shahbaz-ahmed-ignoring-calls-from-cab

কিছুদিন থেকেই বিতর্কের ঝড় ঈশান কিষণ’কে (Ishan Kishan) নিয়ে। ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারের জাতীয় দলে ভবিষ্যৎ কি তা নিয়ে উঠছে প্রশ্ন। ২০২৩ সালে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই দেশের হয়ে নিয়মিত মাঠে দেখা গিয়েছিলো ঈশানকে। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের খেলায় মাঠে নেমেছেন তিনি। খেলেছেন এশিয়া কাপ (Asia Cup 2023), বিশ্বকাপের (ICC World Cup 2023) মত টুর্নামেন্ট। ২০২৩-এর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি টি-২০তে খেলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকা সফরের টি-২০ ও টেস্ট দলের অংশ করা হয়েছিলো ঈশান’কে। দক্ষিণ আফ্রিকায় কুড়ি-বিশের ফর্ম্যাটে রিজার্ভ বেঞ্চে ছিলেন তিনি। কথা ছিলো ওয়ান ডে সিরিজের সময় বিশ্রাম নিয়ে ফের টেস্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন ঈশান। কিন্তু বোর্ডের থেকে অব্যাহতি চেয়ে নেন তিনি।

মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়াতেই ঈশানের (Ishan Kishan) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট থেকে সরে দাঁড়ানো বলে জানা গিয়েছিলো। নতুন বছরে আফগানিস্তান সিরিজে তাঁর প্রত্যাবর্তন আশা করেছিলেন সকলে। কিন্তু টি-২০ দলে ঈশান কিষণকে না দেখে তৈরি হয় কৌতূহল। সংবাদমাধ্যমের তদন্তে জানা যায় যে মানসিক স্বাস্থ্যে ফোকাস করার জন্য বিরতি নিলেও দুবাইতে নাকি বর্ষবরণের পার্টিতে দেখা গিয়েছে ঈশানকে। একটি টেলিভিশন শোতেও অংশ নিয়েছেন তিনি। ঝড়খণ্ডের ক্রিকেটারের কার্যকলাপ পছন্দ হয় নি বোর্ডের। শাস্তিস্বরূপ নাকি বাদ দেওয়া হয়েছে তাঁকে। কোচ দ্রাবিড় (Rahul Dravid) অবশ্য স্বীকার করেন নি বাদ দেওয়ার তত্ত্ব। তিনি জানান ঈশান মাঠে নামতে প্রস্তুত কিনা সে সম্পর্কেই আদৌ কোনো তথ্য নেই দলের কাছে। আচমকা কেন অজ্ঞাতবাসে গেলেন ঈশান, তা নিয়ে দেখা দিয়েছে নতুন ধোঁয়াশা।

Read More:IND vs ENG: “সুযোগ পেয়েই বুঝিয়ে দিল….”, ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর উইকেট তুলতেই অক্ষরকে নিয়ে হইচই নেটপাড়ায় !!

ঈশানের মতই খোঁজ নেই শাহবাজেরও-

Shahbaz Ahmed | ক্রিকেট | Image: Getty Images
Shahbaz Ahmed| Image: Getty Images

যখন ঈশান (Ishan Kishan) অন্তর্ধান রহস্যের জট খোলার চেষ্টায় ব্যস্ত ক্রিকেটবিশ্ব, তখন প্রায় একই রকম আরও একটি ঘটনার কথা এসেছে প্রকাশ্যে। ঈশান কোথায় রয়েছেন, খেলতে প্রস্তুত কিনা, এমন সব প্রশ্নের জবাব যেমন নেই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের কাছে, তেমনই অলরাউন্ডার শাহবাজ আহমেদের (Shahbaz Ahmed) ব্যাপারে সম্পূর্ণ ধন্ধে বাংলা ক্রিকেটের কর্মকর্তারা। হরিয়ানার শাহবাজ ক্রিকেটে বাংলার প্রতিনিধিত্ব করেন। অল্প বয়সেই তিনি চলে এসেছিলেন কলকাতায়। সেখানেই তাঁর ক্রিকেটার হিসেবে পরিচিতি পাওয়া। ২০১৮ থেকে নিয়মিত বাংলার হয়ে খেলছেন তিনি। ঘরোয়া ক্রিকেটের ভালো পারফর্ম্যান্সের সুবাদে ইতিমধ্যে ভারতের হয়েও ওডিআই ও টি-২০ খেলেছেন তিনি। সুযোগ পেয়েছেন আইপিএলেও। বহুবার বিপদে পড়া বাংলা দল’কে উদ্ধার করে ‘ক্রাইসিস ম্যান’-এর তকমাও পেয়েছেন ক্রিকেটপ্রেমীদের কাছে।

গত বছরের ডিসেম্বর মাস অবধিও সব কিছু ঠিকঠাক ছিলো। বিজয় হাজারে ট্রফিতেও বাংলার হয়ে খেলেন শাহবাজ (Shahbaz Ahmed)। হরিয়ানার বিরুদ্ধে চমৎকার শতরান’ও করেন। কিন্তু এরপরের ঘটনার ব্যাখ্যা দিতে পারছেন না কেউ। চোট পাওয়ায় বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে গিয়েছিলেন তিনি। এরপরেই বাংলার ক্রিকেট কর্তাদের সাথে সম্পূর্ণ যোগাযোগ ছিন্ন করে দেন তিনি। এনসিএ-র চিকিৎসকদের কাছ থেকে খোঁজ নিয়ে সিএবি কর্তারা জানতে পেরেছেন যে শাহবাজের যে চোট ছিলো তার জন্য চার সপ্তাহের বিশ্রাম প্রয়োজন। কিন্তু অন্তত আট সপ্তাহের বিশ্রামের কথা সিএবি কর্তাদের জানিয়েছিলেন শাহবাজ (Shahbaz Ahmed)। তিনি কেমন আছেন, আদৌ রঞ্জি ট্রফিতে খেলবেন কিনা, সে সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা।

ফোন তুলছেন না শাহবাজ, জানালেন কোচ-

Shahbaz Ahmed | ক্রিকেট | Image: Twitter
Shahbaz Ahmed | Image: Twitter

তারকা অলরাউন্ডার এমন বেপাত্তা হয়ে যাওয়ায় স্বভাবতই অস্বস্তিতে বাংলা দল। ইতিমধ্যে রঞ্জি ট্রফিতে তিন ম্যাচ খেলে ফেলেছে তারা। প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে ১ পয়েন্ট পেয়েছে দল, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ফাস্ট ইনিংসে লিড থাকায় জুটেছে ৩ পয়েন্ট করে। এলিট বিভাগের গ্রুপ-বি’তে বাংলা আপাতত রয়েছে পঞ্চম স্থানে। শাহবাজের আচরণ হতাশ করেছে সহকারী কোচ সৌরাশিষ লাহিড়িকে (Sourasish Lahiri)। তিনি স্পোর্টসকীড়াকে জানিয়েছেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা ওর সম্পর্কে কিছুই জানি না। সভাপতি ওকে ফোন করেছিলো, কিন্তু ও সেটা অবধি ধরে নি। আমি জানি না এমন কেন করছে।”

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮ ম্যাচে ১৫৫৯ রান ও ৮৭ উইকেট নিয়েছেন শাহবাজ (Shahbaz Ahmed)। শতরানের সংখ্যা ১টি, অর্ধশতক ১১টি। ৪ বার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। বাংলার হয়ে দুইবার রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছেন। লিস্ট-এ ক্রিকেটে ৫০ ম্যাচে ১০২২ রান ও ৬২ উইকেট নিয়েছেন তিনি। রয়েছে তিনটি শতক ও চারটি অর্ধশতক। টি-২০তে ৮১ ম্যাচে ৮৩৪ রান ও ৫৪ উইকেট রয়েছে শাহবাজের (Shahbaz Ahmed)। ভারতের হয়ে তিনটি একদিনের ম্যাচে তিন উইকেট নিয়েছেন তিনি, দুটি টি-২০তে নিয়েছেন ২ উইকেট। এবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে সানরাইজার্স হায়দ্রাবাদে গিয়েছেন শাহবাজ। ঘরোয়া ক্রিকেটেও কি বাংলা ছেড়ে গায়ে চাপাবেন অন্য কোন রাজ্যের জার্সি? উত্তরের অপেক্ষায় সকলে।

Also Read: “জাড্ডু হ্যায় তো মুমকিন হ্যায়…” রুটকে টেস্ট ক্রিকেটে ৯ বার আউট করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং রবিন্দ্র জাদেজা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *