Rahul Dravid
Rahul Dravid | Image: Twitter

বিশ্বকাপ কাছে আসতে না আসতেই বাড়ছে উত্তেজনা। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। সদ্য এশিয়াকাপ ২০২৩ (Asia Cup 2023) চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের কথা বলতে গেলে, বলতে হবে কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কথা। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান ও বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ তিনি। রবি শাস্ত্রীর পর ২০২১ সাল থেকে ভারতীয় দলের দায়িত্ব পালন করছেন। তবে শোনা যাচ্ছে, ক্রিকেটে ফিরতে চলেছেন দ্রাবিড়।

Read More: World Cup 2023: বিশ্বকাপের দলে এন্ট্রি নিলেন রবিচন্দ্রন অশ্বিন, কোচ Dravid করলেন কনফার্ম !!

ক্রিকেটে ফিরছেন দ্রাবিড়

Samit Dravid
Samit Dravid | Image: Getty Images

প্রসঙ্গত টিম ইন্ডিয়ার প্রধান কোচ এবং কিংবদন্তি খেলোয়াড়, রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) বড় ছেলে, সমিত দ্রাবিড়, লোভনীয় ভিনু মানকদ ট্রফি ২০২৩-এর জন্য কর্ণাটকের স্কোয়াডের অংশ হয়েছেন। উল্লেখযোগ্যভাবে, স্কোয়াডে ১৫ জন সদস্য রয়েছে এবং তারা অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে অংশ নেবে। হায়দ্রাবাদে ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট৷ অনূর্ধ্ব-১৪ পর্যায়ে এর আগে কর্ণাটকের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন সমিত দ্রাবিড়। ২০১৯-২০ মরশুমে প্রথম বার সকলের নজরে আসেন দ্রাবিড় পুত্র। দু’মাসেরও কম সময়ে সেই সময়ে পরপর দ্বিশতরান করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি।

পুত্রের সঙ্গে থাকতে পারবেন না দ্রাবিড়

Rahul drAVID
Rahul Dravid | Image: Getty Images

অন্যদিকে, দ্রাবিড় (Rahul Dravid) এসময় নিজের ছেলের সঙ্গে থাকতে পারবেন না, কারণ এই সময়েই টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সফর শুরু হবে আর দলের সঙ্গে তাকেও সময় কাটাতে হবে। ভারতীয় দল ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের অভিযান শুরু করতে চলেছে।

Read More: World Cup 2023: মাথায় হাত শ্রীলঙ্কা শিবিরে, চোট পেয়ে বিশ্বকাপের বাইরে এই স্টার প্লেয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *