খবরের শিরোনামে শোয়েব মালিক (Shoaib Malik) ও সানিয়া মির্জা (Sania Mirza)। পাক ক্রিকেটারের সাথে ভারতীয় টেনিস সুন্দরীর আলাপ অস্ট্রেলিয়ার একটি জিমে। তারপর বন্ধুত্ব, প্রণয় ও পরিণয়। ২০১০ সালের ১২ এপ্রিল বিয়ে করেছিলেন দুজনে। সীমান্তের কাঁটাতার তাঁদের বিয়ের পথে বাধা হতে পারে নি। ভারতের হায়দ্রাবাদেই বিয়ের অনুষ্ঠান হয়েছিলো। এরপর দুবাইতে সংসার পাতেন তাঁরা। উপমহাদেশের খেলার জগতের অন্যতম ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছিলেন শোয়েব-সানিয়া (Sania Mirza)। নানা সময় তাঁদের দুজনকেই দেখা গিয়েছে একে অপরের ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকতে। এক পুত্র সন্তান’ও হয় তাঁদের। তারকা দম্পতি পুত্রের নাম দেন ইজাহান মির্জা মালিক।
সংসারে ভাঙনের শব্দ প্রথম শোনা যায় ২০২২-এর নভেম্বরে। খবর সামনে আসে যে একসাথে থাকছেন না শোয়েব (Shoaib Malik) ও সানিয়া (Sania Mirza)। পরবর্তী বেশ কয়েকবার ডিভোর্সের গুঞ্জন শোনা গিয়েছে, কিন্তু দুজনেই মুখ বন্ধ রেখেছেন সম্পর্কের ব্যাপারে। সানিয়া বা শোয়েবের সোশ্যাল মিডিয়া পোস্টে বিচ্ছেদের আভাস মিললেও সরকারী কোনো বয়ান আসে নি কোনো তরফ থেকেই। মাঝে মির্জা-মালিক শো নামে একটি টেলিভিশন টক-শো’র উপস্থাপক হিসেবে দেখা গিয়েছিলো দুজনকে। অনেকেই ভেবেছিলেন ররফ গলেছে বুঝি। তবে তা যে বাস্তব নয়, সেটা বোঝা গেলো আজ। আচমকাই সোশ্যাল মিডিয়ায় ফের বিয়ের ঘোষণা করলেন শোয়েব মালিক। পাক অভিনেত্রী সানা জাভেদকে (Sana Javed) বিয়ে করেছেন তিনি। শোয়েবের বিয়ের দিনে সানিয়া মির্জা’র (Sania Mirza) পুরনো একটি মন্তব্য বেশ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের দেওয়ালে।
Read More: সানিয়া মির্জার সঙ্গে আদৌ কি ডিভোর্স হয়েছে? সানা-শোয়েবের বিয়ের পরই উঠে এল বিষ্ফোরক তথ্য !!
ধোনির সাথে শোয়েবের তুলনা করেছিলেন সানিয়া-

বর্তমানে সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিকের (Shoaib Malik) সম্পর্ক যে ভাঙনের মুখে দাঁড়িয়ে, তা সহজেই অনুমান করা যায়। বিশেষ করে সানা জাভেদের সাথে শোয়েবের বিয়ের ঘোষণার পর আইনি বিচ্ছেদও সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে। তবে ছবিটা এমন ছিলো না বছর খানেক আগেও। স্পোর্টসকীড়া’কে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বামী শোয়েবের ভূয়সী প্রশংসা করেছিলেন সানিয়া। লকডাউনের মাঝেই ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই কথা বলছিলেন সানিয়ে। স্বতঃপ্রবৃত্ত হয়েই শোয়েব মালিকের প্রসঙ্গ টেনে আনেন তিনি। চরিত্রগত দিন থেকে ধোনি আর শোয়েব যে কতখানি এক, তা জানিয়েছিলেন তিনি।
ধোনির (MS Dhoni) মাপের ক্রিকেটার যেভাবে কেবল একটি ভিডিও পোস্ট করে অবসর নিয়েছিলেন, তাকে কুর্নিশ জানিয়েছিলেন সানিয়া (Sania Mirza)। বলেন, “যদি উনি চাইতেন তাহলে বিরাট উদযাপন করতে পারতেন। উনি যে পরিমাণ সাফল্য অর্জন করেছেন, সেটাই তাঁকে নিশ্চয়তা দিয়েছে ভাবার জন্য যে আমি প্রায় নিঃশব্দে ও শ্রদ্ধাসহকারে বিদায় নিতে পারি। এটাই ওনাকে ‘ক্যাপ্টেন কুল’ বানায়। এই জন্যই উনি মহেন্দ্র সিং ধোনি। কারণ উনি কেবল নিজের জন্য সাফল্য অর্জন করেন নি। অর্জন করেছেন দেশের জন্যও।”
নিজের প্রিয় ক্রিকেটারদের মধ্যে শচীন, ধোনি, বিরাটদের রেখেছিলেন তিনি। ধোনির (MS Dhoni) সঙ্গে স্বামী শোয়েবের (Shoaib Malik) মিল প্রসঙ্গে সানিয়া বলেন, “ব্যক্তিত্বের দিক থেকে এম এস ধোনি সত্যিই আমায় আমার স্বামীর কথা মনে করান। এটা অবিশ্বাস্য যে দুজনের মধ্যে এতটা মিল। ওনারা চুপচাপ কিন্তু কৌতুকপ্রিয়। মাঠে দুজনেই শান্ত থাকে। অনেক দিক থেকেই ধোনি একদম শোয়েবের মত।” আজ ধোনি যখন স্ত্রী সাক্ষী ও কন্যা জিভাকে নিয়ে সুখে সংসার করছেন, তখন সানিয়া’কে (Sania Mirza) উপেক্ষা করে তৃতীয়বারের জন্য বিয়ের আসরে শোয়েব। দুজনের মূল্যায়ন কি তিনি সঠিক করেছিলেন সেইদিন? সানিয়ার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েছেন নেটিজেনরা।