২০২৫-এ ঠাসা ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার, দম ফেলার ফুরসত পাবেন না রোহিত-কোহলিরা !! 1

২০২৪ ভালোয়-মন্দয় মিশিয়ে কেটেছে টিম ইন্ডিয়ার (Team India)। সতেরো বছর পর এসেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) খেতাব। প্রায় ১২ বছরের খরা কাটিয়ে ঘরে এসেছে আইসিসি ট্রফি। সেই উচ্ছ্বাসে যেমন ভেসেছেন সমর্থকেরা, তেমনই বছরের দ্বিতীয়ার্ধে টেস্টের আঙিনায় দলের খেই হারিয়ে ফেলা যন্ত্রণা দিয়েছে তাঁদের। মাসখানেক আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ হেরেছে ভারত। ১২ বছর পর হোমগ্রাউন্ডে হাতছাড়া হয়েছে টেস্ট সিরিজ। ২৪ বছর পর দেশে হোয়াইটওয়াশের কলঙ্কের ছিটে লেগেছে গায়ে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সঙ্কটে টিম ইন্ডিয়া (Team India)। পার্‌থ-এ জিতলেও তারা হেরেছে অ্যাডিলেডে। এমনকি মেলবোর্নে হার দিয়েই ২০২৪-কে বিদায় জানাচ্ছে ‘মেন ইন ব্লু।’ আঁধার কেটে আলোর দিশা মিলবে নতুন বছরে, প্রার্থনা সকলের।

Read More: ‘অপয়া’ কি গম্ভীর নাকি অন্য কেউ? ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে উঠছে প্রশ্ন !!

১১টি টেস্ট ম্যাচ খেলবে ভারত-

 Team India | Image: Getty Images
Team India | Image: Getty Images

নতুন বছরে মোট ১১টি টেস্ট ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। এর মধ্যে প্রথমটি শুরু হতে চলেছে আগামী ৩ জানুয়ারি। চলতি বর্ডার-গাওস্কর ট্রফির অন্তিম যুদ্ধে ভারত সিডনির মাঠে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এরপর লাল বলের ফর্ম্যাটে তারা ফিরবে জুন মাসে। ইংল্যান্ডের মাঠে রয়েছে পাঁচটি টেস্ট। হেডিংলে, এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড ও ওভালে রয়েছে ম্যাচগুলি। এরপর অক্টোবর মাসে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি টেস্ট ম্যাচ রয়েছে ‘মেন ইন ব্লু’র। নভেম্বরে তারা হোমগ্রাউন্ডে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। ১১ থেকে বেড়ে এক ডজন’ও হতে পারে টেস্টের সংখ্যা। অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে ভারত, তাহলে ইংল্যান্ড সিরিজের আগে লর্ডসে বিশ্বসেরা হওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।

জমজমাট ওডিআই সূচি ভারতের-

 Team India | Image: Getty Images
Team India | Image: Getty Images

২০২৫ সালটা হতে চলেছে ওয়ান ডে’র বছর। ফেব্রুয়ারিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে সম্মুখসমরে নামছে ভারতীয় দল। ৬ থেকে ১২ ফেব্রুয়ারিতে বিদর্ভ, কটক ও আহমেদাবাদে রয়েছে তিনটি ম্যাচ। এরপর সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দেখা যাবে ‘মেন ইন ব্লু’কে। তারা গ্রুপ-এ’তে ২০, ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ মুখোমুখি হবে যথাক্রমে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে। এই টুর্নামেন্টে আরও দুটি ম্যাচ (সেমিফাইনাল, ফাইনাল) খেলতে পারে ভারত। এরপর পড়শি রাষ্ট্র বাংলাদেশে উড়ে যাওয়ার কথা রয়েছে রোহিত-কোহলিদের (Virat Kohli)। অগস্ট মাসে পদ্মার দেশে তিনটি একদিনের ম্যাচ খেলতে চলেছেন তাঁরা। বছরের একদম শেষ দিকে ফের অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারত। অক্টোবর-নভেম্বরে থাকছে তিনটি একদিনের ম্যাচ। দেশের মাঠে তিনটি ওডিআই থাকছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও।

টি-২০’র ক্যালেন্ডারও জমজমাট-

Team India | Image: Getty Images
Team India | Image: Getty Images

বাকি দুই ফর্ম্যাটের মত ২০২৫-এ ভারতের টি-২০ সূচিও জমজমাট। দেশের মাঠে জানুয়ারিতেই টিম ইন্ডিয়া (Team India) নামছে কুড়ি ওভারের যুদ্ধে। পাঁচ ম্যাচের সিরিজে তাদের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। কলকাতা, চেন্নাই, রাজকোট, পুণে ও মুম্বইতে হচ্ছে ম্যাচগুলি। এরপর অগস্টে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে গ্রাউন্ডে রয়েছে আরও পাঁচটি কুড়ি-বিশের দ্বৈরথ। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে এশিয়া কাপের (Asia Cup) আসরেও একঝাঁক টি-২০ ম্যাচ অপেক্ষা করে রয়েছে ‘মেন ইন ব্লু’র জন্য। এবারের টুর্নামেন্ট আয়োজন করবে ভারত। কেবল পাকিস্তানের ম্যাচগুলি সরতে পারে দেশের বাইরে। এরপর অক্টোবরের শেষে বা নভেম্বরের গোড়ায় অস্ট্রেলিয়ায় পাঁচটি টি-২০ খেলবে ভারত। কুড়ি-বিশের ফর্ম্যাটকে ২০২৫ সালে তারা বিদায় জানাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলে।

Also Read: নেতৃত্বে জসপ্রীত বুমরাহ, ঠাঁই হলো না রোহিত-বিরাটের, সিডনি টেস্টের চার দিন আগেই প্রকাশ্যে একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *