বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) কোয়ার্টার ফাইনালে আজ বাংলা মুখোমুখি হয়েছে হরিয়ানার। রাজকোটের মাঠে টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো হরিয়ানা। গুজরাতের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে ৮ উইকেটের ব্যবধানে দাপুটে জয় ছিনিয়ে নিলেও শেষ আটের যুদ্ধে রীতিমত বেকায়দায় পড়ে টিম বেঙ্গল। স্কোরবোর্ডে যখন মাত্র ১৫ রান, তখনই প্রথম উইকেট হারায় তারা। ফিরে যান ওপেনার রনজোত সিং (Ranjot Singh)। অধিনায়ক সুদীপ ঘরামি ও উইকেটরক্ষক অভিষেক পোড়েল (Abhishek Porel) খানিক লড়াইয়ের চেষ্টা করেছিলেন বটে। কিন্তু বেশীদূর এগিয়ে নিয়ে যেতে পারেন নি বাংলার ইনিংসকে। সুদীপ (Sudip Gharami) ২১ ও অভিষেক ২৪ রান করে উইকেট হারান।
নিশান্ত সিন্ধু (Nishant Sindhu) ও সুদীপ কুমারের বোলিং বিক্রমে দ্রুত তিন উইকেট হারানোর পরেও ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে পেতে বেশ কঠিন পরীক্ষার মুখে পড়তে হলো বাংলা’কে। অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার বহুবার চাপের মুখ থেকে উদ্ধার করেছেন বাংলাকে। কিন্তু আজ বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) কোয়ার্টার ফাইনালে পারলেন না তিনি। যুজবেন্দ্র চাহালের শিকার হলেন ব্যক্তিগত ১৪ রানের মাথায়। বাংলা মিডল অর্ডারের উপর দিয়ে বুলডোজার চালালেন লেগস্পিনার চাহাল। অনুষ্টুপের (Anustup Majumder) পর ফেরালেন ঋত্বিক চৌধুরী, প্রদীপ্ত প্রামাণিক’কে, ফেরালেন বোলার মহম্মদ কাইফকেও। হরিয়ানার আক্রমণের সামনে দিশাহারা বাংলার ত্রাতা হয়ে এগিয়ে এলেন ‘ক্রাইসিস ম্যান’ শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। গত কয়েক মরসুমে তিনি নিঃসন্দেহে বাংলার সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার। আজও অনবদ্য ইনিংস খেলে দলকে পৌঁছে দিলেন ভদ্রস্থ স্কোরে।
Read More: “এক ম্যাচেই কেউ খারাপ অধিনায়ক হয় না…” রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসায় গৌতম গম্ভীর !!
হরিয়ানার ‘ঘরের ছেলে’ই হলেন বাংলার ত্রাতা-
শাহবাজ আহমেদের (Shahbaz Ahmed) জন্ম হরিয়ানার মেওয়াটে। নিজের রাজ্য ছেড়ে ক্রিকেটের সূত্রে তিনি পাড়ি দিয়েছিলেন বাংলায়। কলকাতার ক্রিকেটমহলেই খুঁজে নিয়েছেন পায়ের তলার মাটি। খেলেছেন রঞ্জি, এমনকি জায়গা করে নিয়েছেন জাতীয় দলেও। আজ বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) কোয়ার্টার ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গেলো তাঁকে। বাম হাতি অলরাউন্ডার পাঁচ নম্বরে যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ১৭.৩ ওভারে বাংলার স্কোরবোর্ডে ৩ উইকেটের বিনিময়ে ৭০ রান। এরপর এক প্রান্তে ব্যাটাররা যখন আসছেন আর যাচ্ছেন, তখন ক্রিজের এক প্রান্ত আঁকড়ে থেকে ঠান্ডা মাথায় দলের স্কোরকে এগিয়ে নিয়ে গিয়েছেন শাহবাজ (Shahbaz Ahmed)। ইনিংসের শেষ ওভার অবধি লড়াই চালিয়ে গিয়েছেন তিনি।
১১৮ বলে শাহবাজের অসামান্য ১০০ রানের ইনিংস বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) ম্যাচে বাংলাকে পৌঁছে দিয়েছে ২২৫ রানে। নিজের ইনিংসে মাত্র ৪টি চার ও ৪টি ছক্কা মেরেছেন তিনি। বাকি রানের জন্য ভরসা রেখেছেন খুচরো রানের উপর। শাহবাজের (Shahbaz Ahmed) ১০০ রানের পর বাংলার সর্বোচ্চ রান সংগ্রাহক অভিষেক পোড়েল। ওপেন করতে নেমে তাঁর সংগ্রহ ২৪ রান। এই বিশাল ব্যবধানই বুঝিয়ে দেয় বাকিদের থেকে কতখানি আলাদা ভাবে নিজের ইনিংসকে গড়েছেন তিনি। শাহবাজের (Shahbaz Ahmed) মরিয়া লড়াই বাংলাকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিলেও তা আদৌ সেমিফাইনালের টিকিট পাক করতে যথেষ্ট হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রতিবেদন লেখার সময় অবধি হরিয়ানার স্কোর ২৩ ওভারে মাত্র ২ উইকেটের বিনিময়ে ৯৬। জয়ের জন্য ২৭ ওভারে চাই কেবল ১২৯ রান।