"একমাত্র ও ধারাবাহিক ভাবে..." বিশ্বকাপের আগে কোহলি-গাভাস্কার বিতর্কে ঘি ঢাললেন মঞ্জরেকর, করলেন এই মন্তব্য !! 1

Virat Kohli: আর মাত্র দুইদিন পর থেকেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024)। ইতিমধ্যে ভারতীয় দল পৌঁছে গিয়েছে USA’র নিউইয়র্কে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। তবে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের ভরসা টিকে থাকবে বিরাট কোহলির উপর। ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) তার ছন্দ খুঁজে পেয়েছেন।

আইপিএলের মঞ্চে জাত চেনালেন কোহলি

Virat Kohli, Ipl 2024
Virat Kohli | Image: Getty Images

সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে কোহলি তার জাত চিনিয়েছেন। প্রথম কয়েকটি ম্যাচে তার পারফরম্যান্সের উপরে প্রশ্ন তুলেছিলেন বিশেষজ্ঞ ক্রিকেটাররা। মূলত রান পেলেও তার স্ট্রাইক রেটের উপর বেশ প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) মতন প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। যদিও এই সমস্ত প্রশ্ন ওঠার জন্যই বিরাট কোহলি নিজেকে পরিবর্তন করেছেন এবং সেরার সেরা হয়ে উঠেছেন বলে মনে করেন প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর।

Read More: মরসুম শুরুর আগেই বড় চমক দিলো নাইট রাইডার্স, দলে সামিল করলো প্রোটিয়া কিংবদন্তিকে !!

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বিরাট কোহলি (Virat Kohli) সর্বাধিক রান বানিয়েছেন। গতবারের বিশ্বকাপে আগেও বিরাট কোহলির সিলেকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন একাধিক প্রাক্তন ক্রিকেটাররা। তবে টুর্নামেন্টের সর্বাধিক রান বানিয়ে তিনি সমস্ত প্রশ্নের জবাব দিয়েছিলেন। এরপর ২০২৩ বিশ্বকাপে সর্বাধিক রান এসেছিল তার ব্যাট থেকেই। প্রসঙ্গত প্রথম কয়েকটি ম্যাচের পর বিরাট কোহলি স্ট্রাইক রেট ছিল ১৩০ এবং কিংবদন্তি ব্যাটসম্যান গাভাস্কার কোহলির স্পিন খেলার অক্ষমতার উপরে প্রশ্ন তুলেছিলেন।

গাভাস্কারের সঙ্গে ঠান্ডা যুদ্ধ লেগে যায় কোহলির

Sunil gavaskar and virat kohli
Sunil Gavaskar and Virat Kohli | Image: Getty Images

প্রসঙ্গত মিডিল ওভারে কোহলির রান বানানোর ব্যর্থতার উপর কঠিন প্রশ্ন খাড়া করেছিলেন গাভাস্কার। ধারাভাষ্য দিতে দিতে গাভাস্কারের দেওয়া এই বয়ানের প্রসঙ্গে বিরাট কোহলি তার মন্তব্য জারি করে বলেছিলেন যে, যারা বাইরে থেকে দেখছেন তারা কখনোই তার মতন পরিস্থিতির শিকার হননি। যে কারণে তারা জানেন না কিভাবে এখান থেকে বার হতে হয়। পাশাপাশি, বিরাট এটাও জানিয়ে দিয়েছিলেন যে তিনি গত ১৫ বছর ধরে এই একইভাবেই খেলে আসছেন।

যদিও বিরাটের মুখ থেকে এইধরণের কথা একদম মেনে নিতে পারেননি গাভাস্কার। তিনিও কোহলিকে পাল্টা আক্রমণ করে জানিয়ে দেন তার মতন অনেক ক্রিকেটাররা রয়েছেন যারা বাইরের আওয়াজে বেশি মনোযোগ দেন না বলে ক্যামেরার সামনে বলে থাকেন তবে তারাই ধারাভাষ্যকারের সমালোচনা নিয়ে মুখ খোলেন। দুজনের মধ্যে শুরু হয় ঠান্ডা যুদ্ধ। তবে পরবর্তী সময়ে বিরাট কোহলী তার স্ট্রাইক রেটেও পরিবর্তন এনেছিলেন।

কোহলির প্রশংসা করলেন মঞ্জরেকর

Sanjay Manjrekar and Virat kohli
Sanjay Manjrekar | Image: Getty Images

২০২৪ আইপিএলে (IPL 2024) বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে ৭৪১ রান, ১৫ টি ইনিংসে ৬১.৭৫ গড়ে তিনি ব্যাটিং করেছেন এবং এই সময়ে তার স্ট্রাইক রেট ছিল ১৫৪। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করে বললেন, “বাইরের আওয়াজ শোনার পরে বিরাট কোহলির পারফরমেন্সে পরিবর্তন দেখা গিয়েছে।” আসলে তিনি বোঝাতে চেয়েছেন সমালোচকদের জবাব দেওয়ার কাজ করে থাকেন কোহলি এবং তিনি নিজের দুর্বলতার উপর কাজ করেছেন আর নিজেকে প্রমান করেছেন।

Read More: Virat Kohli: বাদ রোহিত শর্মা, টি-২০ বিশ্বকাপে নতুন ভূমিকায় বিরাট কোহলিকে চান ওয়াসিম জাফর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *