SA vs IND: বিশ্বকাপ ফাইনালে হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তারপর তারা উড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। সেখানে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারতের। ১০ তারিখ থেকে শুরু হচ্ছে দ্বৈরথ। প্রথমে রয়েছে তিন টি-২০। এরপর তিনটি একদিনের ম্যাচও খেলবে দুই শিবির। সবশেষে রয়েছে দুই টেস্ট। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য যে দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড, তাতে রয়েছে চমক। সাদা বলের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’রা (Rohit Sharma)। টি-২০ ক্রিকেটে তাঁদের দেখা যায় নি ২০২২-এর নভেম্বর মাস থেকেই। ওডিআই বিশ্বকাপের পর পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও অব্যাহতি চেয়ে নিয়েছেন তাঁরা। ফিরবেন টেস্ট ক্রিকেটে।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত। অধরা রয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়। এর আগে দুই বার সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে গেলেও পরে লাগাতার হারে সিরিজ হাতছাড়া হওয়ার ঘটনা দেখা গিয়েছে। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিং-এ এক নম্বর টেস্ট দল টিম ইন্ডিয়া (Team India)। নিজেদের জয়পতাকা দক্ষিণ আফ্রিকার মাটিতেও ওড়াতে বদ্ধপরিকর রোহিত শর্মা’র দল। ২৫ থেকে ৩০ ডিসেম্বর ও ৩ থেকে ৭ জানুয়ারি দুই টেস্ট ম্যাচ আয়োজিত হওয়ার কথা। নজর থাকবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার র্যাঙ্কিং-এর দিকে। প্রথম দুইতে নিজেদের জায়গা ধরে রাখতে জয় ছাড়া কোনো কিছুই আপাতত ভাবনায় নেই ভারতের। সিরিজ শুরুর আগে ‘মেন ইন ব্লু’র জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন জ্যাক ক্যালিস (Jacques Kallis)। ‘তুরুপের তাস’ হিসেবে বেছে নিলেন বিরাট কোহলিকে।
Read More: SA vs IND: “দিনটাই কেবল নষ্ট হলো…” ডারবানে বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম টি-২০, সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ নেটিজেনদের !!
কোহলির উপরেই বাজি ধরছেন ক্যালিস-
২০১৯ থেকে ২০২২-এর মাঝামাঝি অবধি কেরিয়ারের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট হাতে ছন্দ হারিয়েছিলেন, আসছিলো না শতরান। অন্যদিকে জাতীয় দলের নেতৃত্বও হয়েছিলো হাতছাড়া। সেই অন্ধকারময় অধ্যায়কে অবশ্য কাটিয়ে ফেলেছেন তিনি। ভারতীয় মহাতারকা গত বছরের টি-২০ বিশ্বকাপে ৯৯ গড়ে করেছিলেন ২৯৬ রান। এরপর এশিয়া কাপেও চমৎকার খেলেন। ধুন্ধুমার শতরান করেন পাকিস্তানের বিরুদ্ধে। ঘরের মাঠে বিশ্বকাপ মাতায় কোহলির (Virat Kohli) ব্যাট। শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের নজির গড়েন। ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান সহ তিনি করেন ৭৬৫ রান। সেরা ছন্দে থাকাকালীন কোহলির সাদা বলের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তে তাই হতবাক অনেকে।
সাদা বলের ক্রিকেট না খেললেও লাল বলের ফর্ম্যাটে কোহলিই (Virat Kohli) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন বলে ধারণা প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসের (Jacques Kallis)। প্রাক্তন অলরাউন্ডার স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, “ও খুব বড় একজন ক্রিকেটার, যেখানেই খেলুক না কেন। এখানেও বেশ কিছু ম্যাচ খেলেছে এবং সাফল্যও পেয়েছে। এখানে (দক্ষিণ আফ্রিকায়) খেলার অভিজ্ঞতা ও বাকিদের সাথে ভাগ করে নিতে পারবে, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের সাথে। এই পরিবেশে কেমন করে খেলতে হয়, কি আশা করা যায় সেই সম্পর্কে একটা ধারণা দিতে পারবে।”
দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও অবধি ৭টি টেস্ট খেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ১৪ ইনিংসে করেছেন ৭১৯ রান। ব্যাটিং গড় ৫১.৩৫। রয়েছে ২টি শতরান ও ৩টি অর্ধশতরান। আসন্ন সিরিজেও নিজের চমকপ্রদ পরিসংখ্যান নিঃসন্দেহে ধরে রাখতে চাইবেন তিনি। কোহলির প্রশংসা করে ক্যালিস (Jacques Kallis) আরও বলেন, “আমি আশা করি ও দক্ষিণ আফ্রিকায় একটা বড় সিরিজ উপভোগ করতে চায়। ও (কোহলি) ভালো ফর্মে রয়েছে। আমি মনে করি ভারত যদি এখানে জেতে, তাহলে বিরাটের বড় অবদান থাকবে তাতে। ওকে ভালো খেলতেই হবে।”
SA vs IND টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষণ (উইকেটরক্ষক), কে এল রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি*, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণা, মুকেশ কুমার।