আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে মুম্বইয়ের সরফরাজ খান’কে (Sarfaraz Khan)। ঘরোয়া ক্রিকেটে একের পর এক বড় ইনিংস খেলা সত্ত্বেও তাঁকে দলের বাইরেই রেখেছিলেন পূর্বতন মুখ্য নির্বাচক চেতন শর্মা। তাঁর ফিটনেস নিয়ে খুশি ছিলেন না দিল্লীর প্রাক্তনী। ২০২২-এর বাংলাদেশ সফরে ডাক পাওয়ার কথা ছিলো সরফরাজের। কিন্তু শেষ মুহূর্তে ছেঁটে ফেলা হয় তাঁকে। অভিষেকের জন্য অপেক্ষা করতে হয় আরও বেশ কিছু দিন। শেষমেশ ২০২৪-এর গোড়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে কে এল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় শিকে ছেঁড়ে সরফরাজের (Sarfaraz Khan) ভাগ্যে। রাজকোটের মাঠে অভিষেক হয় তাঁর। খেলেন তিনটি টেস্ট। তাঁর দিকে তাকিয়ে ছিলো গোটা ক্রিকেটমহল। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতা আন্তর্জাতিক স্তরেও দেখাতে পারেন কিনা তা নিয়েই ছিলো কৌতূহল।
Read More: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ভারত-বাংলাদেশ সিরিজ, রাজনৈতিক টানাপোড়নে সিদ্ধান্ত BCCI’র !!
রঞ্জি ট্রফিতে ত্রিশতক সরফরাজের-

রঞ্জি ট্রফির ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ব্যাটারদের তালিকায় ইতিমধ্যেই নাম তুলে ফেলেছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। টানা তিন মরসুম ১০০’র উপর গড় বজায় রেখেছিলেন তিনি। মুম্বইয়ের তরুণের সেরা ইনিংসটি এসেছিলো ২০২০ সালে, উত্তরপ্রদেশের বিরুদ্ধে। গ্রুপ-বি’র ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ। আকাশদীপ নাথের ১১৫, রিঙ্কু সিং-এর (Rinku Singh) ৮৪ ও উপেন্দ্র সিং-এর ২০৩ রানের সৌজন্যে ৮ উইকেটের বিনিময়ে ৬২৫ রান তুলে ডিক্লেয়ার করে তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছিলো মুম্বই। ৩ করে সাজঘরে ফিরেছিলেন ওপেনার জয় বিস্তা। ৯ রানের বেশী এগোতে পারেন নি তিন নম্বরে ব্যাট করতে নামা শশাঙ্ক অথার্ডে’ও। ১৬ রানের মধ্যে জোড়া উইকেট খুইয়ে রীতিমত ধুঁকছিলো মুম্বই। তিন পয়েন্ট নয় বরং সরাসরি জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলো উত্তরপ্রদেশ।
মুম্বইয়ের স্কোর যখন ৪ উইকেটের বিনিময়ে ১২৮, তখন মাঠে নেমেছিলেন সরফরাজ (Sarfaraz Khan)। ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ স্ট্র্যাটেজিতেই আস্থা রেখেছিলেন তিনি। অঙ্কিত রাজপুত, যশ দয়ালদের নিয়ে ওয়াংখেড়েতে রীতিমত ছেলেখেলা করেন তিনি। অপর প্রান্তে সিদ্ধেশ লাড ৯৮, আদিত্য তারে ৯৭ করে আউট হলেও টলানো যায় নি সরফরাজকে। দৃপ্ত ছন্দে একের পর এক মাইলস্টোন পেরোতে থাকেন তিনি। শতরান, দ্বিশতরানের পর ছুঁয়ে ফেলেন ত্রিশতকের মাইলস্টোন’ও। শেষমেশ ৩৯১ বলে ৩০১ রানের ম্যারাথন ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ইনিংস সাজান ৩০ টি বাউন্ডারি ও ৮টি ছক্কায়। সরফরাজের (Sarfaraz Khan) অনবদ্য ব্যাটিং-এর সৌজন্যে উত্তরপ্রদেশকে টপকে যায় মুম্বই। ডিক্লেয়ার করে ৬৮৮ রানের মাথায়। এরপর আর ম্যাচ এগোনোর সময় ছিলো না। প্রথম ইনিংসে লিডের সুবাদে তিন পয়েন্ট পায় মুম্বই’ই।
দেখুন সেই ম্যাচের স্কোরকার্ড-

ফের বাদ পড়েছেন সরফরাজ খান-

ভারতীয় দলে নিয়মিত হয়ে উঠতে পারেন নি সরফরাজ খান (Sarfaraz Khan)। গত বছরের ইংল্যান্ড সিরিজের পর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তাঁকে স্কোয়াডে রেখেছিলো বিসিসিআই। বেঙ্গালুরুতে কিউইদের বিপক্ষে ১৫০ রানের একটি চমৎকার ইনিংস-ও খেলেন তিনি। কিন্তু এরপর দু’টি ম্যাচে বিশেষ রান না আসায় কোচ গৌতম গম্ভীরের বাতিলের খাতায় নাম উঠেছে মুম্বইয়ের তরুণের। অস্ট্রেলিয়া সফরে তাঁকে থাকতে হয়েছিলো রিজার্ভ বেঞ্চে। ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগও তাঁর বিরুদ্ধে তুলেছিলেন গম্ভীর। ইংল্যান্ড সফরে ছেঁটেই ফেলা হয়েছে সরফরাজ’কে (Sarfaraz Khan)। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত-এ’র জার্সিতে চমৎকার খেলেছেন তিনি। রান পেয়েছেন ভারত বনাম ভারত-এ আন্তঃস্কোয়াড ম্যাচেও। কিন্তু চিঁড়ে ভেজে নি । সুযোগ দেওয়া হয় নি সরফরাজকে। জায়গা ফিরে পেতে ফের ঘরোয়া ক্রিকেটেই আস্থা রাখতে হবে তাঁকে।
Also Read: IND vs ENG 2nd Test: শুভমান ঝড়ে তছনছ ইংল্যান্ড, দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া !!