যশ বাটলার
ডানহাতি ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান যশ বাটলার এই বছর t20 বিশ্বকাপে অসাধারণ পারফর্মেন্স দেখিয়েছেন। আইপিএল দল রাজস্থান রয়্যালস তাকে ৪কোটি৪০লক্ষ্য টাকার বিনিময়ে তাকে চুক্তিবদ্ধ করিয়েছিলো। কিন্তু এই পারফর্মেন্সের ওপর ভিত্তি করে তিনি পরের আইপিএল এ আরো বেশি বেতন পাবার দাবি রাখেন।