sbi-is-paying-6cr-yearly-to-ms-dhoni
MS Dhoni | Image: Getty Images

মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) আইপিএল কেরিয়ারের মেয়াদ আর কতদিন? বেশ কয়েক বছর ধরেই এই প্রশ্নের উত্তর খুঁজছেন ক্রিকেটপ্রেমী জনতা। ২০২২-এ কিউই ধারাভাষ্যকার ড্যানি মরিসন খোদ ধোনিকেই জিজ্ঞেস করেছিলেন, “এটাই কি তোমার শেষ আইপিএল?” ভারতীয় কিংবদন্তি হেসে উত্তর দেন, “ডেফিনিটলি নট।” ২০২৩ সালে অধিনায়ক হিসেবে পঞ্চম আইপিএল জেতার পরও সুযোগ ছিলো তাঁর কাছে সরে দাঁড়ানোর। কিন্তু সেই রাস্তা বেছে নেন নি মাহি। আহমেদাবাদের মাঠে দাঁড়িয়ে বলেছিলেন, “অনুরাগীদের আরও একটা মরসুম অন্তত উপহার দিতে চাই।” সেইমত ২০২৪-এও তাঁকে দেখা গিয়েছে মাঠে। চল্লিশ পেরিয়েও ফিটনেস আর ক্রিকেট দক্ষতায় বাকিদের সাথে পাল্লা দিয়েছেন তিনি। ২০২৫-এ নামবেন কিনা সে নিয়ে ধোঁয়াশা ছিলো দীর্ঘসময়। কিন্তু চেন্নাইয়ের রিটেনশন তালিকায় ধোনি’র (MS Dhoni) নাম দেখে আশ্বস্ত হয়েছেন তাঁর গুণমুগ্ধ ভক্তকূল।

Read More: CT 2025: “বাড়তি সুবিধা পাচ্ছে ভারত…” অভিযোগ প্যাট কামিন্সের, ভুয়ো খবর নিয়েও সরব হলেন ট্যুইটারে !!

আইপিএলে দর কমেছে ধোনি’র-

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

২০০৮ সালে আপিএলের (IPL) প্রথম আসরে ‘আইকন’ প্লেয়ার হিসেবে কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হন নি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বরং নিলামে অংশ নিয়েছিলেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে তিনিই একমাত্র ক্রিকেটার যাঁর জন্য দর হেঁকেছিলো সবক’টি ফ্র্যাঞ্চাইজি। সেই সময় সর্বোচ্চ ৬ কোটি টাকা মূল্যে তিনি যোগ দেন চেন্নাই সুপার কিংসে। এরপর থেকে আর কখনও নিলামে নাম লেখাতে হয় নি কিংবদন্তি তারকাকে। সবসময়ই রিটেনড হয়েছেন তিনি। ২০১৬ ও ২০১৭ মরসুমে যখন চেন্নাই (CSK) নির্বাসিত হয়েছিলো, তখন নতুন ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুণে সুপারজায়ান্টসে সরাসরি যোগ দিয়েছিলেন তিনি। ২০১৮ তে ফেরেন চেন্নাইতে। এখনও সেখানেই রয়েছেন ধোনি। ২০১৯-এ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলের মাঠে ফিরেছেন হলুদ জার্সির টানে। ২০২৫-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেই সম্ভবত বাইশ গজকে পাকাপাকি বিদায় জানাবেন তিনি।

এই আঠারো বছরে মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) আইপিএল বেতনও সাক্ষী হয়েছে বহু উত্থানপতনের। শুরুটা করেছিলেন ৬ কোটিতে। এরপর ২০১১তে তাঁর বেতন বেড়ে দাঁড়িয়েছিলো ৮.২৮ কোটি। ২০১৪তে হয় ১২.৫ কোটি। ২০১৮তে ২০ শতাংশ বেড়ে টাকার অঙ্কটা দাঁড়িয়েছিলো ১৫ কোটিতে। ২০২২-এ ফের বদলায় সংখ্যাটা। কেরিয়ারের সায়াহ্নে পৌঁছানো মাহি’র সাথে চেন্নাইয়ের চুক্তির অঙ্ক খানিক কমে দাঁড়ায় ১২ কোটিতে। ২০২৫-এ ধোনিকে (MS Dhoni) ‘রিটেন’ করতে যাতে সুবিধা হয় সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির মূলত সেই কারণেই পুরনো নিয়ম ফিরিয়ে আনে বিসিসিআই। পাঁচ বছরের বেশী সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা তারকাদের দেওয়া হয় আনক্যাপড খেলোয়াড়ের তকমা। আসন্ন আইপিএলে ‘আনক্যাপড’ হিসেবেই খেলবেন ৫০০’র বেশীবার জাতীয় দলের জার্সি গায়ে চাপানো ধোনি। তাঁর চুক্তির অঙ্ক কমে দাঁড়িয়েছে ৪ কোটিতে।

স্টেট ব্যাঙ্ক ৬ কোটি দিচ্ছে ধোনি’কে-

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

আইপিএলের আসরে বছর ৪৩-এর ধোনি’র (MS Dhoni) দর কমেছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে বিজ্ঞাপনদাতাদের পছন্দের তালিকায় এখনও উপরের দিকেই রয়েছেন তিনি। ২০২৪-এর মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপজয়ী অধিনায়ক মোট ৪২টি ব্র্যান্ডের মুখ। তালিকায় রয়েছে গালফ্‌ অয়েল, ক্লিয়ারট্রিপ, লে’জ, মাস্টার কার্ড, গরুড় এইরোস্পেস বা ইউরোগ্রিপ টায়ার্সের মত সংস্থাও। তাঁর নেট ওয়ার্থ ছুঁয়েছে ১১১ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় টাকার অঙ্কে সংখ্যাটা ১০০০ কোটির কাছাকাছি। ২০২৩-এর অক্টোবরে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন ধোনি (MS Dhoni)। ইতিমধ্যেই সংস্থার একাধিক বিজ্ঞাপনেও মুখ দেখিয়েছেন তিনি। সূত্রের খবর যে স্টেট ব্যাঙ্কের থেকে বাৎসরিক ছয় কোটি টাকার চুক্তি রয়েছে ধোনি’র, যা কিনা তাঁর বর্তমান আইপিএল বেতনের দেড় গুণ।

Also Read: IPL 2025: ২৮ ফেব্রুয়ারি অধিনায়ক ঘোষণা নাইট রাইডার্সের, অপেক্ষার প্রহর গুণছেন সমর্থকেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *