এডাম জাম্পা
অস্ট্রেলিয়ান লেগ স্পিনার জাম্পা এই বছর t20 বিশ্বকাপে সফল স্পিনারদের মধ্যে একজন। জাম্পা ১কোটি ৫০লক্ষ্য টাকার বিনিময়ে আইপিএল দল রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালোরের হয়ে পারফর্ম করে থাকেন। তাই তার এই পারফর্মেন্সের ওপর ভিত্তি করে তিনি পরবর্তী আইপিএল এ আরো বেশি বেতন পেতে পারেন বলে মনে করা যাচ্ছে।