি।