sai-sudharshan-to-replace-shubman-gill

খাতায়-কলমে তিনি সাদা বলের ক্রিকেটে দুই ফর্ম্যাটেই ভারতীয় দলের সহ-অধিনায়ক। তার পরেও টি-২০ একাদশে শুভমান গিলের (Shubman Gill) জায়গা পাওয়া নিয়ে রয়েছে প্রশ্ন। গত কয়েক মাসে ওপেনার হিসেবে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা’রা যেভাবে ধারাবাহিক পারফর্ম্যান্স করেছেন তাতে তাঁদের সরিয়ে আদৌ শুভমান ফিরতে পারবেন কিনা তা নিয়ে ধন্দ রয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে। সঞ্জু বা অভিষেক ছাড়াও দৌড়ে রয়েছেন যশস্বী জয়সওয়াল’ও। অস্ট্রেলিয়া সফর ও অন্যান্য গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের জন্য মাসকয়েক শুভমানের (Shubman Gill) মতই কুড়ি-বিশের ফর্ম্যাট থেকে দূরে ছিলেন মুম্বইয়ের তরুণ। তিনি ক্ষুদ্রতম ফর্ম্যাটে দলে ফিরলে পেকিং অর্ডারে আরও নীচে নেমে যেতে পারেন শুভমান (Shubman Gill)। আইপিএলের পর পাঞ্জাবের তরুণের নতুন ‘পথের কাঁটা’ হয়ে উঠতে পারেন তাঁরই সতীর্থ সাই সুদর্শন’ও।

Read More: IPL 2025 RR vs MI Toss Report in Bengali: টসে জিতলো রাজস্থান, মুম্বইয়ের বিরুদ্ধে একাদশে জোড়া বদল রিয়ান পরাগদের !!

দুরন্ত ছন্দে রয়েছেন সাই সুদর্শন-

B. Sai Sudarshan and Shubman Gill | Image: Getty Images
B. Sai Sudarshan and Shubman Gill | Image: Getty Images

আইপিএলের (IPL)  আসরে ধারাবাহিকতার অন্য নাম হয়ে উঠেছেন তামিলনাড়ুর তরুণ বাম হাতি বি. সাই সুদর্শন (B. Sai Sudharshan)। ২০২২ সালে মাত্র ৫ ম্যাচে সু্যোগ পেয়েই তিনি ৩৬.২৫ গড়ে করেছিলেন ১৪৫ রান। এরপর থেকে ক্রমেই উপরের দিকে উঠেছে তাঁর ফর্মের গ্রাফ। ২০২৩ সালে ৮ ম্যাচে ৫১.৭১ গড়ে করেছিলেন ৩৬২। ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি চোখধাঁধানো ইনিংসও এসেছিলো তাঁর ব্যাট থেকে। ২০২৪-এ ১২ ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। ৪৭.৯০ গড়ে করেন ৫২৭ রান। ২০২৫-এর আইপিএলেও একই রকম ধারাবাহিক তিনি। এখনও পর্যন্ত খেলেছেন ৯টি ম্যাচ। ৫০.৬৬ গড়ে করেছেন ৪৫৬ রান। ইতিমধ্যে ৫টি অর্ধশতরান করে ফেলেছেন বছর ২৩-এর তরুণ। স্ট্রাইক রেট ১৫০.০০। শুভমান গিলের (Shubman Gill) সাথেই গুজরাত টাইটান্সের হয়ে ওপেন করেন সাই। কিন্তু সাফল্যে পিছনে ফেলেছেন দলের অধিনায়ককেই।

চলতি মরসুমে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, নিকোলাস পুরানদের মত টি-২০’র মহারথীদের পিছনে ফেলে এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি রয়েছে সাই সুদর্শনের (B. Sai Sudharshan) মাথাতেই। ইতিমধ্যে একাধিক রেকর্ড’ও গড়ে ফেলেছেন তামিলনাড়ুর তরুণ। প্রথম ৩০টি আইপিএল ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সাই সুদর্শন (B. Sai Sudharshan)। ৪৮.৪০ গড়ে ১৩০৭ রান করেছিলেন তিনি। তাঁর থেকে সামান্য এগিয়ে অস্ট্রেলিয়ার শন মার্শ। প্রাক্তন কিংস ইলেভেন পাঞ্জাব (পাঞ্জাব কিংস) তারকা ৩০ ম্যাচে ৫৩.৫২ গড়ে করেছিলেন ১৩৩৮ রান। এই মুহূর্তে ৩৪ ম্যাচ খেলে সাইয়ের ঝুলিতে রয়েছে ১৪৯০ রান। আর মাত্র ১০ রান করলেই আইপিএলের (IPL) ইতিহাসে দ্রুততম ১৫০০ রানের মালিক হয়ে যাবেন তিনি। ভেঙে দেবেন শচীন তেন্ডুলকর ও ঋতুরাজ গায়কোয়াড়ের রেকর্ড। দু’জনেই মাইলস্টোন ছুঁয়েছিলেন ৪৪ ইনিংসে।

জাতীয় দলে ফিরতে পারেন সাই-

B. Sai Sudarshan and Shubman Gill | Image: Getty Images
B. Sai Sudharsan and Shubman Gill | Image: Getty Images

২০২৩-এর ডিসেম্বর মাসে ভারতীয় জার্সিতে প্রথম বার মাঠে নেমেছিলেন সাই সুদর্শন (B. Sai Sudharshan)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ খেলেন। করেন ২টি অর্ধশতক। ৬৩.৫০ গড়ে তাঁর ঝুলিতে রয়েছে ১২৭ রান। ২০২৪-এর জুলাইতে জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারেতে একটি টি-২০’ও খেলেছেন তিনি। সেখানে অবশ্য মেলে নি ব্যাটিং-এর সুযোগ। তারকাদের প্রত্যাবর্তনের ফলে তামিলনাড়ুর তরুণ ইতিপূর্বে বাদ পড়লেও অষ্টাদশতম আইপিএলের পর আর তাঁকে জাতীয় দল থেকে দূরে রাখা যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী মাসে রয়েছে টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফর। সেখানে সাই’কে সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়ে শুরু হয়েছে ভাবনাচিন্তা। ভারত-এ দলের হয়ে নিঃসন্দেহে ইংল্যান্ড যাবেন তিনি। ইংল্যান্ড লায়ন্স দলের বিরুদ্ধে ভালো পারফর্ম করলে জায়গা করে নিতে পারেন সিনিয়র স্কোয়াডেও।

Also Read: IPL 2025: ইরফান পাঠানের পর বাদ নভজ্যোত সিং সিধু? ধারাভাষ্যকারের তালিকায় বদল আনছে বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *