“আমি সবার সেরা…” বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার দাবি জানালেন সাই কিশোর, করলেন বেফাঁস মন্তব্য !! 1

Sai Kishore: আগামী সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ দিয়েই অভিযান শুরু করতে চলেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। আর এই সিরিজ শেষ হওয়া মাত্রই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে হাজির হবে বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজের আগে দেড় মাসের ছুটিতে রয়েছেন ভারতীয় তারকারা।

ভারতের জার্সিতে টেস্ট খেলতে চান সাই কিশোর

R Sai kishore, asian games 2023
R Sai Kishore | Image: Twitter

তবে এই সিরিজের আগে দলীপ ট্রফি ও বুচি বাবু টুর্নামেন্ট খেলতে দেখা যাচ্ছে বেশ কয়েক ভারতীয় তারকাদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar) মন্তব্য করে জানিয়ে দিয়েছেন এই দলীপ ট্রফির মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল নির্বাচিত হবে। আর প্রধান নির্বাচক অজিত আগারকারকে ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিলেন তামিলনাড়ুর স্পিনার সাই কিশোর (Sai Kishore)।

স্পষ্টত তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তিনি ভারতবর্ষের অন্যতম সেরা স্পিনারদের একজন। এ বিষয়ে মুখ খুলে তিনি বলেছেন, “আমি এই মুহূর্তে প্রচন্ড আত্মবিশ্বাসী। আমি কয়েকদিন যেভাবে অনুশীলন করেছি তা আগে কখনও করিনি। আমি কোনোদিন নিজেকে এভাবে অভিনয় করতে দেখিনি। আমি মনে করি আমি এই মুহূর্তে দেশের সেরা স্পিনার। আমাকে টেস্ট ম্যাচে সুযোগ দিন। আমি সম্পূর্ণভাবে প্রস্তুত।

নিজেকে দেশের সেরা স্পিনার বললেন সাই

Sai Kishore
Sai Kishore | Image: Getty Images

সাই (Sai Kishore) এটাও প্রকাশ করেছেন যে তিনি ভারতীয় দলের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) থেকে কিছু শিখতে চান। মন্তব্য করে তিনি বলেছেন, “আমি কখনও রবীন্দ্র জাদেজার সঙ্গে একসঙ্গে খেলিনি। আমি ওনার সাথে খেলতে চাই ও ওনার থেকে শিখতে চাই। আমি আত্মবিশ্বাসী যে, খুব তাড়াতাড়ি নিজের জায়গা পাকা করতে পারব।

ভারতের হয়ে তিনি এশিয়ান গেমসে খেলেছেন, যেখানে তিন ম্যাচে ৪ উইকেট নিতে সক্ষম হয়েছিলাম পাশাপশি, ৫৯ টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি মোট ৬৫ টি উইকেট পেয়েছেন এবং ওভার পিছু ৭.০৪ রান দিয়েছেন। পাশাপশি প্রথম শ্রেণীর ক্রিকেটে তার পারফরমেন্স বেশ নজরকারা। ৩৯টি প্রথম শ্রেণীর ম্যাচে নিয়েছেন ১৬৬টি উইকেট এবং ৫৪টি লিস্ট এ ম্যাচে নিয়েছেন ৯২ টি উইকেট।

Read Also: IPL শুরুর আগে দল গোছাতে ব্যাস্ত, গৌতম গম্ভীরের জায়গায় এন্ট্রি নিচ্ছেন জাহির খান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *