রোহিতের উত্তরসূরি বেছে নিলো BCCI, ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেন করবেন এই তরুণ তুর্কি !! 1

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অফ ফর্মের কারণে রোহিত শর্মা (Rohit Sharma) যখন বর্ডার-গাওস্কর ট্রফির পঞ্চম ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন, তখন থেকেই জোরালো হয়েছিলো অবসরের গুঞ্জন। কিন্তু অনুরাগীদের তখন আশ্বস্ত করেছিলেন হিটম্যান। লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানাতে চান না, জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। কিন্তু মাসকয়েকের মধ্যেই ১৮০ ডিগ্রী বদলে গেলো তাঁর অবস্থান। গত ৭ তারিখ হঠাৎই একটি ইন্সটাগ্রাম স্টোরিতে টেস্ট অবসরের কথা ঘোষণা করে দেন রোহিত (Rohit Sharma)। নিজের টেস্ট ক্যাপটির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “সকলকে জানাতে চাই যে আমি টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছি। সাদা জার্সিতে দেশের হয়ে খেলা আমার জন্য অত্যন্ত সম্মানের। এত বছর ধরে ভালোবাসা ও সমর্থন যোগানোর জন্য ধন্যবাদ। ওয়ান ডে’তে ভারতের প্রতিনিধিত্ব করব ভবিষ্যতে।”

Read More: IPL 2025: ছাঁটাই নিশ্চিত ব্র্যাভো-চন্দ্রকান্ত পণ্ডিতের, পরবর্তী কোচ খুঁজে নিলো নাইট রাইডার্স !!

নতুন ওপেনার বেছে নিলো ভারত-

Rohit Sharma and KL Rahul | Image: Getty Images
Rohit Sharma and KL Rahul | Image: Getty Images

আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজ। দিনকয়েক আগে তার জন্য ৩৫ সদস্যের এক প্রাথমিক দল’ও বেছে নিয়েছিলেন ভারতীয় নির্বাচকেরা। ঠিক ছিলো মে মাসের শেষের দিকে রোহিত শর্মা’র (Rohit Sharma) অধিনায়কত্বে চূড়ান্ত দল বেছে নেওয়া হবে। কিন্তু রোহিতের (Rohit Sharma) অবসর উল্টেপাল্টে দিয়েছে যাবতীয় হিসেবনিকেশ। আপাতত নয়া অধিনায়ক ও ওপেনার খুঁজে নেওয়ার দায়িত্ব বর্তেছে অজিত আগরকারদের কাঁধে। সূত্রের খবর যে জসপ্রীত বুমরাহকে নেতৃত্ব বা নেতৃত্বস্থানীয় কোনো ভূমিকাতেই ভাবছে না বিসিসিআই। তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করাই লক্ষ্য বোর্ডের। বরং টেস্ট দলের নতুন নেতা হওয়ার দৌড়ে রয়েছেন ঋষভ পন্থ, শুভমান গিল ও কে এল রাহুল। তিন জনের মধ্যে বোর্ড কর্তাদের প্রথম পছন্দ শুভমানই (Shubman Gill)।

ইংল্যান্ডে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেন কে করবেন? এই প্রশ্নেরও উত্তর খুঁজছে ভারতীয় ক্রিকেটমহল। অভিমণ্যু ঈশ্বরণ, কে এল রাহুল’রা আলোচনায় থাকলেও বর্তমানে বিসিসিআই-এর পছন্দের তালিকায় শীর্ষে তামিলনাড়ুর সাই সুদর্শন (Sai Sudharsan)। গত কয়েক বছর ধরেই দুর্দান্ত ফর্মে রয়েছেন সাই। ভারতের ঘরোয়া ক্রিকেটে যেমন চমৎকার খেলেছেন তিনি, তেমনই রয়েছেন আইপিএলের (IPL)  শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায়। সর্বোপরি ইংল্যান্ডের মাঠে কাউন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৫ ম্যাচে করেছিলেন ২৮৫ রান। একটি শতরান’ও করেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। আগামী মঙ্গলবারের মধ্যে ইংল্যান্ড-এ বনাম ভারত-এ সিরিজের স্কোয়াড ঘোষণা করবে বোর্ড। সেখানে থাকার কথা সুদর্শনের। যুব দলের হয়ে ভালো পারফর্ম করলেন নিশ্চিত ভাবেই ডাক পাবেন সিনিয়র স্কোয়াডে।

সাই সুদর্শনের পরিসংখ্যান-

Sai Sudharsan | Image: Getty Images
Sai Sudharsan | Image: Getty Images

২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে তামিলনাড়ুর জার্সিতে অভিষেক হয় সাই সুদর্শনের (Sai Sudharsan)। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ২৯ ম্যাচ খেলে ৩৯.৯৩ গড়ে করেছেন ১৯৫৭ রান। রয়েছে ৭টি শতরান ও ৫টি অর্ধশতক। সর্বোচ্চ ২১৩। লিস্ট-এ ক্রিকেটে ৬০.৬৯ গড়ে ২৮ ম্যাচে ১৩৯৬ রান করেছেন তামিলনাড়ুর তরুণ বাম হাতি। ৬টি শতক ও সমসংখ্যক অর্ধশতক রয়েছে তাঁর। টি-২০তে ৫৬ ম্যাচে ৪১.২৪ ব্যাটিং গড়ে করেছেন ২০২১ রান। আইপিএলের আঙিনায় গত তিন বছরে অন্যতম সফল ব্যাটার সাই (Sai Sudharsan)। ৪৬.৭৫ গড়ে ৩৬ ম্যাচে করেছেন ১৫৪৩ রান। দেশের হয়েও ইতিমধ্যে খেলে ফেলেছেন তিনি। ২০২৩-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচে করেছেন ১২৩ রান। গড় ৬২.৫০। এছাড়া জিম্বাবুয়ের বিরুদ্ধে গত বছর একটি টি-২০’ও খেলেছেন তিনি।

Also Read: IND vs ENG: নেই রোহিত-বিরাট ইংল্যান্ডের বিপক্ষে ভরসা তরুণ ব্রিগেড, সামনে এলো নতুন ভারতীয় টেস্ট অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *