SA vs IND: “দিনটাই কেবল নষ্ট হলো…” ডারবানে বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম টি-২০, সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ নেটিজেনদের !! 1

SA vs IND: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ৪-১ ফলে সিরিজ জয়ের পর আজ মাঠে ফেরার কথা ছিলো টিম ইন্ডিয়ার। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিলো। বিরাট কোহলি, রোহিত শর্মাদের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadv) নেতৃত্বাধীন তরুণ টিম ইন্ডিয়া মুখিয়ে ছিলো মাঠে নামার জন্য। গতকাল বিসিসিআই-এর তরফে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে অনুশীলনের ছবি পোস্ট করা হয়েছিলো, তাতে রৌদ্রজ্জ্বল আবহাওয়াই চোখে পড়েছিলো। কিন্তু রাত পোহাতেই বদলে গেলো পরিস্থিতি। আজ সকাল থেকে আকাশের মেঘ ভার। লাগাতার বৃষ্টিতে ভেস্তেই গেলো ম্যাচ।

Read More: SA vs IND: ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০’র লড়াই, ডারবানে ভিলেন হল বৃষ্টি !!

রিঙ্কু সিং (Rinku Singh), জিতেশ শর্মাদের (Jitesh Sharma) মত তরুণ ক্রিকেটারদের কাছে আজ সুযোগ ছিলো বিদেশের মাঠে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পরখ করে দেখার। সেই সুযোগ এলো না তাঁদের সামনে। সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ধরে পড়েছিলো ভারতীয় সাজঘরের ছবিটা। আর্শদীপ সিং (Arshdeep Singh), কুলদীপ যাদব’দের উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাজঘরের বারান্দায়। বৃষ্টি থামার আশা করছিলেন সকলেই, কিন্তু শেষমেশ সেই আশা আর পূরণ হয় নি। রাত ১০টা নাগাদ সরকারী ভাবে জানিয়ে দেওয়া হয় যে ম্যাচ পরিত্যক্ত। আজকের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জয়ের পথ কঠিন হয়ে গেলো দুই দলের কাছেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিততে ভারতের তরুণ তুর্কিদের বাকি দুই ম্যাচের প্রতিটিই জিততে হবে।

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) ম্যাচ ঘিরে প্রত্যাশার পারদ চড়া ছিলো ভারতীয় সমর্থকদের মধ্যে। খেলা না হওয়ায় হতাশ তাঁরা। নিজেদের আক্ষেপ সোশ্যাল মিডিয়া উগড়ে দিতে দেখা গেলো ক্রিকেটপ্রেমীদের। ‘রবিবারের সন্ধ্যাটা পুরো মাটি হয়ে গেলো’ লিখেছেন একজন। ‘দক্ষিণ আফ্রিকায় রিঙ্কু সিং-এর ব্যাটিং দেখার ইচ্ছা ছিলো। পূরণ হলো না তা।” সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার দলগঠনের জন্য এই সিরিজের গুরুত্ব অপরিসীম। টিম ইন্ডিয়ার আগামী কয়েক মাসের সূচি তুলে ধরে একজন লিখেছেন, “টি-২০ বিশ্বকাপের আগে আর মাত্র ৫টি টি-২০ হাতে পাচ্ছে ভারত। দল গঠন কঠিন হতে চলেছে।” সকলের চোখ এখন কেবের্খায়। ১৪ তারিখ সেখানে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) সিরিজের দ্বিতীয় ম্যাচ। ‘আর যেন বৃষ্টি না হয়’ প্রার্থনায় সকলে।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: SA vs IND: ডারবানে থাকছে বৃষ্টির চোখ রাঙানি, ভেস্তে যাওয়ার মুখে প্রথম টি-২০ ম্যাচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *