sarfaraz-will-not-play-ind-vs-ban-test

IND vs BAN: শ্রীলঙ্কা সফরের পর এক মাসেরও বেশী সময় ক্রিকেট থেকে দূরে ছিলো টিম ইন্ডিয়া। অবশেষে আগামী ১৯ তারিখ থেকে মাঠে ফিরছে তারা। টেস্টের ময়দানে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে বাংলাদেশ (IND vs BAN)। দারুণ ছন্দে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র। পাকিস্তানে গিয়ে তারা ২-০ ফলে হোয়াইটওয়াশ করে এসেছে পাক দল’কে। শান্ত, লিটনদের তাই হাল্কাভাবে নেওয়ার কথা ভাবছে না বিসিসিআই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলা নিশ্চিত করতে আরও বেশ খানিকটা পথ এগোনো বাকি রয়েছে ‘মেন ইন ব্লু’র। ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়েই সেই পথের খানিকটা পেরিয়ে যেতে চায় দল। তাই শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করা হয়েছে এই সিরিজের জন্য। দলীপ ট্রফিতে (Duleep Trophy) অংশ নিয়েছিলেন একঝাঁক তারকা। তাঁদের ঘরোয়া ক্রিকেট থেকে ফেরানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের আসরে।

Read More: বাংলাদেশ সিরিজের আগে বদলে গেলো স্কোয়াড, রিঙ্কু সিং-সহ এই খেলোয়াড়’রা পেলেন সুযোগ !!

টেস্ট খেলা হচ্ছে না সরফরাজের-

Sarfaraz khan | IND vs BAN | Image: Getty Images
Sarfaraz Khan | Image: Getty Images

মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar) জানিয়েছিলেন যে দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ সিরিজের (IND vs BAN) জন্য দল বেছে নেওয়া হবে। গত ৮ তারিখ শেষ হয়েছে প্রথম রাউন্ড। সেদিনই রাতে প্রথম টেস্টের জন্য ষোল সদস্যের স্কোয়াড বেছে নিয়েছেন নির্বাচকেরা। চেন্নাইয়ের মাঠে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে দেখা যাবে বিরাট কোহলিকে। প্রায় ২১ মাস পর টেস্টের আঙিনায় ফিরছেন ঋষভ পন্থ’ও (Rishabh Pant)। যে ষোল জন’কে বেছে নেওয়া হয়েছে তাঁর মধ্যে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব, কে এল রাহুলদের মত অনেকেই দলীপ ট্রফির দলগুলিতে ছিলেন। তাঁদের আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেট থেকে। আজ তাঁদের বিকল্প তারকাদের নাম’ও প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। একমাত্র ভারত-সি ছাড়া সব দলেই কিছু না কিছু বদল চোখে পড়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যখন ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম পাচ্ছেন তারকারা, তখন ব্যতিক্রম একমাত্র সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের তরুণ ভারত-বি’র হয়ে দলীপ ট্রফি খেলছেন। প্রথম রাউন্ডের খেলায় চিন্নস্বামী স্টেডিয়ামে দুই ইনিংসে করেছেন ৯ ও ৪৬ রান। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টেস্ট স্কোয়াডেও রয়েছেন তিনি। তা সত্ত্বেও তাঁকে রাখা হয়েছে দ্বিতীয় রাউন্ডের দলীপ ট্রফির ম্যাচেও। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর অবধি ভারত-বি-এর হয়ে খেলে তিনি যোগ দেবেন জাতীয় শিবিরে। যখন ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিশেষজ্ঞমহলে আলোচনা চলছে, সেখানে সরফরাজকে (Sarfaraz Khan) এমন টানা খেলিয়ে যাওয়া কতটা যুক্তিযুক্ত? উঠছে প্রশ্ন। অনেকে মনে করছেন যে বাংলাদেশের বিরুদ্ধে একাদশে থাকবেন না সরফরাজ। সেই কারণেই তাঁকে দলীপে খেলা চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।

মিডল অর্ডারে সুযোগ পাবেন কে এল রাহুল ?

Kl Rahul | Image; Twitter
KL Rahul | Image: Twitter

বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ভারতের ব্যাটিং অর্ডারে কেমন হতে পারে তার খানিক আন্দাজ মিলেছে স্কোয়াড থেকেই। ওপেনিং-এ রোহিত শর্মা’র (Rohit Sharma) সাথে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়াল’কে। তিন নম্বরে নামতে পারেন শুভমান গিল (Shubman Gill)। চারে ফিরছেন বিরাট কোহলি। শ্রেয়স আইয়ার নেই। পাঁচ নম্বরে খেলার জন্য দৌড়ে ছিলেন সরফরাজ ও কে এল রাহুল। দলীপের পরিবর্তিত স্কোয়াড দেখে বিশেষজ্ঞদের ধারণা যে রাহুলের (KL Rahul) অভিজ্ঞতাকেই এগিয়ে রাখছে টিম ম্যানেজমেন্ট। ছয় নম্বরে দেখা যাবে ঋষভ পন্থ’কে। উইকেটরক্ষক-ব্যাটারকে চেনা ছন্দে দেখতে চাইবেন অনুরাগীরা। চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে অশ্বিন-জাদেজা-অক্ষর ত্রয়ীর মাঠে নামার সম্ভাবনা। ব্যাট হাতে কার্যকরী তিনজনেই। এছাড়া পেস বিভাগে বুমরাহ’র (Jasprit Bumrah) সঙ্গী হতে পারেন সিরাজ।

Also Read: IND vs BAN: “পাকিস্তানের দশা হবে…” মাঠে নামার আগে ভারতকে হুঁশিয়ারি শরিফুল ইসলামের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *