sehwag-lauds-indian-captain-rohit

Team India: দুবাইয়ের মাঠে সাফল্যের নয়া শিখর স্পর্শ করলো টিম ইন্ডিয়া (Team India)। গত রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নিলো তাঁরা। টসে জিতেছিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। স্পিনের নাগপাশে প্রতিপক্ষকে বেঁধে রাখলো ‘মেন ইন ব্লু।’ মাথা তোলার বিশেষ সুযোগই পান নি টম ল্যাথাম, কেন উইলিয়ামসনরা। ব্ল্যাক ক্যাপস ইনিংস গুটিয়ে যায় ২৫১তেই। রান তাড়া করতে নেমে ঝড় তোলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর ৮৩ বলে ৭৬ রানের ইনিংসই জয়ের দিকে এগিয়ে দেয় ভারতীয় দল’কে (Team India)। মাঝের ওভারগুলোতে চাপ বাড়িয়েছিলেন নিউজিল্যান্ড স্পিনাররা। কিন্তু রাহুল, অক্ষর, শ্রেয়সদের প্রতিরোধ শেষমেশ লক্ষ্যে পৌঁছে দেয় ‘মেন ইন ব্লু’কে। ২০০২ ও ২০১৩’র পর তৃতীয় বারের জয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নজির গড়ে তারা।

Read More: ৬, ৬, ৬, ৬…বাইশ গজে শুভমান গিলের তাণ্ডব, ওয়ান ডে’তে হাঁকালেন ধুন্ধুমার ‘ডবল সেঞ্চুরি’ !!

হিটম্যানের প্রশংসায় পঞ্চমুখ বীরু-

Rohit Sharma | Team India | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০১৩’র পর টানা এগারো বছর ভারত (Team India) আইসিসি ট্রফির স্বাদ পায় নি। বারবার সেমিফাইনাল বা ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছে। দীর্ঘ খরা কাটিয়ে শেষমেশ টিম ইন্ডিয়াকে সাফল্য এনে দেন রোহিত শর্মা। ২০২৪-এর জুনে তাঁর অধিনায়কত্বেই টি-২০ বিশ্বকাপ জেতে দল। সেই কৃতিত্বের মাস নয়েকের মধ্যে এলো দ্বিতীয় ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জয়ের নেপথ্যে শ্রেয়স, কোহলি, বরুণ চক্রবর্তীদের মত তারকাদের পারফর্ম্যান্সের পাশাপাশি রোহিত শর্মা’র নেতৃত্বদানের দক্ষতাও অন্যতম কারণ বলে মনে করছেন বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। ২০০২ সালে ভারত (Team India) যখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে, তখন সেই দলের সদস্য ছিলেন তিনি। ২০০৭ ও ২০১১’তে ধোনি’র হাত ধরে টি-২০ বিশ্বকাপ ও ওয়ান ডে বিশ্বকাপ জয়েরও সাক্ষী থেকেছেন ‘নজফগড়ের নবাব।’ তারপরেও রোহিতের শ্রেষ্ঠত্ব মানতে দ্বিধা নেই তাঁর।

ক্রিকবাজের একটি অনুষ্ঠানে শেহবাগ জানিয়েছেন, “আমরা ওঁর (রোহিত) অধিনায়কত্বের সঠিক মূল্যায়ন করি না। কিন্তু মহেন্দ্র সিং ধোনি’র পর ও দ্বিতীয় ভারতীয় অধিনায়ক যে একাধিক আইসিসি ট্রফি জিতেছেন। যেভাবে অধিনায়ক বোলারদের ব্যবহার করেছেন, যেভাবে দলকে সামলেছে, যেভাবে আগলে রেখেছে (সেটা তারিফযোগ্য)। ও যে বার্তা দলকে দিতে চায়, সেটা স্পষ্ট বলে দেয়।” হিটম্যানের মগজাস্ত্র মোহিত করেছে বীরেন্দ্র শেহবাগ’কে। “আর্শদীপ সিং-এর বদলে হর্ষিত রাণা’কে খেলানো হোক বা হর্ষিতকে সরিয়ে বরুণ চক্রবর্তীকে জায়গা করে দেওয়া, ও খেলোয়াড়দের সাথে প্রতিনিয়ত সংযোগটা রেখেছে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই রোহিত শর্মা অন্যতম সেরা অধিনায়। উনি নিজের ব্যাপারে কম বরং সতীর্থদের নিয়ে বেশী ভাবে্ন। তাঁদের নিরাপত্তাহীনতা দূর করার চেষ্টা করেন,” সংযোজন তাঁর।

দেখুন কি বলেছেন শেহবাগ-

অবসরের জল্পনা ওড়ালেন রোহিত-

Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images
Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images

গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর কুড়ি-বিশের ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওয়ান ডে’তেও কি টিম ইন্ডিয়ার (Team India) জার্সি’কে বিদায় জানাবেন রোহিত শর্মা? কৌতূহল ছিলো ক্রিকেটজনতার মধ্যে। দুবাইয়ের মাঠে খেতাব জয়ের পর তা দূর করেছেন নিজেই। সাংবাদিক সম্মেলন শেষের আগে স্বতঃপ্রণোদিত হয়েই তিনি জানান, “আমি এই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি না। সোজাসুজি বলছি যাতে কোনো গুজব না ছড়ায়। কোনো ভবিষ্যত পরিকল্পনা নেই এই মুহূর্তে। যেমনটা চলছে, তেমনই চলবে। যাঁরা অনেক ক্রিকেট খেলেছেন, তাঁদের মধ্যেও এখনও যথেষ্ট খিদে রয়েছে। আমাদের দলে এমন ৫-৬ জন মহীরুহ রয়েছেন, যেটা কাজটা সহজ করে দেয়।” ২০২৭-এ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। ততদিনে চল্লিশ পেরোবেন হিটম্যান। অধরা মাধুরীর সন্ধানে নামবেন মাঠে? আশাবাদী ভক্তেরা।

Also Read: চ্যাম্পিয়ন্স ট্রফির পর ‘মিশন বিশ্বকাপ’, ওয়ান ডে রোডম্যাপ তৈরি টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *