sa-vs-ind-fans-laud-bumrah-heroics

SA vs IND: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট হেরে পিছিয়ে রয়েছে ভারত। কেপ টাউনে তাদের সামনে চ্যালেঞ্জ সমতা ফেরানোর। টি-২০ সিরিজ ড্র রেখেছে দল, জিতেছে একদিনের সিরিজ। টেস্টেও পরাজিতের তকমা ঘাড়ে নিয়ে দেশে ফিরতে চান না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। গতকাল ম্যাচের প্রথম দিনে রাজ করেছিলেন পেস বোলাররা। টসে জিতে প্রথমে ব্যাটিং করেছিলো প্রোটিয়ারা। স্বাগতিক দেশকে গুঁড়িয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। একাই তুলে নেন ৬ উইকেট। মূলত তাঁর দাপটেই ভারত ৫৫ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। এরপর ব্যাট করতে নেমে একটাসময় সুবিধাজনক জায়গায় থাকলেও চা পানের বিরতির পর তাসের ঘরের মত ভাঙে ভারতের ব্যাটিং। ১৫৩তে শেষ হয় ইনিংস।

Read More: SA vs IND: “ওকে দলে নেওয়ার কোন মানে হয় না…” দ্বিতীয় টেস্টে ফ্লপ করায় চরম ট্রোলের শিকার রবীন্দ্র জাদেজা !!

টেস্টের প্রথম দিনেই শুরু হচ্ছে তৃতীয় ইনিংস। এমন অভাবনীয় ঘটনাও দেখা গিয়েছে কেপ টাউনে। ভারতীয় বোলারদের বিপক্ষে প্রোটয়া ব্যাটাররা বেকায়দায় পড়েন দ্বিতীয় ইনিংসেও। গতকাল ম্যাচ শেষ হওয়ার আগেই ফিরে গিয়েছিলেন এলগার, দে জর্জি ও ট্রিস্টান স্টাবস। আজ সকাল থেকেও ব্যাটারদের আসা-যাওয়ার পালা অব্যাহত। গতকাল দক্ষিণ আফ্রিকার সামনে ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন মহম্মদ সিরাজ। আজ জসপ্রীত বুমরাহ ভাঙেন তাদের। গতকাল তাঁর ঝুলিতে ছিলো ১ উইকেট। আজ বুমরাহ ফিরিয়ে দেন বেডিংহ্যাম, ভেরিয়ান, ইয়ানসেন ও কেশব মহারাজকে। টেস্ট কেরিয়ারের নবম ফাইফারটি যুক্ত হলো তাঁর পরিসংখ্যানের পাতায়।

বুমরাহ বোলিং বিক্রমে মজেছেন নেটিজেনরা। ‘গতকালটা সিরাজের ছিলো, আজকের দিনটা বুমরাহ’র’’-লিখেছেন এক নেটনাগরিক। “বুমরাহকে সেরা ছন্দে বোলিং করতে দেখে ভালো লাগছে” উচ্ছ্বাস লুকিয়ে রাখেন নি আরও এক নেটনাগরিক। “পেস বোলিং-ই ভারতকে ম্যাচে এগিয়ে রেখেছে” বুমরাহ’র সাথে সাথে তারিফ কুড়িয়েছেন মুকেশ কুমার, মহম্মদ সিরাজরাও। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে চমৎকার প্রতিরোধ দেখিয়েছেন এইডেন মার্করাম। চাপের মুখে দুর্দান্ত শতরান’ও করেছেন তিনি। তাঁর জন্য’ও শুভেচ্ছার বাণ ডেকেছে সোশ্যাল মিডিয়ার আঙিনায়।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: SA vs IND: দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয়বার ‘ফাইফার’ নিলেন জসপ্রিত বুমরাহ, ভাঙলেন এই বিরল রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *