SA vs IND: সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গতকাল থেকে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) প্রথম টেস্ট ম্যাচ। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। শুরুতেই জোড়া ওপেনারকে হারিয়েছিলো ভারত। ফেরেন শুভমান গিল’ও। কোহলি ও শ্রেয়স আইয়ার মধ্যাহ্নভোজের বিরতি অবধি টিম ইন্ডিয়ার হাল ধরলেও বড় ইনংস খেলতে পারেন নি। নান্দ্রে বার্গার ও কাগিসো রাবাডার দাপটে বেকায়দায় পড়া ‘মেন ইন ব্লু’র ত্রাতা হয়ে দিনের শেষে দেখা দিলেন কে এল রাহুল। বৃষ্টিতে প্রথম দিনের খেলা বন্ধ হওয়ার আগে রাহুল অপরাজিত রইলেন ৭০ রানে। ভারত দাঁড়িয়ে ৮ উইকেটের বিনিময়ে ২০৮ রানে।
বিশ্বকাপের পর ক্রিকেট থেকে দিনকয়েকের বিরতি নিয়েছিলেন৷ বিরাট কোহলি। খেলেন নি দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) টি-২০ ও একদিনের সিরিজ। টেস্ট ম্যাচ দিয়েই মাঠে ফিরলেন তিনি। এই সেঞ্চুরিয়নেই তিনি ২০১৮ সালে এক মহাকাব্যিক শতরান করেছিলেন। গতকালও শুরুটা বেশ ভালোই করেছিলেন কিং কোহলি। নান্দ্রে বার্গার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড ক্যুৎসিয়েদের সামলাচ্ছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে। বেশ কয়েকটি চোখধাঁধানো অফ ড্রাইভ,কভার ড্রাইভ’ও এসেছিলো তাঁর ব্যাট থেকে। বিশ্বকাপে যে অবিশ্বাস্য ফর্ম দেখা গিয়েছিলো তাঁর ব্যাটে,সেই একই ধারাবাহিকতার আশায় ছিলেন সমর্থকেরা। তাল কাটলো মধ্যাহ্নভোজের বিরতির পর। কাগিসো রাবাডার এক দুর্দান্ত ডেলিভারি বিরাটের ব্যাটের কোণা ছুঁয়ে জমা পড়লো উইকেটরক্ষকের দস্তানায়। ৬৪ বলে ৩৮ করে বিরাট ফেরেন সাজঘরে।
Read More: SA vs IND: বৃষ্টির কারণে আগেই শেষ হল প্রথম দিনের খেলা, কেএল রাহুলের হাফসেঞ্চুরিতে ভারতের স্কোর ২০৮/৮ !!
নতুন রেকর্ডের মালিক হলেন কোহলি,পিছিয়ে রোহিত-
টেস্ট ম্যাচ শুরুর আগে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ‘লিটল মাস্টার’ সুনীল গাওস্কর আশা প্রকাশ করেছিলেন যে রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই বড় রান করেবেন। নেপথ্যে কারণ হিসেবে বিরাট ও রোহিতের বিপুল অভিজ্ঞতার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পেস বিভাগের মানের অবনতির কথাও বলেছিলেন গাওস্কর। কিন্তু সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের খেলা শেষে গাওস্করের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ার মুখে। বিধ্বংসী বোলিং করতে দেখা যায় রাবাডাকে। রোহিত ও কোহলি,দুজনকেও শিকার করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করতেও দেখা গেলো তাঁকে।
ইনিংসের শুরুতেই ট্রেডমার্ক পুল শট মারতে গিয়ে ডিপ স্কোয়্যার লেগে নান্দ্রে বার্গারের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১৪ বলে করেন ৫ রান। গতকালের ব্যর্থতার সাথে সাথেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসে ভারতের সফলতম ব্যাটারের তকমাও হারালেন রোহিত। বর্তমানে তাঁর রান সংখ্যা দাঁড়িয়ে ২০৯৭-তে৷ ৩৮ রানের ইনিংস খেলে সতীর্থ রোহিতকে পিছনে ফেললেন বিরাট কোহলি। তাঁর রান সংখ্যা ২১০১। যদিও ম্যাচ সংখ্যা ও ইনিংসের নিরিখে অনেকটাই পিছনে রোহিত। কোহলি যেখানে ৩৫ ম্যাচ ও ৫৭ ইনিংস খেলেছেন,রোহিত সেখানে খেলেছেন ২৬ ম্যাচ ও ৪২ ইনিংস। গড়ের দিক থেকেও এগিয়ে হিটম্যান। কোহলির ৩৮.৯০ গড়ের বিপরীতে তাঁর ব্যাটিং গড় ৫২.৪২। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড আপাতত রয়েছে ইংল্যান্ডের জো রুটের হাতের মুঠোয়। তিনি ৪৭ ম্যাচে করেছেন ৩৮৯৭ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।