salman-agha-gesture-causes-controversy

Salman Ali Agha: গ্রুপ পর্ব ও সুপার ফোরের পর ফাইনালেও ভারতের বিরুদ্ধে এঁটে উঠতে পারলো না পাকিস্তান। ১৪ ও ২১ তারিখ যেমন একপেশে ম্যাচ হয়েছিলো, তেমনটা হয় নি গতকাল। স্কোরবোর্ডে ১৪৬ তোলার পরেও যথেষ্ট লড়াই উপহার দিয়েছিলেন ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি’রা। কিন্তু কাজে আসে নি কিছুই। চাপের মুখে প্রতিরোধের পাহাড় হয়ে দাঁড়ান তিলক বর্মা। ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করে টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন হায়দ্রাবাদের তরুণ বাম হাতি। ব্যাট হাতে ভারতকে গতকাল ভরসা যোগান সঞ্জু স্যামসন ও শিবম দুবে’ও। যথাক্রমে ২৪ ও ৩৩ রান করেন তাঁরা। হার্দিক পান্ডিয়া চোটের কারণে ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে একাদশে সামিল করা হয়েছিলো রিঙ্কু সিং-কে। উইনিং স্ট্রোক আসে তাঁর ব্যাট থেকেই। হারিস রউফকে বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে নবম এশিয়া কাপ এনে দেন তিনি।

Read More: গ্রহণ লেগেছে সূর্যের কেরিয়ারে, এশিয়া কাপ জিতেও নাম লেখাবেন বাদের তালিকায় !!

সন্ত্রাসবাদে অর্থসাহায্য সলমনের ?

Salman Ali Agha and Suryakumar Yadav | Image: Getty Images
Salman Ali Agha and Suryakumar Yadav | Image: Getty Images

এবারের এশিয়া কাপ’কে (Asia Cup 2025) বারবার তাড়া করে বেরিয়েছে বিতর্ক। পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর টুর্নামেন্ট আদৌ হবে কিনা তা নিয়েই একটা সময় অবধি ছিলো সংশয়। শেষমেশ আয়োজনের ক্ষেত্রে সবুজ সংকেত মিললেও ভারত-পাক (IND vs PAK) ঠাণ্ডা যুদ্ধের আঁচ পাওয়াই যাচ্ছিলো। প্রতিযোগিতা শুরু হওয়ার পর ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন রূপান্তরিত হয় দাবানলে। গ্রুপ ম্যাচের পর পাক ক্রিকেটারদের সাথে হাত মেলাতে রাজী হন নি ভারতীয় তারকারা। তা নিয়ে চলে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। ২১ তারিখ সুপার ফোর পর্বের ম্যাচে হারিস রউফকে (Haris Rauf) দেখা গিয়েছিলো হাতের ইশারায় ভারতীয় সমর্থকদের দিকে ৬-০ দেখাতে। কোনো প্রমাণ ছাড়াই ভারতীয় বায়ুসেনার ছয়টি বিমান ধ্বংসের যে দাবী পাক সামরিক বাহিনী করে আসছে, তাই সত্যি প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন তিনি। বিতর্ক বাড়ায় সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন’ও।

ফাইনালেও এড়ানো গেলো না বিতর্ক। এসিসি’র প্রধান মহসীন নকভি পিসিবিরও চেয়ারম্যান। পাশাপাশি পাকিস্তানের মন্ত্রী তিনি। তাঁর হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ট্রফি ও পদক সঙ্গে নিয়েই মাঠ ছেড়ে চলে যান তিনি। নকভির এই পদক্ষেপ নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। আগুনে ঘি ঢেলেছেন পাক অধিনায়ক সলমন আলি আঘা’ও (Salman Ali Agha)। পহলগাম হামলায় নিহতদের পরিবার ও ভারতীয় সেনাবাহিনীর সাহায্যার্থে এশিয়া কাপ থেকে উপার্জিত সম্পূর্ণ ম্যাচ ফি দান করেছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। পালটা অপারেশন সিঁদুরের সময় প্রাণ হারানো পাকিস্তানীদের সাহায্যার্থে ম্যাচ ফি দান করেন পাক অধিনায়ক। জঙ্গীহানার বদলা নিতে যে জায়গাগুলিতে আক্রমণ চালিয়েছিলো ভারতীয় সেনা সেগুলি সন্ত্রাসবাদীদের লঞ্চপ্যাড হিসেবে পরিচিত। তাহলে কী বকলমে সন্ত্রাসবাদকেই অর্থসাহায্য করলেন সলমন (Salman Ali Agha)? তাঁর ঘোষণার পর উঠছে প্রশ্ন।

ভারতের বিরুদ্ধে তোপ সলমনের-

Salman Ali Agha | Image: Twitter
Salman Ali Agha | Image: Twitter

একই টুর্নামেন্টে একই প্রতিপক্ষের বিরুদ্ধে তিনবার হার-প্রথম পাকিস্তানী ক্রিকেটার হিসেবে এহেন অনভিপ্রেত রেকর্ডের মালিক হলেন সলমন আলি আঘা (Salman Ali Agha)। গতকাল এশিয়া কাপ খোয়ানোর পর আত্মসমীক্ষা’র চেয়ে ভারতকে দোষারোপ করতেই বেশী সময় ব্যয় করলেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, “এই প্রতিযোগিতা জুড়ে যা হয়েছে তা হতাশাজনক। ওরা (ভারত) ভাবছে যে আমাদের সাথে হাত না মিলিয়ে ওরা আমাদের অপমান করছে কিন্তু না! ওরা আদতে ক্রিকেটেরই অপমান করছে। আজ ওরা যা করেছে, কোনো ভালো দল এমন আচরণ করবে না। আমরা যেমন আচরণ করেছি, যে কোনো ভালো দল সেটাই করবে। আমরা ট্রফির সাথে আলাদা ছবি তুলিয়েছি খেলা শুরুর আগে। আমরা আমাদের পদক নেওয়ার জন্যও অপেক্ষা করছিলাম। ওরা অসম্মানজনক আচরণ করেছে। ক্রিকেটকে অসম্মান করেছে।”

Also Read: “ভারত আমাদের বাপ ছিলো…আর থাকবে…” ফাইনাল হেরে বিপর্যস্ত পাকিস্তান, নিজের দেশেই তোপের মুখে শাহীন-হারিসরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *