Tamim Iqbal

গত বছর রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিলো ভারতীয় দল। ২০০৭-এর পর দ্বিতীয়বার কুড়ি-বিশের ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন ক্রিকেটাররা। মেলবোর্নের ঐতিহাসিক এমসিজি মাঠে পাকিস্তানকে হারিয়ে শুরুটাও দারুণ করেছিলো টিম ইন্ডিয়া। এরপর হারিয়েছিলো নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, বাংলাদেশকে। শেষ চারে ভারত জায়গা করে নিয়েছিলো গ্রুপ সেরা হয়ে। তবে সেমিফাইনালেই উল্টেপাল্টে গিয়েছিলো যাবতীয় হিসেবনিকেশ। ইংল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে দল। জস বাটলার (Jos Buttler) এবং অ্যালেক্স হেলসের (Alex Hales) ব্যাটিং তাণ্ডবে দিশাহারা ভারত হারে ১০ উইকেটের ব্যবধানে। আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় ভারতীয় দলের ব্যর্থতার চিত্রটা আরও একটু দীর্ঘ হয়।

কুড়ি-বিশের বিশ্বকাপে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। একমাত্র দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি অর্ধশতক ছাড়া উল্লেখযোগ্য কোনো রান্ দেখা যায় নি তাঁর ব্যাট থেকে। পাকিস্তানের বিরুদ্ধে করেন ৪, এমনকি সেমিফাইনালে সময় নিয়েও আউট হন ২৮ বলে ২৭ রান করে। সমালোচনার তীরে বিদ্ধ হন তিনি।

রোহিতের নেতৃত্ব নিয়েও ওঠে প্রশ্ন। অনেক বিশেষজ্ঞই বলেন যে উদ্ভাবনী ক্ষমতা দেখাতে পারেন নি হিটম্যান। প্রয়োজনের সময় কোনো প্ল্যান-বি ছিলো না তাঁর ভাঁড়ারে। উঠে যায় ছাঁটাইয়ের দাবী। আনুষ্ঠানিক ভাবে বাদের কথা ঘোষণা না করা হলেও টি-২০ বিশ্বকাপের পর আর কুড়ি-বিশের খেলায় দেখা যায় নি রোহিতকে (Rohit Sharma)। তিনি যে অবসর নেন নি তা জানিয়েছেন হিটম্যান। কিন্তু দলে ফেরানো হয় নি তাঁকে। একদিনের বিশ্বকাপের পর রোহিত যদি টি-২০তে ফেরার ভাবনা দেখান তবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাঁকে। নয়া ওপেনার হিসেবে ভারতীয় দলের ভাবনায় রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)।

Read More: World Cup 2023: শ্রেয়াস বা রাহুল নয়, বিশ্বকাপে ভারতের চার নম্বর ব্যাটসম্যান হবেন এই বিস্ফোরক ক্রিকেটার !!

ওপেনার হিসেবে খেলবেন সঞ্জু স্যামসন-

sanju samson | Rohit Sharma | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

রোহিত শর্মার অনুপস্থিতিতে ঈশান কিষণের (Ishan Kishan) সাথে কখনও শুভমান গিল (Shubman Gill)  আবার কখনও ঋষভ পন্থকে (Rishabh Pant) ওপেনার হিসেবে টি-২০ ক্রিকেটে খেলানোর ভাবনা দেখা গিয়েছে কোচ রাহুল দ্রাবিড়ের। তবে বর্তমানে চোটের কারণে ঋষভ বাইরে। ফর্ম ভালো যাচ্ছে না ঈশানেরও। ফলে আরও একটি বদল অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। কিছুদিনের মধ্যেই উইন্ডিজের বিরুদ্ধে ৫টি টি-২০ ম্যাচ রয়েছে ভারতীয় দলের। এই সফরে ওপেনিং-এ শুভমানের (Shubman Gill) সাথী হতে পারেন কেরলের সঞ্জু স্যামসন (Sanju Samson)। ইতিপূর্বে এই উইকেটরক্ষক আন্তর্জাতিক ক্রিকেটে দুর্ভাগ্যের শিকার হয়েছেন। ২০১৫ সালে টিম ইন্ডিয়ার হয়ে তাঁর অভিষেক হলেও এখনও অবধি মাত্র ১৭টি টি-২০ খেলেছেন তিনি। করেছেন ৩০১ রান। একদিনের ক্রিকেটেও বিশেষ সুযোগ পান নি তিনি। ১১ ম্যাচে ৬৬ গড়ে করেছেন ৩৩০ রান।

রোহিত শর্মা (Rohit Sharma) দলে না থাকায় ওপেনার হিসেবে দরজা খুলে যাচ্ছে তাঁর সামনে। আইপিএলে ওপেনার হিসেবে রাজস্থান রয়্যালস (RR), দিল্লী ক্যাপিটালসের (DC) হয়ে খেলে বেশ সফল তিনি। রয়েছে শতরানও। ফলে আন্তর্জাতিক ক্রিকেটেও নতুন বলের মুখোমুখি হতে বিশেষ বেগ পেতে হবে না তাঁকে। ভারতীয় দলের হয়ে নিজেকে গত ৮ বছরে প্রতিষ্ঠিত করতে পারেন নি সঞ্জু। অবশেষে তাঁর সামনে সুযোগ আসতে চলেছে। একদিনের সিরিজের দলে তাঁকে রাখা হয়েছে। টি-২০ দলেও যে তিনি থাকবেন তা একপ্রকার নিশ্চিত। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে দল গড়ছে ভারত। এখনই তাঁর সামনে সুযোগ জাত চেনানোর। বিসিসিআই-এর ভাবনায় সঞ্জু (Sanju Samson) যে রয়েছে তা বোঝা গিয়েছে গত মার্চে কেন্দ্রীর চুক্তির আওতায় তাঁকে আনা থেকে।

রোহিত অধ্যায়ে পড়তে পারে ইতি-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০২৪ সালে যখন টি-২০ বিশ্বকাপ হবে তখন রোহিত শর্মার (Rohit Sharma) বয়স হবে ৩৭ ছুঁইছুঁই। এখনই তাঁর ফিটনেস নিয়ে রয়েছে নানান প্রশ্ন। তখন তাঁর আদৌ টি-২০’র মত দ্রুতগতির খেলার সাথে তাল মিলিয়ে চলতে পারবে কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। সেই কারণেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলা কুড়ি-বিশের বিশ্বকাপে নেতা হিসেবে সকলেরই প্রথম পছন্দ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

ইতিমধ্যেই দলে উমরান মালিক (Umran Malik), রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi), শুভমান গিলদের (Shubman Gill) মত তরুণদের সুযোগ দেওয়া হয়েছে গত কয়েকমাসে। অপেক্ষায় রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh), আকাশ মাধওয়াল (Akash Madhwal), সাই সুদর্শন (B. Sai Sudarshan), তিলক বর্মারা (Tilak Varma)। তাঁদের আগমনে রোহিত শর্মার দলে ফেরা কঠিন হবে বলে মনে করা হচ্ছে। সঞ্জু স্যামসন (Sanju Samson) যদি ওপেনার হিসেবে সাফল্য পান তাহলে ধরে নেওয়া যেতে পারে দেশের হয়ে রোহিতের (Rohit Sharma) কুড়ি-বিশের কেরিয়ারে দাঁড়ি পড়তে চলেছে।

বর্তমানে ফর্ম সাথে না থাকলেও আন্তর্জাতিক টি-২০’তে ভারতের তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় যে রোহিত (Rohit Sharma), সে বিষয়ে কারও মনে কোনো সন্দেহ নেই। কুড়ি-বিশের ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি। ১৪৮ ম্যাচের ১৪০ ইনিংসে করেছেন ৩৮৫৩ রান। ব্যাটিং গড় ৩০.৮২। স্ট্রাইক রেট ১৪০-এর আশেপাশে। আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ ৪টি শতরান তাঁরই। ভারতের হয়ে একার হাতে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। তবে একটা সময় থামতে হয় সকলকেই। পৃথিবীর নিয়ম তেমনটাই। কুড়ি-বিশের ক্রিকেটে হিটম্যানের শেষটা সম্ভবত আর বেশী দূরে নয়।

Also Read: জাতীয় দলে সুযোগ না পেয়ে হতাশ দীনেশ কার্তিক, এই লীগে লিখলেন নাম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *