মোহাম্মদ নবী
আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবি আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদ দলের নির্ভরযোগ্য ক্রিকেটার। নবী হায়দ্রাবাদ দলের হয়ে ১কোটি টাকার বেতনে খেলে থাকেন। এখন আশা করা যাচ্ছে এই বছর t20 বিশ্বকাপে তার অসাধারণ পারফর্মেন্সের ওপর ভিত্তি করে তিনি তার আগের বেতনের থেকে বেশি পেতে পারেন।