রাশিদ খান
আফগানিস্তান তথা বিশ্ব ক্রিকেটের মিস্ট্রি বলার হিসাবে বিখ্যাত হলেন রাশিদ খান। ডানহাতি এই লেগ স্পিনার এই বছর t20 বিশ্বকাপে তার অসাধারণ বোলিং পারফর্মেন্স দেখিয়ে আবার ক্রিকেট বিশ্বকে মুগ্ধ্য করেছে। রাশিদ খান আইপিএল এ ৯কোটি টাকার বিনিময়ে পারফর্ম করে থাকেন এবং আশা করা যাচ্ছে তিনি পরের আইপিএল এ আরো বেশি টাকার বেতন পাবার দাবি রাখেন।