“ব্রহ্মাস্ত্র হতে পারে ও…” এশিয়া কাপের আগে ভবিষ্যদ্বাণী শেহবাগের, প্রশংসায় ভরালেন এই তারকাকে !! 1

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ঠা সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রস্তুতি সারতে দুবাই উড়ে যাচ্ছেন সূর্যকুমার যাদবেরা, খবর সংবাদমাধ্যম সূত্রে। গত বারের চ্যাম্পিয়নরা নিজেদের খেতাব ধরে রাখার দৌড় শুরু করছে ১০ তারিখ। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাঠে নামবে তারা। দ্বিতীয় ম্যাচ রয়েছে ১৪ তারিখ। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম বাইশ গজে দেখা হবে উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তির। স্বাভাবিক কারণেই তুঙ্গে উত্তেজনা। গ্রুপে  ভারতের তৃতীয় ম্যাচটি ১৯ তারিখ ওমানের বিরুদ্ধে। গত এক-দেড় বছরে কুড়ি-বিশের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার পারফর্ম্যান্স বেশ ভালো। এশিয়া কাপেও (Asia Cup 2025) সেই ধারাবাহিকতা দেখাতে পারবে তারা? কারা হবেন তুরুপের তাস? টুর্নামেন্ট শুরুর আগে হদিশ দিলেন বীরেন্দ্র শেহবাগ।

Read More: BCCI সভাপতি পদ থেকে বরখাস্ত রজার বিনি, টিম ইন্ডিয়ার নতুন বস হলেন এই কিংবদন্তী !!

তিন মূর্তির প্রশংসায় শেহবাগ-

Virender Sehwag | Asia Cup | Image: Twitter
Virender Sehwag | Image: Twitter

গত ১৯ অগস্ট এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। দুবাইগামী দলে রাখা হয়েছে ১৫ জন’কে। এছাড়া পাঁচ জন রয়েছেন স্ট্যান্ড-বাই তালিকায়। তাঁদের মধ্যে কারা আসন্ন টুর্নামেন্টে ভারত’কে সাফল্য এনে দিতে পারেন? সোনি স্পোর্টসের একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিলো বীরেন্দ্র শেহবাগ’কে (Virender Sehwag)। উত্তরে তিনজনের নাম উল্লেখ করেছেন তিনি। জোড়া বিশ্বকাপজয়ী তারকা প্রথমেই বেছে নিয়েছেন অভিষেক শর্মা’কে। পাঞ্জাবের ওপেনার বিগত কয়েকটি সিরিজে অসামান্য পারফর্ম্যান্স করেছেন। উঠে এসেছেন আইসিসি র‍্যাঙ্কিং-এর শীর্ষস্থানে। “অভিষেক শর্মা গেম চেঞ্জার হতে পারে,” ভবিষ্যদ্বাণী করেছেন শেহবাগ। গত বছরের টি-২০ বিশ্বকাপে ঝড় তুলেছিলেন জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপেও তাঁর থেকে সাফল্য আশা করছেন শেহবাগ। “বুমরাহ সবসময়ই ম্যাচের মোড় বদলাতে পারে,” বলেছেন তিনি।

এশিয়া কাপে (Asia Cup 2025) ‘মেন ইন ব্লু’র ব্রহ্মাস্ত্র হতে পারেন বরুণ চক্রবর্তী’ও (Varun Chakravarthy), ভবিষ্যদ্বাণী শেহবাগের। ২০২১-এ দুবাইয়ের মাঠেই টি-২০ বিশ্বকাপে আন্তর্জাতিক কেরিয়ারের সূচনা হয়েছিলো তামিলনাড়ুর রহস্য স্পিনারের। দাগ কাটতে পারেন নি সেই সময়। বাদ পড়তে হয়েছিলো দল থেকে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) কোচ হয়ে আসার পর দেশের জার্সিতে কার্যত ‘নবজন্ম’ হয়েছে তাঁর। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে ঝড় তুলেছেন বরুণ। দারুণ বোলিং করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। তাঁকে কুর্নিশ জানিয়ে শেহবাগ জানিয়েছেন, “ওর রহস্য বোলিং-এর কারণে বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-২০ ক্রিকেটে খুবই কার্যকরী ভূমিকা নিয়েছিলো। ওরা (বরুণ, বুমরাহ, অভিষেক) ম্যাচের গতিপথ বদলে দিতে সক্ষম। একার কৃতিত্বেই ম্যাচ জেতাতে পারে ভারতকে।”

স্কোয়াড নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত-

krishnamachari Srikkanth | Image: Twitter
krishnamachari Srikkanth | Image: Twitter

এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড, তা নিয়ে অব্যাহত কাটাছেঁড়া। অক্ষর’কে সরিয়ে কেন সহ-অধিনায়ক করা হলো শুভমানকে? কেনই বা মূল দলে নেই যশস্বী জয়সওয়াল? প্রশ্ন তুলেছেন অনেকে। শ্রেয়স আইয়ারের বাদ পড়া নিয়েও তোপের মুখে পড়তে হয়েছে মুখ্য নির্বাচক অজিত আগরকারকে। এই পরিস্থিতিতে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন প্রাক্তন ওপেনার কৃষ্ণামাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)। একটি ইউটিউব ভিডিওতে ভারতীয় দলের দুর্বলতাগুলি তুলে ধরেছেন তিনি। বলেছেন, “ওরা (নির্বাচকমণ্ডলী) পিছনের দিকে হেঁটেছে। অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়কত্ব থেকে সরানো হলো। কি করে রিঙ্কু সিং, শিবম দুবে, হর্ষিত রাণারা সুযোগ পায় তা জানি না। নির্বাচনের প্রধান মাপকাঠি আইপিএল বলে মনে করা হচ্ছে। কিন্তু তার আগের পারফর্ম্যান্সও বিচার করে দেখেছেন মনে হয় নির্বাচকেরা।”

Also Read: এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো শ্রীলঙ্কা, ফিরলেন হাসারাঙ্গা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *