“ওর জন্য খারাপ লাগছে, তবে…” সরফরাজ খান’কে নিয়ে বিস্ফোরক মন্তব্য কৃষ্ণমাচারি শ্রীকান্তের !! 1

ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ার পরেও দীর্ঘ সময় জাতীয় দলে ব্রাত্যই ছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের তরুণের আন্তর্জাতিক অভিষেক হওয়ার কথা ছিলো ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে স্কোয়াডেই সেই যাত্রায় ডাক পান নি তিনি। এরপর ২০২৩-এও তাঁকে বাইরেই রাখা হয়। অবশেষে নির্বাচক কমিটিতে রদবদলের পর কপাল খোলে তাঁর। চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ড সিরিজের মাঝপথে আসে সুযোগ। নির্বাচকদের রেডারে যে তিনি রয়েছেন তা স্পষ্ট বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের স্কোয়াডে তাঁর নাম থেকে। কিন্তু এখনই কি তাঁকে প্রথম একাদশের নিয়মিত সদস্য হিসেবে দেখা হচ্ছে? এই প্রশ্নের উত্তরে নেতিবাচক প্রতিক্রিয়াই আসছে অধিকাংশ বিশেষজ্ঞের থেকে। সম্ভবত সেই কারণেই টেস্ট দলে ডাক পাওয়ার পরেও দলীপ ট্রফির স্কোয়াড থেকে নাম সরানো হয় নি সরফরাজের (Sarfaraz Khan)।

Read More: “লজ্জা লাগা উচিত…” আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট ভেস্তে যেতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে BCCI !!

প্রথম একাদশে থাকবেন না সরফরাজ, মত শ্রীকান্তের-

Sarfaraz Khan | Image: Getty Images
Sarfaraz Khan | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের তরুণ ব্যাট হাতে প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছিলেন। ৫ ইনিংসে ৫০ গড় ও ৩টি অর্ধশতক-সহ করেন ২০০ রান। তারপরেও বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাঁকে প্রথম একাদশে দেখা যাবে না বলেই মনে করছেন প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁর ইউটিউব চ্যানেল ‘চিকি চিকা’তে শ্রীকান্ত (Krishnamachari Srikkanth) জানিয়েছেন, “সত্যি বলতে আমার খারাপই লাগে সরফরাজ খানের জন্য। কিন্তু টেস্ট ক্রিকেটে এমনটা হয়েই থাকে। আপনি হয়ত ভালো পারফর্ম করছেন, কিন্তু কোনো বড় খেলোয়াড় প্রত্যাবর্তন ঘটালে, আপনাকে জায়গা হারাতে হতে পারে। যেমন ঋষভ পন্থের কারণে ধ্রুব জুড়েল জায়গা হারাচ্ছেন। তেমন সরফরাজ ছিটকে যাচ্ছেন, ফিরে আসতে চলেছেন কে এল রাহুল।”

রাহুল (KL Rahul) কেন টিম ইন্ডিয়াতে (Team India) অগ্রাধিকার পাবেন তাও স্পষ্ট করেছেন শ্রীকান্ত (Krishanmachari Srikkanth)। অভিজ্ঞতা ও বিদেশের মাটিতে রেকর্ডই কর্ণাটকের খেলোয়াড়কে এগিয়ে রাখবে, মত তাঁর। বিশ্বজয়ী প্রাক্তনী বলেন, “ওদের ভাবনায় (টিম ম্যানেজমেন্ট) আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজও অবশ্যই থাকবে। বিদেশের মাঠে কে এল রাহুল ভালো পারফর্ম্যান্স করেছে। বিশেষত অস্ট্রেলিয়ায়…” ভারতের হয়ে এখনও অবধি ৫০টি টেস্ট খেলেছেন রাহুল (KL Rahul)। অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টায় রয়েছে টিম ইন্ডিয়া। স্টার্ক-কামিন্সদের মুখোমুখি হওয়ার আগে ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলিয়ে তাঁকে ছন্দ খুঁজে নেওয়ার সুযোগ করতে দিতে পারেন কোচ গম্ভীর।

KL রাহুলকে এগিয়ে রাখছে BCCI’ও-

KL Rahul | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) নেই স্কোয়াডে। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করার জন্য লড়াই মূলত কে এল রাহুল (KL Rahul) ও সরফরাজ খানের (Sarfaraz Khan) মধ্যেই। দুজনের মধ্যে কর্ণাটকের তারকাকে এগিয়ে রাখছে বিসিসিআই’ও। সংবাদমাধ্যম PTI-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “বাইরে থেকে বোঝা যায় না যে একটা দল কিভাবে চলে। সবকিছুর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিজের শেষ তিনটে টেস্টের মধ্যে কে এল দক্ষিণ আফ্রিকায় একটা শতরান করেছেন। সাম্প্রতিক সময়ে যা অন্যতম সেরা একটা টেস্ট ইনিংস। চোট পাওয়ার আগে হায়দ্রাবাদে শেষ যে টেস্টটা খেলেছিলো, সেখানেও ৮৬ রান করেছিলো। ওকে বাদ দেওয়া হয়, বরং ও আহত হয়েছিলো। এখন ও ফিট ও মাঠে নামার জন্য প্রস্তুত। দলীপ ট্রফিতে একটা অর্ধশতক’ও করেছে। ম্যাচ টাইম পেয়েছে। (বাংলাদেশের বিরুদ্ধে) ও’ই সুযোগ পাবে।”

Also Read: ৪, ৪, ৪, ৪, ৪…মারমুখী সরফরাজ খান, দলীপ ট্রফির ম্যাচে করলেন ধুন্ধুমার ব্যাটিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *