PMXI vs IND

PMXI vs IND:  অ্যাডিলেডে আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) দ্বিতীয় টেস্ট ম্যাচ। দুই বছর পর গোলাপি বলের ক্রিকেটে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। স্টার্ক-কামিন্সদের মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেললো তারা (PMXI vs IND)। ক্যানবেরার মানুকা ওভালে দুই দিনের ম্যাচ হওয়ার কথা থাকলেও গতকাল বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে গিয়েছিলো খেলা। ফলে আজ ৪৬ ওভারের দ্বৈরথে মুখোমুখি হয় দুই পক্ষ। অজি তরুণ স্যাম কনস্টাসের (Sam Konstas) অনবদ্য শতরানে ভর করে ২৪০ রান স্কোরবোর্ডে তোলে প্রধানমন্ত্রী একাদশ। জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দল জয় ছিনিয়ে নেয় ৬ উইকেটের ব্যবধানে। কোহলি-বুমরাহদের (Jasprit Bumrah) ছাড়াই এলো সাফল্য।

Read More: ছন্দ বজায় রাখলেন রাহুল-যশস্বীরা, ক্যানবেরায় রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া !!

টসে জিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশকে প্রথমে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলো ভারত (PMXI vs IND)। তাদের ইনিংস চলাকালীন হাসির কাণ্ড ঘটালেন সরফরাজ খান (Sarfaraz Khan)। কিছুক্ষণ দস্তানা হাতে দাঁড়িয়েছিলেন ঋষভ পন্থ। তারপর সরফরাজকেই দেখা গেলো আজ উইকেটরক্ষক হিসেবে। কিপিং করার সময়েই এক উদ্ভট কাণ্ড ঘটালেন মুম্বইয়ের তরুণ তুর্কি। ২৯তম ওভারে বোলিং করছিলেন অফস্পিনার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তাঁর একটি ডেলিভারিতে রক্ষণাত্মক শট খেলেন ব্যাটার হ্যানো জেকবস। একবার শট খেলার পর ব্যাট সরানোর প্রয়াস ছিলো তাঁর। তখন দ্বিতীয়বার গোলাপি বলটি ব্যাট স্পর্শ করে জেকবের। ‘হিটিং দ্য বল টোয়াইস’ বা দুই বার বল ব্যাট দিয়ে স্পর্শ করলে কিছু বিশেষ ক্ষেত্রে আউট হন ব্যাটার। সেই জন্য উত্তেজিত হয়ে স্কোয়্যার লেগ আম্পায়ারের কাছে আপিল করতে দেখা যায় সরফরাজকে (Sarfaraz Khan)।

এই আপিলে যদিও বিশেষ আমল দেন নি আম্পায়ার। প্রস্তুতি ম্যাচ বলে বিশেষ গা করেন নি রোহিত-শুভমানরাও (Shubman Gill)। জেকবসকে (Hannoh Jacobs) দেখা যায় হাসতে। বিষয়টি মিটে যায় সেখানেই। আপিল কাণ্ডের আগেও অবশ্য লাইমলাইট কেড়ে নিয়েছিলেন সরফরাজ (Sarfaraz Khan)। স্লিপে ফিল্ডিং-এর সময় সহজ ক্যাচ ছেড়েছিলেন। রোহিত’কে (Rohit Sharma) দেখা গেলো মজার ছলে তরুণ সতীর্থকে মারতে যেতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও’ও। পার্‌থে প্রথম টেস্ট ম্যাচটি খেলেন নি ভারত অধিনায়ক। আজ প্রত্যাবর্তন ঘটালেও তাঁর পারফর্ম্যান্স চিন্তা বাড়ালো সমর্থকদের। দ্বিতীয় শ্রেণির বোলারদের বিরুদ্ধেও মাত্র ৩ রান করেই সাজঘরে ফেরেন তিনি। রোহিত ছাড়া রান পেয়েছেন সকলেই। কে এল রাহুল ২৭ ও শুভমান গিল ৫০ করে সরে দাঁড়ান। যশস্বী ৪৫, নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের সংগ্রহ ৪২ রান করে। রবীন্দ্র জাদেজা করেন ২৭।

দেখুন ভিডিও-

Also Read: CT 2025: বিসিসিআই-এর মোক্ষম চালে ১২৮০ কোটি জলে পাকিস্তানের, পথে বসছে বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *