sa-vs-ind-fans-react-to-indian-victory

SA vs IND: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) সিরিজের প্রথম ম্যাচটা খেলাই হয় নি বৃষ্টির জন্য। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বাধা দেওয়ায় ফলাফল নির্ধারণে ব্যবহার করতে হয়েছিলো ডাকওয়ার্থ ল্যুইস নিয়ম। হাসি ফোটে নি ভারতীয় সমর্থকদের মুখে। কেবের্হায় ৫ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। প্রথমে ব্যাট করে ১৮০ রান স্কোরবোর্ডে যোগ করার পরেও সাফল্য ধরা দেয় নি। বিফলে গিয়েছিলো সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিং-এর জোড়া অর্ধশতক। একই সাথে নিভে গিয়েছিলো সিরিজ জয়ের আশা’ও। জোহানেসবার্গের ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে হয়ে দাঁড়িয়েছিলো ‘ডু অর ডাই।’ সমতা ফেরাতে জয় ছাড়া রাস্তা খোলা ছিলো না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় আজ অবশ্য ঘুরে দাঁড়ালো ভারত। প্রোটিয়াদের হারিয়ে দিলো ১০৬ রানের ব্যবধানে।

Read More: SA vs IND: জোহানেসবার্গে সূর্যকুমার শো, যশস্বীকে সঙ্গী করে টিম ইন্ডিয়াকে পৌঁছে দিলেন ২০১ রানে !!

টসে জিতে ভারতকে প্রথম ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। যশস্বী ও শুভমান গিলের জুটি শুরুটা ভালো করলেও এগোতে পারে নি বেশীদূর। কেশব মহারাজের বলে শুভমান এলবিডব্লু হওয়ার পর নেটদুনিয়ায় কটাক্ষের মুখে পড়েছিলেন শুভমান। ‘দেশের বাইরে ওঁকে খেলানোই উচিৎ নয়’ লিখেছেন এক নেটজেন। ৬০ রান করে শুভেচ্ছা কুড়িয়েছেন যশস্বী। ‘টি-২০ বিশ্বকাপের জন্য যশস্বীকে প্রয়োজন’ লিখেছেন এক ভক্ত। জোহানেসবার্গে সামনে থেকে নেতৃত্ব দিলেন সূর্যকুমার যাদব। চতুর্থ শতরান করলেন তিনি। ‘অবিশ্বাস্য’, সূর্যের ইনিংস দেখে মন্তব্য এক নেটনাগরিকের। ‘টি-২০ ক্রিকেটে সূর্যের আশেপাশেও কেউ নেই’ মিস্টার ৩৬০’র ব্যাটিং তাণ্ডব দেখে প্রতিক্রিয়া আরও একজনের। ‘ভিডিও গেমেও এমন হয় না’ সূর্যের ব্যাটিং দেখে চমকে গিয়েছে ক্রিকেটবিশ্ব।

গত ম্যাচে ১৫ ম্যাচে ১৫২ রান তুলে জয় ছিনিয়ে নিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। আজ বল হাতে তাদের ছন্দ খুঁজে নিতেই দিলেন না সিরাজ, আর্শদীপ’রা। প্রথম ওভারে মেডেন দেন সিরাজ। দ্বিতীয় ওভারে উইকেট তোলেন মুকেশ। সফল আর্শদীপ’ও। পেসের ধাক্কায় বেসামাল দক্ষিণ আফ্রিকাকে সামলে নেওয়ার সুযোগ দেন নি কুলদীপ যাদব। নিজের জন্মদিনে ২.৫ ওভারে ১৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা থেমে গেলো ৯৫ রানেই। ‘যেভাবে লড়াইতে ফিরলো ভারত, সেটাকে কুর্নিশ জানাতেই হয়’ লিখেছেন এক ভক্ত। ‘এই লড়াকু মানসিকতাটাই আমাদের সম্পদ’ মন্তব্য আরও একজনের। ‘এই সিরিজ থেকে শিক্ষা নিলেই টি-২০ বিশ্বকাপে ভালো ফল করা সম্ভব’ জানিয়েছেন টিম ইন্ডিয়ার এক সমর্থক। ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন সূর্যকুমার যাদব। ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন স্কাই’ প্রার্থনা ভারতীয় সমর্থকদের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: SA vs IND: “এই ব্যাটিংটা বিশ্বকাপে দেখালেই ভালো……”, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সূর্যকুমারের মারকাটারি ব্যাটিং দেখে উদ্বেল নেটজনতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *