জাতীয় দলে জায়গা পেলেন সমিত দ্রাবিড়, কিংবদন্তি পিতার পথেই হাঁটছেন পুত্র !! 1

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে শ্রেষ্ঠতম ব্যাটারদের তালিকায় নিঃসন্দেহে থাকবেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ১৬৪ টেস্ট ম্যাচে তিনি করেছেন ১৩২৮৮ রান। একদিনের ক্রিকেটেও ৩৪৪ ম্যাচে তাঁর সংগ্রহ ১০৮৮৯ রান। দেশের হয়ে খেলেছেন ১টি মাত্র টি-২০। করেন ৩১ রান। হার না মানা মানসিকতা, দুর্দান্ত টেকনিকের সৌজন্যে বহুবার ভারতের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি, বাকিরা সাজঘরে ফিরলেও দাঁড়িয়েছেন ‘দুর্ভেদ্য দেওয়াল’ হয়ে। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। পরে টিম ইন্ডিয়াতে (Team India) ফিরেছিলেন কোচ হয়ে। দলকে নিয়ে গিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের ফাইনালে। জিতেছেন এশিয়া কাপ। সম্প্রতি টি-২০ বিশ্বকাপ ট্রফি জয়ের পর সরে দাঁড়িয়েছেন হটসিট থেকে।

টিম ইন্ডিয়ার অন্দরমহল থেকে এক দ্রাবিড়ের (Rahul Dravid) বিদায়ের দিনকয়েকের মধ্যেই পদধ্বনি শোনা যাচ্ছে আরেক দ্রাবিড়ের, তিনি কিংবদন্তি প্রাক্তনীর পুত্র সমিত (Samit Dravid)। ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন তরুণ তুর্কি। তাঁর ব্যাটিং-এ পিতার ঝলক দেখছেন বিশেষজ্ঞরা। এবার ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলের হয়েও মাঠে নামতে চলেছেন তিনি। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের (IND vs AUS) অনুর্দ্ধ-১৯ সিরিজের জন্য দল বেছে নেওয়া হয়েছে। ওয়ান ডে ও চার দিনের ম্যাচের স্কোয়াডে সামিল করা হয়েছে সমিত দ্রাবিড়’কে (Samit Dravid)। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটের ম্যাচ গুলি আয়োজিত হবে পুদুচ্চেরির মাঠে। এরপর লাল বলের চার দিনের ম্যাচগুলি আয়োজিত হতে চলেছে চেন্নাইতে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর অবধি রয়েছে ম্যাচগুলি। সমিতের পাশাপাশি নজর থাকবে দেশের বেশ কিছু উঠতি তারকার দিকেও।

Read More: “ওর সাথে সংসার করা…” হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশাকে নিয়ে বড় খোলাসা করলেন আলী গনি, ভেঙে গেল বিয়ে !!

অলরাউন্ডার সমিত নজর কেড়েছেন ইতিমধ্যেই-

Samit Dravid | Image: Getty Images
Samit Dravid | Image: Getty Images

রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ব্যাটার হিসেবেই গোটা দুনিয়ার কাছে বরেণ্য। বল হাতে টেস্ট ও ওডিআই-তে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ১ ও ৪। তবে পুত্র সমিত (Samit Dravid) কিন্তু পুরোদস্তুর অলরাউন্ডার। ডান হাতি ব্যাটিং-এর পাশাপাশি করেন মিডিয়াম পেস বোলিং-ও। চলতি বছরেই অনুর্দ্ধ-১৯ কুচবিহার ট্রফিতে মাত্র ৮ ম্যাচে ৩৬২ রান ও ১৬ উইকেট নিয়েছিলেন তিনি। কর্ণাটকের খেতাব জয়ে নিয়েছিলেন অগ্রণী ভূমিকা। আঠারো বর্ষীয় তরুণ দিনকয়েক আগেই তাঁর কেরিয়ারের প্রথম পেশাদার চুক্তি পেয়েছেন। কর্ণাটকের মহারাজা টি-২০ ট্রফিতে খেলছেন মাইশুরু ওয়ারিয়র্সের (MW) হয়ে। মূলত মিডল অর্ডার ব্যাটার হিসেবেই এই টুর্নামেন্টে দেখা গিয়েছে তাঁকে। এখনও পর্যন্ত ৭ ইনিংসে ১১৪ স্ট্রাইক রেটে করেছেন ৮২ রান। সেমিফাইনালে উঠেছে সমিতের (Samit Dravid) দল। তরুণ তুর্কি চাইবেন বাকি দু’ই ম্যাচে নিজেকে আরও ভালো ভাবে মেলে ধরতে।

দুই সিরিজের জন্য নির্বাচিত পৃথক স্কোয়াড-

IND vs AUS | Image: Twitter
IND vs AUS | Image: Twitter

২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর পুদুচ্চেরিতে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) অনুর্দ্ধ-১৯ দলের তিনটি একদিনের ম্যাচ। চেন্নাইতে চার দিনের প্রথম ম্যাচটি থাকছে ৩০ সেপ্টেম্বর, দ্বিতীয় ম্যাচটি শুরু হচ্ছে ৭ অক্টোবর। দুই সিরিজের জন্য আলাদা আলাদা দল বেছে নেওয়া হয়েছে বিসিসিআই-এর তরফে। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের (UPCA) মহম্মদ আমান’কে (Mohammad Amaan)। সহ-অধিনায়ক গুজরাতের (GCA) রুদ্র প্যাটেল (Rudra Patel)। আর চার দিনের ফর্ম্যাটে ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলের নেতৃত্ব দেওয়ার কথা মধ্যপ্রদেশের (MPCA) সোহম পটবর্ধনের (Soham Patwardhan)। পাঞ্জাবের (PCA) বিহান মালহোত্রা (Vihan Malhotra) রয়েছেন সহ-অধিনায়কের দায়িত্বে। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে দেখা যাবে বাংলার (CAB) ক্রিকেটার যুধাজিৎ গুহ’কে (Yudhajit Guha)। তবে লাল বলের খেলায় সুযোগ পান নি বাংলার কোনো ক্রিকেটার।

ভারতের ওয়ান ডে টিম-

রুদ্র প্যাটেল (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), সাহিল পারেখ, কার্তিকেয় কেপি, মহম্মদ আমার (অধিনায়ক), কিরণ চোরমালে, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিং পাঙ্গালিয়া, সমিত দ্রাবিড়, যুধাজিৎ গুহ, সমর্থ এন, নিখিল কুমার, চেতন শর্মা, হার্দিক রাজ, রোহিত রাজাওয়াত, মহম্মদ এনান।

ভারতের চার-দিনের ম্যাচের স্কোয়াড-

বৈভব সূর্যবংশী, নিত্য পাণ্ডিয়া, বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), সোহম পটবর্ধন (অধিনায়ক), কার্তিকেয় কেপি, সমিত দ্রাবিড়, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিং পাঙ্গালিয়া (উইকেটরক্ষক), চেতন শর্মা, সমর্থ এন, আদিত্য রাওয়াত, নিখিল কুমার, আনমোলজিৎ সিং, আদিত্য সিং, মহম্মদ এনান।

Also Read: জয় শাহ ICC চেয়ারম্যান হওয়ায় দেউলিয়া হবে পিসিবি, পণ্ড হবে চ্যাম্পিয়ন্স ট্রফির যাবতীয় আয়োজন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *