IND vs AUS: ভাগ্যের চাকা ঘুরছে সঞ্জু স্যামসনের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন টিম ইন্ডিয়ার জার্সিতে !! 1

IND vs AUS: ক্রিকেটদুনিয়ার নজর এখন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দিকে। বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে আগামীকাল বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS)। স্বপ্নের ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। এখনও অবধি গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে তারা খেলেছেন দশ ম্যাচ। প্রতিটিতেই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। কোনো প্রতিপক্ষের পক্ষেই সফল প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয় নি। বিরাট কোহলি, রোহিত শর্মারা ব্যাট হাতে রানের বন্যা বইয়েছেন বাইশ গজে। একই সাথে বল হাতেও ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা গিয়েছে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজাদের।

ফাইনালেও ভারত যদি এমনই ‘ভয়ঙ্কর সুন্দর’ হয়ে উঠতে পারে, তাহলে তৃতীয় বিশ্বকাপ জয় কেবল সময়ের অপেক্ষা। রবিবারই যবনিকা পড়ছে না ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) প্রতিদ্বন্দ্বিতায়। বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালের দিনকয়েক পরেই টি-২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল। ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে পাঁচটি ম্যাচ।  অস্ট্রেলিয়া ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে। ফাইনালের পর দল ঘোষণা করবে ভারত’ও।

Read More: World Cup 2023: ফাইনালেও ভারত-পাক ম্যাচের পুনরাবৃত্তি? আহমেদাবাদের পিচ নিয়ে জোর চর্চা ক্রিকেটমহলে !!

টি-২০ সিরিজে খেলবেন সঞ্জু স্যামসন-

Sanju Samson | IND vs AUS | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, সেখানে বিশ্বকাপ স্কোয়াডের অনেকেই নেই। দেড় মাসব্যপী প্রতিযোগিতার পর বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্স (Pat Cummins), গ্লেন ম্যাক্সওয়েলদের (Glenn Maxwell)। বরং নতুনদের মাঠে নামাতে চলেছে অস্ট্রেলিয়া শিবির। ভারত’ও তেমন পরিকল্পনাই নিয়েছে বলে ধারণা বিশেষজ্ঞমহলের। চোটের জন্য এমনিতেই খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সাথে রোহিত শর্মা না থাকায় কে হবেন অধিনায়ক, তা নিয়ে রয়েছে জল্পনা। শোনা যাচ্ছে যে দল এশিয়ান গেমসে সোনা জিতে এসেছে চীনের হাংঝৌ থেকে, মোটামুটি তাঁদেরকেই সুযোগ দেওয়া হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যদি সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav) রাখা হয় টি-২০ সিরিজে, তবে অধিনায়ক হবেন তিনি। তিনি বিশ্রাম নিলে নেতৃত্ব পাবেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)।

এশিয়াম গেমসের দলে উইকেটরক্ষার দায়িত্বে ছিলেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। কিন্তু ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে উইকেটরক্ষক হিসেবে তিনি নন, বরং সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দেখা যাওয়ার সম্ভাবনা। কে এল রাহুল (KL Rahul), ঈশান কিষণ-দুজনেই বিশ্বকাপের পর ক্রিকেট থেকে বিরতি নেবেন দিনকয়েকের জন্য। দক্ষিণ আফ্রিকা সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তাঁরা। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সিরিজে তাঁরা যে মাঠে নামবেন না তা একপ্রকার নিশ্চিত। ঋষভ পন্থ (Rishabh Pant) দুর্ঘটনায় আহত হওয়ার পর এখনও ম্যাচ ফিট নন।ফলত, অস্ট্রেলিয়ার মত প্রতিপক্ষের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের (Sanju Samson) অভিজ্ঞতাতেই আস্থা রাখতে চলেছে ভারতীয় বোর্ড।

দীর্ঘসময় জাতীয় দলে খেলেন নি সঞ্জু-

Sanju Samson | IND vs AUS | Image: Getty Images
Sanju Samson | IND vs AUS | Image: Getty Images

বছরের গোড়ার দিকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছিলো সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। মনে করা হয়েছিলো তিনি নিয়মিত হবেন জাতীয় দলের জার্সিতে। কিন্তু তেমনটা দেখা যায় নি। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’রা ওডিআই সিরিজের দুটি ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পর শিকে ছেঁড়ে তাঁর ভাগ্যে। একটি অর্ধশতকও করেন। এরপর ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-২০ সিরিজেও খেলেন তিনি। ধারাবাহিকতা দেখাতে পারেন নি।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ভারতীয় দল উড়ে গিয়েছিলো আয়ারল্যান্ড। সেখানেও উইকেটের পিছনে দস্তানা হাতে দেখা গিয়েছিলো সঞ্জুওকে (Sanju Samson)। তারপর থেকে অবশ্য আর নীল জার্সি গায়ে চাপান নি কেরলের ক্রিকেটার। এশিয়া কাপে ছিলেন অতিরিক্তের তালিকায়। বিশ্বকাপে তাঁর কথা ভাবেন নি নির্বাচকেরা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যর্থতার পর ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজ দিয়েই পাদপ্রদীপের আলোয় ফিরতে চাইবেন সঞ্জু।

Also Read: World Cup 2023: ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল খেলা হচ্ছে না শুভমান গিলের, এই কারণে দল থেকে হচ্ছেন আউট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *