বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। কিন্তু চেন্নাই বা কানপুর কোথাও টিম ইন্ডিয়া একাদশে দেখা যায় নি তাঁকে। বরং ইরানী কাপে (Irani Cup) অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো তরুণ ক্রিকেটারকে। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার আগেই দল থেকে সরফরাজকে (Sarfaraz Khan) রিলিজ করে দেওয়া হয়েছিলো। ঘরের মাঠে টিম ইন্ডিয়ার (Team India) মিডল অর্ডারে মুম্বইয়ের ক্রিকেটারকে না খেলানো নিয়ে বিস্তর প্রশ্নের সম্মুখীন হন নতুন কোচ গৌতম গম্ভীর। আগামীর কথা ভেবে বছর ২৬-এর ক্রিকেটারকে নিয়মিত সুযোগ দেওয়া উচিৎ, চেনা পরিবেশে দক্ষতায় শান দেওয়ার মঞ্চ টিরই করে দেওয়া উচিৎ, সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন অনুরাগীরা। টেস্ট একাদশে জায়গা না পাওয়ার হতাশা ভুলতে ইরানী কাপ’কেই (Irani Cup) বেছে নিলেন সরফরাজ।
Read More: টেস্ট সিরিজ শেষ হতেই সরলেন অধিনায়ক, চিন্নাস্বামীতে দায়িত্ব নিচ্ছেন নয়া ‘ক্যাপ্টেন’ !!
ইরানী কাপে শতরান সরফরাজের-
গতকাল থেকে লক্ষ্ণৌ’র ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে শুরু হয়েছে ইরানী কাপ (Irani Cup) । মুখোমুখি রঞ্জি জয়ী মুম্বই ও অবশিষ্ট ভারত একাদশ। শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াইতে অংশ নিয়েছেন এক ঝাঁক তারকা ক্রিকেটার। মুম্বই দলে সরফরাজ ছাড়াও রয়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চোট সারিয়ে মাঠে ফিরিছেন শার্দুল ঠাকুর। অবশিষ্ট ভারত একাদশে যোগ দিয়েছেন টিম ইন্ডিয়া থেকে রিলিজ পাওয়া আরও দুই ক্রিকেটার যশ দয়াল ও ধ্রুব জুড়েল। তাঁদের সাথে রয়েছেন অভিমণ্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran), ঈশান কিষণ। অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। প্রথম ব্যাটিং করছে মুম্বই। প্রথম দিনের শেষে তাদের স্কোর ছিলো ৪ উইকেটের বিনিময়ে ২৩৭। ক্রিজে ছিলেন অধিনায়ক রাহানে ও তরুণ তুর্কি সরফরাজ খান।
৮৬ রানে গতকাল অপরাজিত ছিলেন রাহানে (Ajinkya Rahane)। আজ তাঁর সামনে সুযোগ ছিলো শতকের মাইলস্টোন স্পর্শ করার। কিন্তু পারেন নি তিনি। ৯৭ রান করে আউট হন। সরফরাজকে অবশ্য রুখতে পারেন নি মুকেশ কুমার, যশ দয়াল’রা। মধ্যাহ্নভোজের বিরতির আগেই তিন অঙ্কের রানে পৌঁছে যান তিনি। এই নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট কেরিয়ারের ১৫তম শতরান সম্পূর্ণ করলেন তিনি। লাঞ্চের আগে ১০৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। দিনের দ্বিতীয় সেশনেও সাবলীল ভঙ্গিতেই ব্যাটিং করছেন সরফরাজ (Sarfaraz Khan)। প্রতিবেদন লেখার সময় অবধি তাঁর স্কোর ১৭৪ বলে ১১৯। সঙ্গে রয়েছেন তনুষ কোটিয়ান। তাঁর ঝুলিতে আপাতত ৫৪ বলে ২৯ রান। মুম্বইয়ের স্কোরবোর্ডে এখনও অবধি ৬ উইকেটের বিনিময়ে ৩৫৬। রাহানে ও সরফরাজ ছাড়া উল্লেখযোগ্য রান শ্রেয়স আইয়ারের। ৫৭ করেন তিনি।
দেখুন সরফরাজের শতরানের মুহূর্তটি-
THAT moment when Sarfaraz Khan brought up his 💯👏
A brilliant knock so far 🙌#IraniCup | @IDFCFIRSTBank
Follow the match ▶️ https://t.co/Er0EHGOZKh pic.twitter.com/nEEJW2kea9
— BCCI Domestic (@BCCIdomestic) October 2, 2024
সরফরাজ খানের কেরিয়ার পরিসংখ্যান-
ভারতের ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম সরফরাজ (Sarfaraz Khan)। চলতি ইরানী কাপের (Irani Cup) আগে ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। ৬৬.৩৯ গড়ে করেছেন ৪১৮৩ রান। ২০১৯ থেকে ২০২২-টানা চার বছর রঞ্জি ট্রফিতে ১০০’র বেশী গড় বজায় রাখার নজির গড়েছিলেন তিনি। রয়েছে ত্রিশতরান’ও। লিস্ট-এ ক্রিকেটে ৩৯ ম্যাচে ৬২৯ ও টি-২০তে ৯৬ ম্যাচে ১১৮৮ রান রয়েছে সরফরাজের। প্রথম শ্রেণির খেলায় পাহাড়সম রান করলেও জাতীয় টেস্ট দলে পা রাখতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। ২০২২-এ বাংলাদেশ সফরে অভিষেক হতে পারত তাঁর। কিন্তু কোনো অজ্ঞাত কারণে ডাকই পান নি তিনি। এরপর সরফরাজকে অপেক্ষা করতে হয়ে ২০২৪ অবধি। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পান তিন টেস্টে। ৫ ইনিংসে ৫০ গড়ে তাঁর সংগ্রহ ২০০ রান। রয়েছে ৩টি অর্ধশতক।