ব্যাটিং বিভ্রাটে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়তে হলো টিম ইন্ডিয়াকে (Team India)। ইঙ্গিত মিলেছিলো প্রথম একদিনের ম্যাচেই। মাত্র ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫ উইকেট হারিয়ে ফেলেছিলো তারা। রোহিত শর্মা, বিরাট কোহলির (Virat Kohli) মত তারকাকে ব্যাটিং অর্ডারে পিছনের দিকে ঠেলে দেওয়ার স্ট্র্যাটেজি চাপ বাড়িয়েছিলো দলের। দ্বিতীয় ম্যাচে দুই মহাতারকাকে বাইরে রেখে মাঠে নেমে হেরেই বসলো ভারত। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ কিছুদিন আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে। ক্যারিবিয়ান ক্রিকেটের ইতিহাসে অন্যতম দুর্বল দলের বিপক্ষেও বার্বাডোজের মাঠে ৬ উইকেটে হার ভারতীয় দলকে নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে যা কপালে ভাঁজ নিশ্চয় ফেলবে কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)।
‘মেন ইন মেরুনের’ বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর প্রশ্নের মুখে ভারতের নড়বড়ে মিডল অর্ডার। গত শনিবার ওপেনার হিসেবে মাঠে নেমে ঈশান কিষণ (Ishan Kishan) এবং শুভমান গিল (Shubman Gill) দলের স্কোরবোর্ডে যোগ করেছিলেন ৯০ রান। এরপরেই তাসের ঘরের মত ভেঙে পড়ে ব্যাটিং। একটা সময় ১১৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিলো টিম ইন্ডিয়া। শেষমেশ তাদের ইনিংস ১৮১ রানের বেশী এগোয় নি। মাত্র ৪০.৫ ওভারেই গুটিয়ে গিয়েছিলো ভারত।
সঞ্জু স্যামসন (Sanju Samson), অক্ষর প্যাটেল (Axar Patel), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), সূর্যকুমার যাদব-দিশা দেখাতে ব্যর্থ হন সবাই। গত ম্যাচে অক্ষরকে খেলানো হলো চার নম্বরে। এই নিয়ে গত দুই বছরে আটজন ব্যাটারকে চার নম্বরে ব্যবহার করে দেখলো ভারতীয় দল। কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন নি কেউই। সমস্যায় জর্জরিত ভারতীয় মিডল অর্ডারকে চাঙ্গা করতে এবার আসরে নামলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক সলমন বাট (Salman Butt)।
Read More: WI vs IND: “রাহুল-আইয়ার ফিরলে…” সূর্যকুমার যাদবকে তৃতীয় ম্যাচে সুযোগ দেওয়া নিয়ে বড় বয়ান দিলেন ওয়াসিম জাফর !!
ধাওয়ানের প্রত্যাবর্তন চাইছেন সলমন বাট-
ভারতীয় মিডল অর্ডারের উপর চাপ বাড়িয়েছে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং কে এল রাহুলের (KL Rahul) না থাকা। গত এক বছরে এই দুজনকেই যথাক্রমে চার এবং পাঁচ নম্বরে ব্যবহার করেছে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু পিঠের বালজিং ডিস্কের অস্ত্রোপচারের জন্য বর্তমানে বাইরে শ্রেয়স। থাইয়ের পেশীর অস্ত্রোপচার করাতে হয়েছে রাহুলকে। সুতরাং বাইরে রয়েছেন তিনিও। বিকল্প হিসেবে যাঁদের ব্যবহার করেছে ভারত, তাঁরা বিশেষ সফল হন নি ঐ পজিশনে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টি-২০ ফর্মের কথা মাথায় রেখে তাঁকে বেশ কিছু ম্যাচে চার নম্বরে খেলানো হয়েছে। কিন্তু পঞ্চাশ ওভারের ক্রিকেটে সূর্যের ব্যাটে অমাবস্যার ছায়া। গত পাঁচ ম্যাচে করেছেন ০,০,০,১৯ এবং ২৪। অক্ষর প্যাটেলকে (Axar Patel) ব্যাটিং অর্ডারে তুলে এনে ফাটকা খেলেছিলেন কোচ দ্রাবিড়। কিন্তু তিনি গত শনিবার আউট হয়েছেন মাত্র ১ রান করে।
এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত বহুদেশীয় দুই টুর্নামেন্টের আগে ভারতের মিডল অর্ডার সমস্যার সমাধানের জন্য তারুণ্য নয়, বরং অভিজ্ঞতায় আস্থা রাখার দাওয়াই দিলেন প্রাক্তন পাকিস্তানী অধিনায়ক সলমন বাট (Salman Butt)। ২০২২-এর ডিসেম্বরের পর আর ভারতীয় দলের হয়ে মাঠে নামেন নি শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তাঁকেই টিম ইন্ডিয়াতে (Team India) ফেরানোর দাবী তুললেন তিনি। ৩৮ ছুঁইছুঁই ধাওয়ানকে ওপেনার হিসেবে শুভমান গিলের সাথে ব্যবহার করা হোক বলে জানিয়েছেন বাট। ওপেনিং ছেড়ে তিনে নামুন রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাটিং অর্ডারে এক ধাপ নীচে নামার অনুরোধ তিনি করেছেন বিরাট কোহলিকেও। একদিনের ক্রিকেটে পছন্দের তিন নম্বর পজিশন ছেড়ে চার নম্বরে বিরাটকে ব্যাট করার পরামর্শ দিয়েচেন সলমন বাট।
ভারতের ব্যাটিং অর্ডার বেছে নিলেন সলমন বাট-
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকারের বলছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh) অবসর নেওয়ার পর চার নম্বরে কোনো স্থায়ী ব্যাটারকে পায় নি ভারত। তাঁদের সেই দাবীর সাথে অনেকটাই একমত সলমন বাট (Salman Butt)। সম্প্রতি বার্বাডোজের দ্বিতীয় একদিনের ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “বিরাট কোহলি ও রোহিত শর্মার অভাব বোধ করেছে ভারতীয় দল। আগে ধোনি ও অন্যান্য প্রধান ক্রিকেটারেরা মাঠের বাইরে থাকলে গৌতম গম্ভীর, যুবরাজ সিং, সুরেশ রায়নারা ব্যাটিং-এর দায়িত্ব নিজেদের কাঁধে নিতেন। কিন্তু বর্তমান প্রজন্মের তরুণ ক্রিকেটাররা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ভারতকে বিশ্বকাপের আগেই এই সমস্যার সমাধান করতে হবে।”
সলমন বাট (Salman Butt) আরও জানান, “যদি তরুণরা ধারাবাহিকতা দেখাতে না পারেন তাহলে শিখর ধাওয়ান এবং শুভমান গিলকে দিয়ে ওপেন করানো যেতে পারে। রোহিত শর্মা নামতে পারেন তিন নম্বরে, বিরাট কোহলি চার নম্বরে। এর পর সূর্যকুমার যাদব, কে এল রাহুলের মত ক্রিকেটাররা থাকতে পারেন। ভারতীয় দলে বর্তমানে ৩-৪ জন এমন ক্রিকেটার রয়েছেন যাঁরা ওপেনিং-এ ভালো করলেও ব্যাটিং অর্ডারে নীচের দিকে নেমে সফল নন।” শ্রেয়স আইয়ার, কে এল রাহুলের মত ক্রিকেটাররা বর্তমানে মাঠে ফেরার অপেক্ষায়। তাঁদের প্রত্যাবর্তনে টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিং সমস্যা দূর হয় কিনা, সেই দিকেই নজর থাকবে সমর্থকদের।