mohammed-shami-to-retire-from-t20is

SA vs IND: জমে উঠেছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) দ্বৈরথ। প্রোটিয়াদের ডেরায় ক্রিকেটের তিন ফর্ম্যাটেই মুখোমুখি হওয়ার কথা দুই হেভিওয়েট প্রতিপক্ষের। টি-২০ সিরিজ সমাপ্ত হয়েছে ইতিমধ্যেই। প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিলো বৃষ্টিতে। তারপর পিছিয়ে পড়েও ভারত সমতা ফিরিয়েছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দলের লড়াই কুর্নিশ আদায় করেছে বিশেষজ্ঞমহলের। আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে একদিনের সিরিজ। রোহিত, কোহলিদের মত সিনিয়র’রা খেলছেন না সাদা বলের ফর্ম্যাটে। অধিনায়কত্ব করবেন কে এল রাহুল (KL Rahul)। থাকছেন শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং-রা। টি-২০ সিরিজের সাফল্য ওডিআই’তে বজায় রাখতে চায় ভারত।

১৭, ১৯ ও ২১ তারিখের তিনটি একদিনের ম্যাচের পর রয়েছে টেস্ট সিরিজ। ২৬ থেকে ৩০ ডিসেম্বর ও ৩ থেকে ৭ জানুয়ারি দুইটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) অংশ এই টেস্ট দুটিতে জয় লাভ করতে মরিয়া দুই শিবির। ঘরের মাঠে নিজেদের দুর্গ রক্ষাই লক্ষ্য প্রোটিয়াদের। অন্যদিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতলেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয় নেই ভারতের ক্রিকেট ইতিহাসে। সেই অধরা মাধুরী স্পর্শ করার লক্ষ্য সামনে রেখে মাঠে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) দল। সংঘাত যে ধুন্ধুমার হবে তা নিয়ে সংশয় নেই কারও। লাল বলের লড়াই শুরুর আগে অবশ্য চোট-আঘাতের সাথে যুঝতে হচ্ছে দুই শিবিরকেই। ভারতের হয়ে দেখা যাবে না মহম্মদ শামিকে (Mohammed Shami)। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে যাওয়ার পথে কাগিসো রাবাডা (Kagiso Rabada)।

Read More: MS ধোনিকে বিশেষ সম্মান BCCI-এর, অভিনব পন্থায় তিন আইসিসি ট্রফির কারিগরকে জানানো হল শ্রদ্ধার্ঘ্য !!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেই শামি-

Mohammed Shami | SA vs IND | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

ভারতের হয়ে বিশ্বকাপে (ICC World Cup 2023) দাপুটে পারফর্ম্যান্স করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। প্রথম চার ম্যাচে কোচ রাহুল দ্রাবিড় জায়গাই দেন নি তাঁকে। তারপর হার্দিক পান্ডিয়ার চোট দরজা খুলে দেয় বাংলার পেসারের জন্য। আচমকা যে সুযোগ চলে এসেছিলো তা দুই হাত দিয়ে আঁকড়ে ধরেন শামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় ৫ উইকেট তুলে নেন তিনি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে নেন ৪ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে তুলে নেন ৫ উইকেট। সেমিফাইনালে পূর্বের সব সাফল্য ছাপিয়ে গিয়ে ৭ উইকেট নেন শামি (Mohammed Shami)। মোট ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারীও হয়েছেন তিনি। পারফর্ম্যান্সে মন ভরালেও চোট এড়াতে পারেন নি তিনি। গোড়ালির চোট ভোগাচ্ছে তাঁকে।

টি-২০ ও ওডিআই সিরিজ খেলেন নি শামি (Mohammed Shami)। বোর্ডের তরফ থেকে যে দল ঘোষণা করা হয়েছিলো, তাতে কেবল টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন তিনি। জানানো হয়েছিলো তাঁর স্বাস্থ্য পরীক্ষার পরেই দক্ষিণ আফ্রিকা যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে। ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে সেই ছাড়পত্র পান নি শামি। তাঁকে মাঠে ফেরার জন্য অপেক্ষা করতে হবে এখনও বেশ কিছুদিন। আজ অর্থাৎ ১৫ ডিসেম্বর রোহিত শর্মা (Rohit Sharma), জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রণ অশ্বিনের মত বেশ কয়েকজনের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা। শামি সেই বিমান ধরছেন না বলেই খবর। অতিরিক্ত বোলার হিসেবে স্কোয়াডে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। তা ছাড়াও নভদীপ সাইনি ও হর্ষিত রানা’কে পাঠানো হচ্ছে দলের সাথে।

ছিটকে যাওয়ার পথে কাগিসো রাবাডা-

Kagiso Rabada | SA vs IND | Image: Getty Images
Kagiso Rabada | Image: Getty Images

২০১৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামছেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। প্রায় এক দশকের কেরিয়ারে সাফল্যের বেশ কিছু শৃঙ্গ স্পর্শ করেছেন তিনি। মাত্র ২৮ বছর বয়সেই তিনি খেলে ফেলেছেন ৬০টি টেস্ট, ১০১টি একদিনের ম্যাচ ও ৫৬টি টি-২০। দেশের হয়ে লাল বলের ফর্ম্যাটে ২২.৩৪ গড়ে ২৮০ উইকেট নিয়েছেন তিনি। একদিনের ক্রিকেটে ১০১ ম্যাচে তাঁর ঝুলিতে জমা পড়েছে ১৫৭টি উইকেট। বোলিং গড় ২৭.৭৭। কুড়ি-বিশের খেলাতেও তিনি নিয়েছেন ৫৬ উইকেট। সবমিলিয়ে আন্তর্জাতিক আঙিনায় ২১৭ ম্যাচ খেলে রাবাডার (Kagiso Rabada) উইকেটসংখ্যা ৪৯৫। ইতিমধ্যেই সর্বকালের সেরাদের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।

দলে রাবাডা থাকা মানে তা প্রতিপক্ষ ব্যাটারদের কাছে নিঃসন্দেহে চিন্তার বিষয়। অতীতে দক্ষিণ আফ্রিকাকে বহু ম্যাচে জয় এনে দিয়েছেন তিনি। এমনকি ভারতের বিরুদ্ধেও বেশ কয়েকবার কার্যকরী পারফর্ম্যান্স করতে দেখা গিয়েছে তাঁকে। আগামী ২৬ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারির মধ্যে দুই টেস্টের যে সিরিজ হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও ভারতের (SA vs IND) মধ্যে, সেখানে রাবাডার (Kagiso Rabada) গতি ও স্যুইং নিয়ে কোহলি, রোহিতদের মাথা ঘামাতে হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। গোড়ালির চোটের কারণে ছিটকে যাওয়ার মুখে প্রোটিয়া পেসার। চোটের কারণেই সাদা বলের ফর্ম্যাটে দলে রাখা হয় নি তাঁকে। মনে করা হয়েছিলো লাল বলের ফর্ম্যাটে মাঠে ফিরতে পারেন তিনি। কিন্তু খবর মিলেছে যে সুস্থ হয়ে উঠতে এখনও খানিক সময় লাগবে তাঁর।

Also Read: SA vs IND: ব্যাট হাতে ফ্লপ হওয়ার পাশাপাশি শুভমান গিল করলেন আরও বড় ভুল, দেখে সাইডলাইনে রেগে আগুন রাহুল দ্রাবিড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *