মুম্বইয়ের তরুণ তুর্কি সরফরাজ খান’কে (Sarfaraz Khan) ‘টেস্ট ক্যাপ’ মাথায় চাপাতে অপেক্ষা করতে হয়েছিলো লম্বা সময়। ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ার পরেও তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে ছিলেন নির্বাচকেরা। টানা চার মরসুম রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ১০০’র উপর গড় রেখেছিলেন তিনি। করেছেন দ্বিশতক, ত্রিশতরান’ও। তবুও ব্রাত্য থাকতে হয়েছিলো। শোনা গিয়েছিলো যে প্রাক্তন মুখ্য নির্বাচক চেতন শর্মা’র (Chetan Sharma) অপছন্দের তালিকায় ছিলেন তিনি। সরফরাজের ফিটনেস নিয়ে দ্বিধা ছিলো তাঁর মনে। একটি বেসরকারী চ্যানেলের স্টিং অপারেশনে বেফাঁস মন্তব্য করে পদ হারাতে হয়েছিলো চেতনকে। তার পরেও অবশ্য দরজা খোলে নি সরফরাজের (Sarfaraz Khan) সামনে। ফের চলে অপেক্ষার পালা। অবশেষে ডাক আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে।
ভারতীয় দলের হয়ে নিজের প্রথম সিরিজে প্রতিভার স্বাক্ষর রাখতে অবশ্য ভুল করেন নি সরফরাজ খান (Sarfaraz Khan) । ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে অভিষেক হয় তাঁর। দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিলো যথাক্রমে ৬২ ও অপরাজিত ৬৮ রান। ভারতকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। রাঁচীতে কেরিয়ারের দ্বিতীয় টেস্টটিতে অবশ্য রানের মুখ দেখেন নি মুম্বইয়ের তরুণ। করেন ১৪ ও ০ রান। ঘুরে দাঁড়ান ধর্মশালায়। পাহাড়ঘেরা মাঠে করেন কেরিয়ারের তৃতীয় অর্ধশতক। খেলেন ৫৬ রানের ইনিংস। এখনও অবধি ৩ টেস্টে ৫ ইনিংসে তাঁর সংগ্রহ ২০০ রান। ব্যাটিং গড় ৫০.০০। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে রান পেলেও এখনও ভারতীয় দলে নিজের সুযোগ পাওয়ার ব্যপারে নিশ্চিত নন সরফরাজ (Sarfaraz Khan) । এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন তিনি।
Read More: ৬, ৬, ৬, ৪, ৪…অনবদ্য ঈশান কিষণ, প্রত্যাবর্তন ম্যাচেই করলেন ধুন্ধুমার শতরান !!
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত সরফরাজ-
২০২২-এ টেস্ট অভিষেক হবে, ভেবেছিলেন সরফরাজ (Sarfaraz Khan) । কিন্তু মেলে নি সুযোগ। অপেক্ষা করতে হয়েছে আরও দেড় বছর। আশাহত হওয়ার যন্ত্রণা ভালো করেই জানেন তিনি। তাই ভবিষ্যতে আবার কবে টিম ইন্ডিয়াতে সুযোগ পাবেন সে নিয়ে কোনো রকম প্রত্যাশা’ই রাখতে চান না তিনি। সামনেই রয়েছে বাংলাদেশ সিরিজ। তার আগে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমি বাংলাদেশ সিরিজের দিকে তাকিয়ে নেই। কিন্তু আমি একটা নির্দিষ্ট পন্থা অবলম্বন করতে চাই। প্রস্তুত থাকতে চাই। ম্যাচ খেলা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টির জন্য মুম্বইতে ভালো করে অনুশীলন করতে পারি নি। কেবল বোলিং মেশিনের বিরুদ্ধে খেলতে পেরেছি, অথবা ইন্ডোর নেটে সাইড আর্ম বা বোলারদের মুখোমুখি হতে পেরেছি। ‘টার্ফ’ অনেক বেশী চ্যালেঞ্জিং। একমাত্র কঠিন অনুশীলনেই নিজেকে আরও উন্নত করে তোলা যায়।”
চেন্নাই ও কানপুরে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট। তার পর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। কিন্তু এখন তা নিয়ে ভাবতে চান না সরফরাজ (Sarfaraz Khan) । তিনি কেবল বলেন, “আমার কোনো প্রত্যাশাই নেই…কিন্তু যদি সুযোগ আসে তার জন্য আমি প্রস্তুত। এতদিন সেটাই করে আসছি এবং এই মুহূর্তে তাতে বদল আনার কোনো কারণও দেখছি না।” ফিটনেস নিয়ে গত কয়েক মাসে যথেষ্ট কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতির জন্য বুচি বাবু টুর্নামেন্ট ও দলীপ ট্রফি’কে (Duleep Trophy) বেছে নিয়েছেন সরফরাজ। অজিঙ্কা রাহানে ও শামস মুলানির অনুপস্থিতিতে মুম্বইকে বুচি বাবু টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন তিনি। দলীপ ট্রফিতে সরফরাজ খান রয়েছেন ভারত-বি দলে। অভিমণ্যু ঈশ্বরণের নেতৃত্বে খেলবেন তিনি।
সরফরাজ খানের কেরিয়ার পরিসংখ্যান-
২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলা শুরু করেন সরফরাজ (Sarfaraz Khan) । প্রথম শ্রেণির ক্রিকেটে গত এক দশকে ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম্যান্স করে গিয়েছেন তিনি। এখনও অবধি লাল বলের খেলায় মাঠে নেমেছেন ৪৮টি ম্যাচে। ৬৮.৫৩ গড়ে তাঁর রান সংখ্যা ৪১১২। শতরানের সংখ্যা ১৪, অর্ধশতক ১৪টি। ব্যাটিং গড়ের নিরিখে তিনি রয়েছে সর্বকালের সেরাদের তালিকায় চতুর্থ স্থানে। সামনে কেবল স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান (Sir Don Bradman), বিজয় মার্চেন্ট (Vijay Merchant) ও স্যর রিচার্ড হ্যাডলির (Sir Richard Hadlee) মত কিংবদন্তিরা। লিস্ট-এ ক্রিকেটে সরফরাজ অংশ নিয়েছেন ৩৭ টি ম্যাচে। রান সংখ্যা ৬২৯। গড় ৩৪.৯৪। টি-২০তে খেলেছেন ৯৬টি ম্যাচ। রান সংখ্যা ১১৮৮। গড় ২২.৪১। অর্ধশতক ৩টি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু )RCB), পাঞ্জাব কিংস, দিল্লী ক্যাপিটালসের (DC) মত দলের হয়ে মাঠে নামার অভিজ্ঞতা আছে সরফরাজের।