SA vs IND: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে সহজ জয় পাওয়ার পর ভারতীয় দল পাড়ি দিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। রোহিত, বিরাটদের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলানোর ভার পেয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ডারবানে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার ফলে সমস্যার মুখে পড়েছিলো দুই শিবিরে। পরে অবশ্য পোর্ট এলিজাবেথ দক্ষিণ আফ্রিকা জয় ছিনিয়ে নেয় দ্বিতীয় ম্যাচে। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে গেলে আজ জোহানেসবার্গের বাইশ গজে দাপুটে পারফর্ম্যান্সের প্রয়োজন ছিলো টিম ইন্ডিয়ার। প্রতিকূল পরিস্থিতিতেও লড়াকু মানসিকতার প্রমাণ দিলেন ‘মেন ইন ব্লু’র তরুণ তুর্কি’রা। দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠেই বিধ্বস্ত করে ছিনিয়ে নিলেন জয়।
টসে জিতে আজ প্রথমে বোলিং বেছে নিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন ভয়ডরহীন ক্রিকেট খেলবে তাঁর সতীর্থরা। আগাগোড়া অধিনায়কের অঙ্গীকারকে মাথায় রেখে আজ খেললো দল। যশস্বী জয়ওয়াল ও শুভমান গিল শুরুটা ভালো করেছিলেন। কেশব মহারাজ দ্রুত দুই উইকেট তুলে নিলেও ভেঙে পড়ে নি ভারত। যশস্বীকে সঙ্গে নিয়ে ইনিংস গড়লেন স্বয়ং সূর্যকুমার। তরুণ ওপেনার করেন ৬০। টি-২০ কেরিয়ারে চতুর্থ শতরান করেন সূর্য। ভারতের ইনিংস থামে ২০১ রানে। জবাবে ব্যাট করতে নেমে আজ বেকায়দায় পড়ে প্রোটিয়ারা। সিরাজ-মুকেশ-আর্শদীপ’রা শুরুতেই গতির ধাক্কায় বেসামাল করেছিলেন ব্রিৎজকে, মার্করামদের। বাকি কাজটা সম্পন্ন করেন জাদেজা-কুলদীপরা। ১০৬ রানে জিতে মাঠ ছাড়ে ভারত।
Read More: SA vs IND: সূর্য-কুলদীপ ম্যাজিকে দ্বিতীয় টি-২০ ম্যাচে বিরাট জয় ভারতের, ১-১ ফলে শেষ হল সিরিজ !!
দলের খেলা খুশি করেছে অধিনায়ককে-
রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের অনুপস্থিতি খানিক অপ্রত্যাশিত ভাবেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছে সূর্যকুমার যাদবের হাতে। নিজের প্রথম সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলেন তিনি। দ্বিতীয় সারির অজি দলের বিরুদ্ধে ভারতের তরুণ তুর্কিদের জয় নিয়ে বিশেষ উৎসাহ দেখায় নি ক্রিকেটমহল। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে তাদের ঘরের মাটিতে পিছিয়ে পড়েও যেভাবে ঘুরে দাঁড়ালো ভারত, তারপর অধিনায়ক সূর্যকে কৃতিত্ব দিতে বাধ্য হচ্ছেন বিশেষজ্ঞরা। দুই ম্যাচে ১৫৬ রান করেছেন মোট। সিরিজ সেরা, ম্যাচের সেরা-দুই পুরষ্কারই পকেটে, তবুও খেলা শেষে অধিনায়ক সূর্যকুমারের মুখে আমি নয়, বরং ‘আমরা।‘ ফিল্ডিং-এর সময় চোট পেয়েছিলেন। সাক্ষাৎকারের শুরুতেই সমর্থকদের আশ্বস্ত করে জানালেন, “আমি ঠিক আছি। হাঁটতে পারছি।”
নিজের দুর্দান্ত শতরান সম্পর্কে সূর্যকুমার বলেন, “ভালো লাগছে। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি আরও বৃদ্ধি পেয়েছে।” দলের মানসিকতা ব্যক্ত করে সূর্যের মন্তব্য, “আমরা এমন ভয়ডরহীন ক্রিকেটই খেলতে চেয়েছিলাম। পরিকল্পনা ছিলো প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে বড় রান তুলে সেটা রক্ষা করার প্রয়াস করার।” সতীর্থদের প্রশংসা করে তিনি বলেন, “ছেলেরা দিনরাত পরিশ্রম করে। মানসিক কাঠিন্য দেখাতে পারায় খুশি।” ১৭ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ভারতের জয় সহজ করে দেন কুলদীপ। জন্মদিনে চায়নাম্যানের এহেন পারফর্ম্যান্স নিয়ে সূর্যের মস্করা, “ও কখনও খুশি নয়। সবসময়ই ক্ষুধার্ত থাকে। জন্মদিনে নিজেকে একটা ভালো উপহার দিলো।” টি-২০তে নিজের ধারাবাহিকতা নিয়ে তিনি জানিয়েছেন, “নিজের খেলার ধরণ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আমি শুধু উপভোগ করার চেষ্টা করি। একটা ভারসাম্য রাখা জরুরী।”
Also Read: SA vs IND: “এই ভারত লড়তে জানে…” প্রোটিয়াদের ডেরায় দাপুটে জয়, টিম ইন্ডিয়ার তরুণ তুর্কিদের শুভেচ্ছা নেটদুনিয়ার !!