Sarfaraz khan, team india, সরফরাজ খান
Sarfaraz Khan | Image: Getty Images

Sarfaraz Khan: এশিয়া কাপ মিটলেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া (IND vs WI)। ২ তারিখ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়েছে প্রথম টেস্ট ম্যাচ। ১০ তারিখ থেকে দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিলো কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু তা স্থানান্তরিত হয়েছে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে। দিনকয়েক আগে বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে ২৩ বা ২৪ তারিখ ঘোষিত হতে পারে ভারতীয় স্কোয়াড। সেই ‘ডেডলাইন’ অবশ্য বজায় রাখতে পারে নি অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। আজ অর্থাৎ ২৫ তারিখ দুপুরে শেষমেশ স্কোয়াড ঘোষণা করেছেন তাঁরা। বিশ্রাম পান নি শুভমান গিল (Shubman Gill)। দলের নেতৃত্ব দেবেন তিনিই। থাকছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ (Mohammed Siraj), কে এল রাহুলের মত পরিচিত মুখেরাও।

Read More: এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি এই দুই দেশ, রবিবারের ম্যাচের জন্য অপেক্ষায় ক্রিকেটদুনিয়া !!

আগারকারদের ভাবনায় নেই সরফরাজ-

Sarfaraz Khan | Image: Getty Images
Sarfaraz Khan | Image: Getty Images

ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়েও আন্তর্জাতিক আঙিনায় সুযোগ পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিলো সরফরাজ খান’কে (Sarfaraz Khan)। অবশেষে ২০২৪-এর ইংল্যান্ড সিরিজের মাঝপথে কে এল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়া শিকে ছেঁড়ে তাঁর ভাগ্যে। জো রুট’দের বিপক্ষে তিনটি ম্যাচে খেলার সুযোগ পান মুম্বইয়ের তরুণ। এরপর ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষেও টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে দেখা গিয়েছে সরফরাজকে (Sarfaraz Khan)। কিউইদের বিরুদ্ধে বেঙ্গালুরুর কঠিন পিচে ১৫০ রানের একটি ইনিংসও খেলেন তিনি। কিন্তু এরপরেই কোচ গৌতম গম্ভীরের নোটবুক থেকে নাম কাটা যায় তাঁর। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ছিলেন সরফরাজ (Sarfaraz Khan)। কিন্তু সুযোগ পান নি একটি ম্যাচেও। ইংল্যান্ড সফরে বাদ পড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও বদলালো না ছবিটা।

ব্যাট হাতে তিনি যে ফর্মে রয়েছেন তা বারবার প্রমাণ করেছেন সরফরাজ খান (Sarfaraz Khan Dropped From Team India)। ভারত-এ’র জার্সিতে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বড় রান করেছেন। এমনকি ভারত বনাম ভারত-এ যে আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচটি হয়েছিলো বেকেনহ্যামের মাঠে, সেখানে বুমরাহ-সিরাজদের বিরুদ্ধেও ধুন্ধুমার শতক এসেছিলো তাঁর ব্যাট থেকে। তা সত্ত্বেও মূল স্কোয়াডে ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি পান নি সরফরাজ। দেশে ফিরে বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টেও একাধিক শতরান করেছেন তিনি। মুম্বইয়ের ব্যাটারের ফিটনেসের দিকে ইতিপূর্বে বারবার আঙুল তুলেছিলেন বিশেষজ্ঞরা। জাতীয় দলে ফেরার লক্ষ্যে সেই সমস্যাও কাটিয়ে উঠেছেন তিনি। দুই মাসে সতেরো কিলোগ্রাম ওজন ঝরিয়ে এখন বেশ ছিপছিপে সরফরাজ (Sarfaraz Khan)। কিন্তু তাতেও সন্তুষ্ট নন আগরকার, শিব সুন্দর দাস’রা। ফলে প্রত্যাবর্তন অধরাই রইলো তাঁর।

করুণ নায়ারকেও ছেঁটে ফেললো বোর্ড-

Karun Nair | Image: Getty Images
Karun Nair | Image: Getty Images

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা পান নি বাংলার অভিমন্যু ঈশ্বরণ। বাদের খাতায় করুণ নায়ার’ও (Karun Nair Dropped)। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে ইংল্যান্ড সফরে র স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন কর্ণাটকের ক্রিকেটার। আট বছর পর তাঁকে ফেরানো হয় টিম ইন্ডিয়া একাদশে। কিন্তু হতাশ করেছিলেন তিনি। ৮ ইনিংসে ২৫.৬২ গড়ে করেন মাত্র ২০৫ রান। এরপর তাঁকে আরও একটা সুযোগ দেওয়ার ঝুঁকি আর নেন নি নির্বাচকেরা। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচক অজিত আগরকার স্পষ্টই জানিয়েছেন, “ইংল্যান্ডে আমরা করুণ নায়ারের থেকে আরও বেশী কিছু আশা করেছিলাম। এটা শুধুমাত্র একটা ইনিংসের ব্যাপার নয়। সত্যি বলতে এই সময় দেবদত্ত পাডিক্কালই অগ্রাধিকার পাচ্ছে। সবাইকে ১৫-২০টা সুযোগ দিতে চাই ঠিকই কিন্তু সেটা সবসময়  সম্ভব  নয়।”

Also Read: পাকিস্তানের ভারত বিদ্বেষী সেলিব্রেশন, ICC’এর কাছে অভিযোগ দায়ের করলো BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *