চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) আইপিএলের (IPL 2025) ইতিহাসে অন্যতম সফল একটি দল। তারা এখনও পর্যন্ত টুর্নামেন্টে পাঁচবার ট্রফি জয় করেছে। ফলে প্রতি বছর এই দলকে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। এই বছর আইপিএল সিএসকে একেবারেই প্রভাব ফেলতে পারেনি। ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে প্লে অফ থেকেই বিদায় নেয় তারা। ফলে আগামী বছর ঘুরে দাঁড়ানোর জন্য পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন কর্মকর্তারা। একাধিক তারকা ক্রিকেটারদের দলে এনে ইতিমধ্যেই চমক দিয়েছেন। সঞ্জু স্যামসনের (Sanju Samson) মতো তারকা চেন্নাইতে আসায় ভক্তরা এবার নতুন কিছু আশা করছেন। এবার এই তারকার জন্য ধোনি (MS Dhoni) নিজের দায়িত্ব ছাড়লেন বলে খবর সামনে এসেছে।
Read More: BCCI’র বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে স্যালারি বাড়লো শুভমান গিলের, মরণ দশা রোহিত-বিরাটের !!
CSK’এর বিপর্যয়-

এই বছর আইপিএলে চেন্নাই সুপার কিংস রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) নেতৃত্বে মাঠে নামে। কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই চোটের কারণে ছিটকে যান এই তারকা ব্যাটসম্যান। ফলে মহেন্দ্র সিং ধোনিকে আবারও চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়। তবে তার নেতৃত্বে দল ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছিল। ব্যাট হাতেও নিচের দিকে ব্যাট করতে নেমে সম্পূর্ণ ব্যর্থ হন এই তারকা ব্যাটসম্যান।
ওপেনিং জুটির সমস্যা থেকে মিডল অর্ডারে ভরসাযোগ্য সদস্যের অভাব সবেতেই খামতি লক্ষ্য করা গিয়েছিল। টুর্নামেন্টে ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে লিগ পর্ব থেকেই বিদায় নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর ফলে ভক্তরা রীতিমতো হতাশ হয়েছিলেন। ব্যাটিং অর্ডারে একমাত্র (Shivam Dube) ১৪ ম্যাচে ৩৫৬ রান সংগ্রহ করে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন শিবম দুবে।
ধোনির জায়গায় সঞ্জু-

সঞ্জু স্যামসন (Sanju Samson) দীর্ঘদিন আইপিএলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাকে এই দলের হয়ে নেতৃত্বের দায়িত্বও সামলাতে দেখা গেছে। এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে ২০২৬ আইপিএলের আগের ট্রেডের মাধ্যমে চেন্নাই সুপার কিংস (CSK) দলে নিয়ে এসেছে। এর ফলে তারা রাজস্থানকে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং স্যাম কারেনের (Sam Curran) মতো তারকাদের দিতে বাধ্য হয়েছে।
সঞ্জু সিএসকেতে আসার পর তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে বলে ক্রিকেট ভক্তরা মনে করছিলেন। তবে আগামী মরসুমেও রুতুরাজ গায়কোয়াডকে এই দলের নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা যাবে। সূত্র অনুযায়ী মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে দিয়ে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পাবেন সঞ্জু স্যামসন। ধোনির বদলে তাকে উইকেটকিপিং’এর দায়িত্বও সামলাতে দেখা যাবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।