Team India: দেখতে দেখতে কেটে গিয়েছে দশটা বছর। ২০১৩ সালে শেষবার ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো ভারতীয় দল। এরপর থেকে আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতার সাফল্যের মুখ দেখে নি তারা। বারবার তীরে এসে ডুবেছে তরী। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে হারতে হয়েছিলো ফাইনালে গিয়ে। এছাড়াও ২০১৫ ও ২০১৯ সালের একদিনের বিশ্বকাপ, ২০১৬ ও ২০২২-এর টি-২০ বিশ্বকাপে বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকে। দীর্ঘ হতাশার চিত্রটা বদলের খানিক সুযোগ চলে এসেছিলো টিম ইন্ডিয়ার সামনে ২০২৩-এ। ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিলো দল। কিন্তু ইংল্যান্ডের কেনিংটন ওভালেও নয়া ভোরের সন্ধান পেলো না ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের ব্যবধানে হেরে দ্বিতীয়বার হাতছাড়া হলো লাল বলের ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার সুযোগ।
লাগাতার ব্যর্থ হতে থাকা ভারতীয় দল বর্তমানে রয়েছে সাফল্যের ফর্মূলার খোঁজে। সামনেই রয়েছে এশিয়া কাপ, অগস্টের ৩১ তারিখ থেকে শুরু হবে প্রতিযোগিতা। তারপর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতেই বসবে বিশ্বকাপের আসর। এই দুই টুর্নামেন্টই আপাতত পাখির চোখ টিম ইন্ডিয়ার। এশিয়া ও বিশ্বসেরা হওয়ার যুদ্ধে নামার আগে ভারতীয় দলকে সফল হওয়ার টোটকা দিলেন ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ এবং ২০১১-র একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর কাছে তাঁর আবেদন এখন থেকেই জোর দেওয়া হোক তারুণ্যে। সেখানেই লুকিয়ে রয়েছে সাফল্যের চাবিকাঠি।
Read More: IND vs WI: ফ্যান্সদের জন্য খারাপ খবর, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই অবসর নেবেন এই ম্যাচ উইনার ক্রিকেটার !!
ট্রফি জিততে দাওয়াই দিলেন শেহবাগ-
সম্প্রতি দেহরাদুনে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। সেখানে সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন বড় মঞ্চে সফল হতে কি করা উচিৎ ভারতীয় দলের। উত্তরে শেহবাগ নতুন মুখদের ভারতীয় জার্সি গায়ে দেখতে চেয়ে সওয়াল করলেন। তিনি বলেন, “ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত খুবই উজ্জ্বল। দেশে প্রতিভার কোনো অভাব নেই। প্রচুর তরুণ ভারতীয় দলে জায়গা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। যশস্বী জয়সওয়াল, পৃথ্বী শ, শুভমান গিল, রবি বিষ্ণোই, ঈশান কিষণের মত খেলোয়াড়রাই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত।”
তরুণদের জায়গা দেওয়ার পাশাপাশি সিনিয়র ক্রিকেটার, যাঁদের বয়স ৩৫-এর বেশী তাঁদের আস্তে আস্তে জাতীয় দল থেকে সরিয়ে দেওয়ার পক্ষেই মত দিয়েছেন তিনি। শেহবাগ (Virender Sehwag) জানান এখন থেকেই এই প্রক্রিয়া শুরু করতে হবে। তবে দল ভবিষ্যতের জন্য তৈরি হবে। দশ বছর আগেও এই একই কাজ করা হয়েছিলো। এক এক করে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), শেহবাগ, গৌতম গম্ভীর (Gautam Gambhir), যুবরাজ সিং-দের (Yuvraj Singh) সরানো হয়েছিলো। জায়গা দেওয়া হয়েছিলো তাঁদের বিকল্পদের। তাতে লাভই হয়েছিলো টিম ইন্ডিয়ার। বর্তমানে ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) বয়স ৩৬। রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বয়স ৩৫। বিরাট কোহলি’ও (Virat Kohli) আগামী নম্ভেম্বরে পা দেবেন ৩৫-এ। শেহবাগের কথা মত ভারতীয় বোর্ড যদি পদক্ষেপ নেয় তাহলে তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যত যে অনিশ্চিত হতে চলেছে তা পরিষ্কার।