shahid-afridi-attacks-indian-players

Shahid Afridi: আগামী রবিবার এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। এমনিতেই ক্রিকেটের এল-ক্লাসিকো ঘিরে উত্তপ্ত থাকে পরিস্থিতি। এবার বাইশ গজের যুদ্ধে রাজনৈতিক রং লাগায় আলাদা মাত্রা পেয়েছে তা। গত এপ্রিল মাসের ২২ তারিখ কাশ্মীরের পহলগামে পাক-মদতপুষ্ট জঙ্গীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। এর মধ্যে ২৫ জনই ছিলেন নিরীহ পর্যটক। নিহত হন এক স্থানীয় টাট্টুওয়ালাও। মে মাসের ৭ তারিখ পাল্টা দেয় ভারতীয় সেনাবাহিনী। ক্ষেপনাস্ত্র হামলায় উড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গীঘাঁটি। এই অভিযানের নাম দেওয়া হয়েছিলো অপারেশন সিঁদুর। প্রত্যাঘাতের চেষ্টা করেছিলো পাক সেনাও। তিনদিন সংঘর্ষ চলে দুই পারমাণবিক শক্তির মধ্যে। ১০ মে যুদ্ধবিরতি ঘোষিত হলেও তার রেশ রয়ে গিয়েছে এখনও। ক্রিকেট’কে কেন্দ্র করে সেই আগুন জ্বলে উঠবে আবার? আশঙ্কা থাকছেই।

Read More: ৭ বছর পর টেস্ট দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া, এই সিরিজেই করবেন কামব্যাক !!

অশালীন আক্রমণ শাহীদ আফ্রিদি’র-

Shahid Afridi | Image: Getty Images
Shahid Afridi | Image: Getty Images

রবিবারের ভারত-পাক (IND vs PAK) ম্যাচ  নিয়ে কথা বলার সময় হঠাৎ’ই মাসখানেক আগেকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টের প্রসঙ্গে তুলে আনেন শাহীদ আফ্রিদি (Shahid Afridi)। বার্মিংহ্যামে প্রাক্তনিদের লীগে সম্মুখসমরে নামার কথা ছিলো ভারত ও পাকিস্তানের কিংবদন্তি তারকাদের। কিন্তু পহলগামে জঙ্গী হামলার প্রতিবাদে সেই ম্যাচ বয়কট করে ভারতীয় শিবিরে। সরে দাঁড়ানোর কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন ইরফান পাঠান (Irfan Pathan), শিখর ধাওয়ান, হরভজন সিং-রা। দেশের কথা ভেবে নয় বরং জনরোষ থেকে বাঁচতেই ডব্লুসিএলের সেই ম্যাচ বয়কট করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তনীরা, অভিযোগ এনেছেন আফ্রিদি (Shahid Afridi)। পাকিস্তানী টেলিভিশন চ্যানেল সামা টিভি’র একটি অনুষ্ঠানে যে ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি, তা রীতিমত অশালীন ও অনভিপ্রেত ঠেকেছে অনেকের কাছেই।

সঞ্চালিকার প্রশ্নের উত্তরে আফ্রিদি (Shahid Afridi) বলেন, “প্রচুর সমস্যা রয়েছে (ভারতে)। ওদের (ক্রিকেটারদের) ঘর অবধি পৌঁছে যায় (সমর্থকেরা)। বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় খেলোয়াড়দের। তাই কেউ কেউ প্রমাণ করার চেষ্টা করেন যে সে ভারতীয়। বেচারারা যবে থেকে জন্মেছে তবে থেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে যে ওরা ভারতীয়।” ধাওয়ান, যুবরাজ, হরভজনদের ম্যাচ বয়কট প্রসঙ্গে প্রাক্তন পাক অধিনায়ক আরও জানিয়েছেন, “আমি সবসময়েই বলে এসেছি যে ক্রিকেট চলতে থাকা উচিৎ। এটা সবসময়ই দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটিয়েছে। ইংল্যান্ডে ডব্লুসিএল ম্যাচ দেখার জন্য সবাই টিকিট কেটেছিলেন এবং খেলোয়াড়রা মাঠে নামার জন্য অনুশীলনও করেছিলেন। তারপর আপনারা (ভারতীয় দল) খেললেন না। কি ভাবনা ছিলো আপনাদের? আমি বুঝে উঠতে পারছি না।”

দেখে নিন সাক্ষাৎকারের কিছু অংশ-

সংযমের অনুরোধ জানিয়েছিলেন আক্রম-

Wasim Akram | Image: Twitter
Wasim Akram | Image: Twitter

শাহীদ আফ্রিদি (Shahid Afridi) ভারতের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করলেও সম্পূর্ণ উলটো কথা শোনা গিয়েছে পাকিস্তানের আরেক প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমের (Wasim Akram) মুখে। টেলিকম স্পোর্টস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি আশা রাখব দুই দেশের খেলোয়াড়রাই শৃঙ্খলাবদ্ধ থাকবেন এবং সীমা পেরোবেন না। যদি ভারতীয়রা যেমন দেশপ্রেমিক হন, ওনারা যেমন নিজেদের দেশের জয় চান, তেমনই পাকিস্তানীরাও ঠিক তাই চান।” এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়েছে ‘মেন ইন ব্লু।’ বিশেষজ্ঞের চেয়ারে পরে প্রতিদ্বন্দ্বী দেশের তারকাদের প্রশংসাই করেছেন আক্রম। নাইট রাইডার্সে তাঁর প্রাক্তন ছাত্র কুলদীপের কথা উল্লেখ করেছেন আলাদা করে। “কুলদীপের ঘূর্ণির বিরুদ্ধে হতভম্ব হয়ে পড়েছিলো আমিরশাহী,” বলেন স্যুইং-এর সুলতান।

Also Read: “যবে থেকে জন্মেছে…” ভারত-পাক ম্যাচের আগেই শুরু বাগ্‌যুদ্ধ, ধাওয়ান-যুবরাজদের অশালীন আক্রমণ শাহীদ আফ্রিদির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *