রুবেল হোসেন
যৌন কেলেঙ্কারির ক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটও। এই তালিকায় নাম লিখিয়েছেন সেই দেশের পেস বোলার রুবেল হোসেনও। ২০১৪ সালে যৌন কেলেঙ্কারির মামলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়। সেই দেশের অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি মামলাটি করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয় রুবেল হোসেনের বিরুদ্ধে। এই মামলায় চারদিন জেলেও ছিলেন রুবেল। পরে জামিনে মুক্ত হয়ে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেন তিনি।