এনরিক নর্তজে
সাউথ আফ্রিকান ফাস্ট বলার এনরিক নর্তজে এই বছর t20 বিশ্বকাপে অসাধারন ইকোনমি বলার হিসাবে পরিচিত হয়েছেন। আইপিএল দল দিল্লী ক্যাপিটালস তাকে মাত্র ৯০ লক্ষ্য টাকার বিনিময়ে দলে অন্তর্ভুক্ত করেন। কিন্তু তার এই t20 বিশ্বকাপের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে তিনি পরের বছর আইপিএল এ বেশি দাম পাবেন সে কথা বলাই চলে।