sakshi-gave-ms-dhoni-fitness-update

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ষোড়শ মরসুমের গোটাটাই প্রায় থাকলো ‘মাহি ময়’ হয়ে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে আবেগের বিস্ফোরণ দেখা গেলো দেশের প্রতিটি মাঠেই। এম এ চিদাম্বরম স্টেডিয়াম তো বটেই, সাথে কলকাতা, বেঙ্গালুরু’র মত মাঠও ভরে উঠলো ধোনির (MS Dhoni) জার্সি এবং চেন্নাইয়ের হলুদ পতাকায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৯ সালেই সরে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই নীল জার্সিকে বিদায় জানিয়েছিলেন। তবে চালিয়ে যাচ্ছেন আইপিএল খেলা। অনেকে মনে করেছিলেন এই মরসুমেই শেষবার চেন্নাই সুপার কিংস (CSK) একাদশে দেখা যাবে ‘মাহি’কে। তাই বাড়তি আবেগের স্রোত কাজ করেছে অনুরাগীদের মধ্যে।

সমর্থকদের আবেগের পূর্ণ মর্যাদা দিয়েছেন ধোনিও (MS Dhoni)। একাধিকবার খেলা শেষে অনুরাগীদের কথা আলাদা করে জানিয়েছেন তিনি। এমনকি চেন্নাইয়ের মাঠে শেষ হোম ম্যাচের দিন দর্শকাসনে উপবিষ্ট জনতার দিকে সই করা বল ছুঁড়ে দিয়েছেন একের পর এক। সাথে ফাইনালে গুজরাত টাইটান্সকে (GT) হারিয়ে চেন্নাইকে (CSK) করেছেন পঞ্চম খেতাবের মালিকও। নিজে রোহিত শর্মার (Rohit Sharma) পাশে বসেছেন আইপিএল ইতিহাসে সফলতম অধিনায়ক হিসেবে। সাফল্যের শীর্ষে থেকেই বিদায় নেবেন বলে মনে করেছিলেন অনেকে। অপেক্ষা করছিলেন ফাইনালের পর তাঁর ঘোষণার। কিন্তু বিদায়ের ব্যাপারে স্পষ্ট কিছু জানান নি তিনি। বলেছেন সামনের কয়েক মাসে ভেবে দেখবেন আদৌ মাঠে ফিরতে চান কিনা।

Read More: WI vs IND: “এর নাকি সুযোগ প্রাপ্য ?…” বার্বাডোজে ব্যর্থ হয়ে নেটদুনিয়ার রোষানলে সঞ্জু স্যামসন !!

অস্ত্রোপচারের পর সুস্থতার পথে ধোনি-

MS Dhoni | Image: Twitter
MS Dhoni | Image: Twitter

২০২৩-এর আইপিএল জেতার সময় মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বয়স ছিলো একচল্লিশ। জুলাই মাসের সাত তারিখ বিয়াল্লিশ বছরে পা দিয়েছেন তিনি। মগজাস্ত্রের ধার বিন্দুমাত্র না কমলেও শারীরিক সক্ষমতা যে অনেকখানিই কমেছে তা স্বীকার করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক স্বয়ং । গত আইপিএলেও হাঁটুর সমস্যা বেশ ভুগিয়েছে তাঁকে। রীতিমত ব্যান্ডেজ করে মাঠে নামতে দেখা গিয়েছিলো তাঁকে। চোট নিয়েও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ক্রিকেট মাঠে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার উদগ্র বাসনা নজর কেড়েছিলো ভক্তদের। প্রিয় তারকাকে কুর্নিশ জানিয়েছিলেন তাঁরা। তবে টুর্নামেন্টের পরেই অস্ত্রোপচারের পথে হাঁটতে হয়েছিলো ধোনিকে।

অস্ত্রোপচারের পর আদৌ ‘মাহি’ মাঠে ফিরবেন কিনা সেই প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছিলো গত কয়েকদিন। ক্রিকেট ভবিষ্যত নিয়ে এখনও মুখ খোলেন নি ধোনি (MS Dhoni) নিজে। দিনকয়েক আগে ফার্ম হাউজে পোষ্যদের সাথে কেক কেটে জন্মদিন পালন করতে দেখা গিয়েছে তাঁকে। প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদকে (Venkatesh Prasad) নিজের বাইক এবং গাড়ির সম্ভার দেখানোর সময়ও ফ্রেমবন্দী হয়েছেন তিনি। কিন্তু ক্রিকেট নিয়ে রয়েই গিয়েছিলো ধোঁয়াশা। সম্প্রতি ধোনির ফিটনেসের ব্যাপারে অন্ধকার খানিকটা দূর করলেন তাঁর স্ত্রী সাক্ষী (Sakshi Singh Dhoni)। এক অনুষ্ঠানে জনৈক অনুরাগী সাক্ষীকে প্রশ্ন করেন, “কেমন আছেন মাহি ভাই?” উত্তরে দুই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তুলে ‘থাম্বস আপ’ দেখান সাক্ষী (Sakshi Singh Dhoni)। জানান, “সেরে উঠছে। রিহ্যাব চলছে।” সাক্ষীর বার্তায় আশ্বস্ত সমর্থকেরা ২০২৪ আইপিএলে বছর বিয়াল্লিশের ধোনিকে দেখার অপেক্ষায়।

দেখে নিন সেই ভিডিওটি-

Also Read: WI vs IND: সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ সঞ্জু স্যামসন, স্পিনের ফাঁসে খোয়ালেন উইকেট !! দেখুন ভিডিও

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *