আইপিএলে (IPL 2026) বছরের পর বছর ধরে অসংখ্য বিদেশী তারকা ক্রিকেটাররা অংশগ্রহণ করছেন। এই টুর্নামেন্টের হাত ধরেই ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে নিজেদের জায়গা জায়গা করে নিয়েছেন তারা। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মতো দলে সুনীল নারিন (Sunil Narine), আন্দ্রে রাসেল (Andre Russell) দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করে দলের আবেগ হয়ে উঠেছেন। তাই আগামী মরসুমের আগে রাসেলকে বাদ দেওয়ায় ভক্তদের মনে ক্ষোভ তৈরি হয়। তিনি এরপর অবসর ঘোষণা করে এই দলের সঙ্গে কোচিং সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। অন্যদিকে আগামীকাল আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। এই নিলামে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (Wanindu Hasaranga) নেওয়ার জন্য ঝাঁপাতে পারে একাধিক দল।
Read Also: টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর, ব্যক্তিগত কারণে দল ছাড়লেন জসপ্রীত বুমরাহ !!
বসছে IPL নিলামের আসর-

এই বছর আইপিএলের আগে মেগা নিলামে ফ্রাঞ্চাইজি দলগুলির মধ্যে একাধিক পরিবর্তন ঘটেছিল। ২৭ কোটি টাকায় রেকর্ড দমে ঋষভ পান্থকে (Rishabh Pant) দলে নেয় লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। এছাড়াও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ২৭.৭৫ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব কিংসে (Punjab Kings) যান। যা এখনও আইপিএলের নিলামে রেকর্ড হয়ে আছে। পরবর্তী মরসুমের আগে আগামীকাল আবুধাবিতে মিনি নিলাম অনুষ্ঠিত হবে।
এই নিলামে ভাগ্য নির্ধারণ হবে ৩৫৯ জন ক্রিকেটারের। তাদের মধ্যে ২৪৬ জন ভারতীয় এবং ১১৩ জন হলেন বিদেশি ক্রিকেটার। এই তালিকায় বড়ো নাম হিসেবে রয়েছেন লিয়াম লিভিংস্টোন (Liam Livingston), ক্যামেরন গ্ৰিন (Cameron Green), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), স্টিভ স্মিথ (Steve Smith)। বর্তমানে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির থেকেও কলকাতা নাইট রাইডার্সের পার্সে সবচেয়ে বেশি অর্থ রয়েছে। তারা ৬৪.৩০ কোটি টাকা খরচ করতে প্রস্তুত।
চমক দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা-

এই মুহূর্তে বিশ্বের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। তিনি দেশের হয়ে এখনও পর্যন্ত ৯০ টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৭৩ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ১৪৬ টি উইকেট তুলে নিয়েছেন। ২০২৫ আইপিএলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এছাড়াও তার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) মতো দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।
এইরকম একজন স্পিন অলরাউন্ডার যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। প্রয়োজনে ব্যাট হাতেও দলের হয়ে ভরসা হতে পারেন এই তারকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার হয়ে ছন্দেও রয়েছেন তিনি। ফলে আগামীকাল নিলামে একাধিক দল হাসারাঙ্গার জন্য কোটি কোটি খরচ করতে পারে। দলে নেওয়ার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), কলকাতা নাইট রাইডার্স ঝাঁপাতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।