“এভাবেই ওর ক্যারিয়ারটা নষ্ট করবে…” শ্রীলংকার বিরুদ্ধে সঞ্জুকে দলের সুযোগ না দিতেই সমাজ মাধ্যম শুরু হল চর্চা !! 1

Sanju Samson: আজ শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে প্রথমবার ভারতীয় দল মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ভারতীয় দলের কথা বলতে গেলে তরুণ দল নিয়েই নতুন অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়ার। ভারতীয় দলের নতুন ঘোষিত অধিনায়ক সূর্যকুমার যাদব টস হারেন এবং প্রথম ম্যাচে সুযোগ না পাওয়া ভারতীয় দলের প্লেয়ারদের নাম যখন ঘোষণা করেন তখন তিনি সঞ্জু স্যামসনের (Sanju Samson) নাম ঘোষণা করেন। আর সঞ্জুকে আবার একবার উপেক্ষা করতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

২০১৩ সাল থেকে সঞ্জু ভারতীয় দলের একজন সদস্য তবে তাকে রীতিমতন সুযোগ দিতে দেখা যায় না ভারতীয় দলের পক্ষ থেকে। একাধিকবার তাকে উপেক্ষা করেই দল নির্বাচন করেছেন ভারতীয় ম্যানেজমেন্ট। বিশ্বকাপ টি-টোয়েন্টির মঞ্চে সঞ্জুকে স্কোয়াডে শামিল করা হলেও তাকে দিয়ে একটি ম্যাচও খেলাতে দেখা যায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। আজকের ম্যাচে তার বদলে দলে সুযোগ পেয়েছেন তার সতীর্থ ঋষভ পন্থ (Rishabh Pant)। পুরো বিশ্বকাপ জুড়েই পন্থকে ভারতীয় দলে খেলতে দেখা গিয়েছিল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ পেলেন না সঞ্জু

Sanju Samson, ind vs pak, t20 world cup 2024
Sanju Samson | Image: Getty Images

যদিও, বিশ্বকাপের মঞ্চে তুলনামূলক সুযোগ না পেলেও তাকে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে শেষ ৩টি ম্যাচ খেলেছিলেন সঞ্জু। শেষ ৩ ম্যাচে সঞ্জু ২ বার ব্যাটিং করতে এসে ১২* ও ৫৮ রানের ইনিংস খেলেছিলেন। ভালো ফর্মে থাকলেও তাকে আবার একবার উপেক্ষা করলো ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের জার্সিতে সঞ্জু ২৮ ম্যাচে ২৪ বার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন।

২১.১৪ গড়ে ও ১৩৩.৩৩ স্ট্রাইক রেটে ৪৪৪ রান বানিয়েছিলেন সঞ্জু। পাশাপশি, গত ২ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে আসছেন স্যামসন। অন্যদিকে, গৌতম গম্ভীরের অন্যতম প্রিয় প্লেয়ার হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson), তবে ক্ষমতা পেতেই আসল ট্যালেন্ট’ এর যোগ্যতা প্রকাশ করার সুযোগ না দিতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Sanju Samson: “মান টা বাঁচালো…” জিম্বাবুয়ের বিরুদ্ধে সম্মানজনক স্কোর বানিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং সঞ্জু স্যামসন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *