গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে শিকে ছিঁড়েছিলো সরফরাজ খানের (Sarfaraz Khan) ভাগ্যে। কে এল রাহুলের বদলি হিসেবে ডাক পেয়েছিলেন ভারতীয় দলে। রাজকোটে অভিষেক হয় তাঁর। এরপর ঘরের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার একাদশে নিয়মিত খেলেছেন তিনি। পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করে একটি শতরান ও তিনটি অর্ধশতক’ও করেছেন সরফরাজ (Sarfaraz Khan)। কিন্তু বিদেশের পেস সহায়ক বাইশ গজে তাঁর উপর আস্থা রাখতে পারে নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু একটি টেস্টেও সুযোগ পান নি মাঠে নামার। এরপর ইংল্যান্ড সফর থেকে পুরোপুরি ছেঁটেই ফেলা হয়েছে সরফরাজ (Sarfaraz Khan)। তবে পিছু হটেন নি তিনি। তাঁর দক্ষতা নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন নির্বাচকেরা তার জবাব ব্যাট হাতেই দিলেন মুম্বইয়ের তরুণ।
Read More: গম্ভীরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ সৌরভের, তোপের মুখে টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার !!
ইংল্যান্ডে অনবদ্য ফর্মে সরফরাজ-

ভারতীয় সিনিয়র দলে ডাক না পেলেও যুব দলের সাথে ইংল্যান্ড সফরে যাওয়ার সুযোগ পেয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। দুই হাতে আঁকড়ে ধরেছেন সেই সুযোগকেই। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ডিউক বলের স্যুইং সামলে তিনি যে বড় রান করতে পারেন তার প্রমাণ তিনি দিয়েছেন ভারত-এ’র জার্সিতে। ক্যান্টারবেরির মাঠে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ম্যাচটিতে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে অনবদ্য ইনিংস খেলেন তিনি। করেন ৯২। তার পরেও নর্দাম্পটনের দ্বিতীয় ম্যাচটিতে সুযোগ দেওয়া হয় নি তাঁকে। বদলে মিডল অর্ডারে পরখ করে দেখা হয় করুণ নায়ার (Karun Nair), ধ্রুব জুরেলদের। সরফরাজ (Sarfaraz Khan) ফের নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছিলেন বেকেনহ্যামে ভারত বনাম ভারত-এ প্রস্তুতি ম্যাচে। জাত চেনাতে কোনোরকম ভুল করেন নি তিনি। খেলেছেন দুর্দান্ত ইনিংস।
প্রস্তুতি ম্যাচে ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সরফরাজ (Sarfaraz Khan)। বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে। মাত্র ৭৬ বলে করেন ১০১ রান। মারেন ১৫টি বাউন্ডারি ও ২টি ছক্কা। তাঁকে আউট করতে পারেন নি কোনো বোলার। শতকের মাইলস্টোন স্পর্শ করার পর স্বেচ্ছায় রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। বেকেনহ্যামে ভারত-এ’র হয়ে ওপেন করতে নেমে শূন্য করে ফেরেন ঋতুরাজ গায়কোয়াড়। তাঁকে ফেরান মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। অভিমন্যু ঈশ্বরণ করেন ৩৯। নীতিশ রেড্ডির বলে লেগ বিফোর হন তিনি। সাই সুদর্শন করেছেন ৩৮। দু’বার ব্যাট করেছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। প্রথমবার শূন্য করে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় সুযোগে করেন ৩৯। ঈশান কিষণ ৪৫* ও শার্দুল ঠাকুর ১৯* রান করেছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারত-এ’র স্কোর ৬ উইকেটের বিনিময়ে ২৯৯।
ছন্দে রাহুল, অর্ধশতক শুভমানের-

গত ১৩ তারিখ থেকে বেকেনহ্যামে চলছে ভারত বনাম ভারত-এ (IND vs IND-A) লড়াই। কোচ গৌতম গম্ভীরকে স্বস্তি যুগিয়েছে অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ফর্ম। আইপিএলে চমৎকার খেলেছিলেন তিনি। ৬৫৩ রান করেছিলেন ১৫ ম্যাচে। ইংল্যান্ডের মাঠেও সেই ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন পাঞ্জাবের তরুণ। করেছেন অর্ধশতক। ছন্দে রয়েছেন কে এল রাহুল’ও (KL Rahul)। স্বতঃপ্রণোদিত হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারত-এ’র হয়ে মাঠে নেমেছিলেন কর্ণাটকের তারকা। নর্দাম্পটনে সেই ম্যাচটিতে একটি শতরান ও একটি অর্ধশতক এসেছিলো তাঁর ব্যাট থেকে। আন্তঃস্কোয়াড ম্যাচেও অর্ধশতক করেছেন তিনি। সাবলীল দেখিয়েছে ঋষভ পন্থকেও (Rishabh Pant)। অফসাইডে তাঁর ছক্কা মারার ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Also Read: “কলকাঠি নেড়েছে ওরাই…” বিরাটের অবসরের নেপথ্যে BCCI ? তোপ দাগলেন মিয়াঁদাদ, আফ্রিদি !!