ind vs sa
Kingsmead | Image: Getty Images

SA vs IND: বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের দিন চারেকের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল মাঠে নেমেছিলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রোহিত-কোহলি-রাহুলদের মত সিনিয়ররা বিশ্রামে থাকায় একঝাঁক তরুণ তুর্কিকে মাঠে নামিয়েছিলো বিসিসিআই (BCCI)। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ফলে জিতেছেন সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং-রা। এরপর টিম ইন্ডিয়া উড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেখানে টি-২০, ওডিআই ও টেস্ট-ক্রিকেটের তিন ফর্ম্যাটেই প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার কথা ভারতের। কুড়ি-বিশের ক্রিকেট থেকে দূরত্ব বজায় রেখেছেন রোহিত-রাহুল’রা। চোটের জন্য নেই হার্দিক পান্ডিয়া। নেতৃত্বে দেখা যাবে সূর্যকুমারকেই। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার মাঠে বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছেন জিতেশ, যশস্বী’রা।

Read More: “আমরা সঠিক সিদ্ধান্ত নেবে…” T20 বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নিলো জয় শাহ, করলেন বড় মন্তব্য !!

প্রথম টি-২০তে আজ ডারবানের কিংসমিড স্টেডিয়ামে সম্মুখসমরে দক্ষিণ আফ্রিকা ও ভারত। পরিসংখ্যান বলছে এখানে ভারতের পারফর্ম্যান্স বেশ ভালো। ৫ ম্যাচ খেলে তারা জিতেছে ৪টিতে। পরাজয়ের সংখ্যা মাত্র এক। অন্যদিকে ডারবানের বাইশ গজে বারবার হোঁচট খেয়েছে প্রোটিয়া। ১১ ম্যাচে তাদের জয়ের সংখ্যা মাত্র ৫। পক্ষান্তরে ৬ বার হেরেছে তারা। এই মাঠের পরিসংখ্যান খেলা শুরুর আগে ভরসা যোগাচ্ছে ভারতকে। ডারবানে পৌঁছে অনুশীলন’ও সেরেছে তারা। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই প্র্যাক্টিস সেশনের ছবিও শেয়ার করা হয়েছিলো। অনুশীলনের সময়ে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও রাত পোহাতেই বদলেছে পরিস্থিতি।

আজকের ম্যাচের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। দিনের তাপমাত্রা ২১ থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরোদস্তুর। দিনভর আকাশের মুখ ভার আজ ডারবানে। দফায় দফায় বৃষ্টিও হয়েছে। কিছুক্ষণ পূর্বেই ডারবান থেকে যে ছবি প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে, তাতে দেখা গিয়েছে আকাশ মেঘাচ্ছন্ন। এমনকি মাঠের প্রায় সম্পূর্ণ অংশ ঢাকা। ইতিমধ্যেই সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে পিছিয়ে যাচ্ছে টস। কখন খেলা শুরু হবে সে সম্পর্কে কোনো ধারণাও পাওয়া যায় নি এখনও। আবহাওয়ার স্বরূপ দেখে চিন্তায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আদৌ আজ ম্যাচ শুরু করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। আবহাওয়ার বাধা কাটিয়ে সম্পূর্ণ ৪০ ওভারের ম্যাচই আয়োজিত হোক আজ, আশায় অনুরাগীরা।

Also Read: SA vs IND, 1st T20i: দেশের মাটিতে জয়ের সন্ধানে দক্ষিণ আফ্রিকা, ভারতের বিরুদ্ধে এই ক্রিকেটার হবেন প্রোটিয়াদের ‘তুরুপের তাস’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *